নয়েস ক্যান্সেলেশনের সাথে সস্তায় Xiaomi লঞ্চ করলো মি ট্রু ওয়্যারলেস ইয়ারফোন ২ বেসিক

গত মে মাসে ভারতে লঞ্চ হয়েছিল মি ট্রু ওয়্যারলেস ইয়ারফোন ২। এবার Xiaomi এর ডাউনগ্রেড ডিভাইস Mi True Wireless Earphones 2 Basic লঞ্চ করলো। কোম্পানি এটি গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে। মি ট্রু ওয়্যারলেস ইয়ারফোন ২ বেসিক ইয়ারবাডসে নয়েস ক্যান্সেলেশন, ৫ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ, টাচ কন্ট্রোল প্রভৃতি ফিচার দেওয়া হয়েছে। আশা করা যায় ভারতে খুব শীঘ্রই একে লঞ্চ করা হবে। আসুন Mi True Wireless Earphones 2 Basic এর দাম ও স্পেসিফিকেশন জেনে নিই।

Mi True Wireless Earphones 2 Basic দাম:

মি ট্রু ওয়্যারলেস ইয়ারফোন ২ বেসিক এর দাম রাখা হয়েছে প্রায় ৩,৪০০ টাকা। যদিও প্রথম দিকে এটি প্রায় ২,৬০০ টাকায় পাওয়া যাবে। এটি সাদা রঙে পাওয়া যাবে। ভারতে মি ওয়্যারলেস ইয়ারফোন ২ এর দাম ৩,৯৯৯ টাকা। যদিও এটি ৪,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। এখন দেখার বেসিক ভার্সন কত দামে লঞ্চ হবে।

Mi True Wireless Earphones 2 Basic স্পেসিফিকেশন:

মি ট্রু ওয়্যারলেস ইয়ারফোন ২ ইয়ারবাডটিতে রয়েছে একটি ১৪.২ মিমি ডায়নামিক ড্রাইভার এবং টাইটানিয়াম সংমিশ্রিত ডায়াফ্রাম। কোম্পানি এই ট্রু ওয়্যারলেস ইয়ারবাডে সাউন্ড কোয়ালিটি, কল ক্লেয়ারিটি এবং ব্যাটারি লাইফের প্রতি নজর দিয়েছে। এতে SBC/AAC audio codecs সাপোর্ট আছে। জানা গেছে একবার চার্জে এটি ৫ ঘন্টা ব্যাকআপ দেবে। আবার ব্যাটারি কেসের মাধ্যমে ২০ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ মিলবে। চার্জের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে।

এই ইয়ারবাডে অটো পেয়ার এবং অটো কানেক্ট ফিচার রয়েছে। এছাড়াও নয়েস ক্যান্সেলেশনের জন্য দুটি মাইক্রোফোন দেওয়া হয়েছে। আবার ইন-ইয়ার ডিটেকশনের জন্য এতে সেন্সর রয়েছে। এতে গুগল অ্যাসিস্টেন্ট সাপোর্ট করবে। এই ইয়ারবাডটিতে ব্লুটুথ ৫.০ সাপোর্ট করবে।