Apple Spring Loaded event: ২০ এপ্রিল লঞ্চ হচ্ছে iPad Pro, AirPods 3, Apple Pencil

Apple প্রেমীদের জন্য সুখবর! জল্পনার অবসান ঘটিয়ে Apple আজ তাদের বহু প্রত্যাশিত লঞ্চ ইভেন্টের তারিখ অফিসিয়াল ভাবে জানিয়ে দিল। “Spring Loaded” নামে অ্যাপলের এই ইভেন্টটি আর ছ’দিন পর, অর্থাৎ আগামী ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে অ্যাপলের তরফে ঘোষণা করা হয়েছে। মজার বিষয় হল, “অ্যাপলের পরবর্তী ইভেন্ট কবে?” ভার্চুয়াল অ্যাসিট্যান্ট সিরিকে প্রশ্ন করলেই নাকি উত্তর মিলছিল, ‘এপ্রিলের ২০ তারিখ’। সিরির এই কান্ড কারখানা নিয়ে হৈচৈ শুরু হওয়ার কয়েক ঘন্টা পরেই অ্যাপলের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কখন ও কোথায় Apple Spring Loaded ইভেন্ট দেখতে পারবেন

২০ এপ্রিল অ্যাপলের সদরদপ্তর অ্যাপল পার্ক থেকে ইভেন্টের লাইভ স্ট্রিমিং চলবে। ইভেন্ট শুরু হবে ভারতীয় সময় রাত ১০টা ৩০ মিনিট থেকে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট Apple.com থেকে ইভেন্টে চোখ রাখা যাবে।

Spring Loaded ইভেন্টে অ্যাপল কী কী প্রোডাক্ট লঞ্চ করতে পারে

ইভেন্টে কোন প্রোডাক্টের ওপর থেকে পর্দা উঠতে চলেছে সে ব্যাপারে অ্যাপল অবশ্য কিছুই জানায়নি। তবে অ্যাপলের স্কুইগলি লোগো এবং স্প্রিং লোডেড ট্যাগলাইন ওই দিন নতুন Apple Pencil লঞ্চ হওয়ার দিকে ইঙ্গিতপূর্ণ বার্তা বহন করছে। আবার iPad Pro এর ১১ ইঞ্চি ও ১২.৯ ইঞ্চি ভ্যারিয়েন্ট এপ্রিলের শেষে লঞ্চ হতে পারে জল্পনা চলছে। তাই ডিভাইসগুলি ২০ এপ্রিল লঞ্চ হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে। একইরকম ডিজাইন থাকলেও আইপ্যাডের টপ-এন্ড ভ্যারিয়েন্টে মিনি এলইডি ডিসপ্লে থাকবে।

Apple Spring Loaded event

এছাড়া, AirTags বলুন বা AirPods এর নেক্সট জেনারেশন ওয়্যারলেস ইয়ারফোন AirPods 3, ২০ এপ্রিল ডিভাইসগুলির ঘোষণা হয়ে যেতে পারে। যদিও নতুন iMac ও MacBook ল্যাপটপ এই বছরের অন্য কোনো সময়ে লঞ্চ হবে । তবে প্রোডাক্টের টিজার ইভেন্টের মঞ্চে দেখানো হবে বলে ধরে নেওয়া যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন