Tata-র মতো সেবাপরায়ণ Mahindra, মন্দিরে দান করল তাদের অন্যতম দামী SUV

টাটা মোটরস (Tata Motors)-এর মতো মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা (Mahindra & Mahindra)-ও সেবাপরায়ণতার জন্য সুপরিচিত। বিভিন্ন সময়ে সমাজ কল্যাণে গাড়ি দান করতে দেখা যায় দেশীয় সংস্থাটিকে। এবারে শিরডির শ্রী সাঁই বাবার মন্দিরের ট্রাস্টি বোর্ডকে XUV700 SUV গাড়ি দান করল মাহিন্দ্রা। মন্দিরের উপাসকদের চলাফেরার কাজে বিশেষভাবে সহায়তা করবে এই গাড়িটি।

Mahindra সাঁইবাবার মন্দিরে XUV700 SUV দান করল

মাহিন্দ্রার এক মুখপাত্র জানিয়েছেন, ট্রাস্টের হাতে নতুন গাড়ি তুলে দেওয়া হয়েছে। তবে সাঁই বাবা মন্দিরের ট্রাস্টকে যে এই প্রথমবার গাড়ি উপহার দেওয়া হল, তা নয়। এর আগেও একাধিক মডেল মন্দির কর্তৃপক্ষের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। যার মধ্যে একাধিক জনপ্রিয় এসইউভি, বাণিজ্যিক গাড়ি, এমনকি ট্রাক্টারও রয়েছে।

জানা গিয়েছে, দান হিসেবে দেওয়া গাড়িটি হচ্ছে XUV700-এর AX7 ভ্যারিয়েন্ট। ২০২১-এ এই গাড়িটি প্রথম লঞ্চ করেছিল মাহিন্দ্রা। এটি সে সময় সংস্থার ফ্ল্যাগশিপ মডেল হিসেবে এসেছিল। একদা বিক্রিত XUV500 SUV-র জায়গায় এসেছিল এটি। বিশ্বের একাধিক বাজারে এই গাড়িটি বিক্রি করে মাহিন্দ্রা।

XUV700-এর দাম ১৪.০১ লক্ষ থেকে ২৬.১৮ লক্ষ টাকা (এক্স-শোরুম)। গাড়িটি দুটি ইঞ্জিনে অফার করা হয়। ২.০ লিটার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন থেকে ১৯৭.২৬ বিএইচপি শক্তি এবং ৩৮০ এনএম টর্ক উৎপন্ন হয়। যেখানে ২.২ লিটার টার্বোচার্জড ডিজেল ইঞ্জিন থেকে ১৮২.৪৬ বিএইচপি শক্তি এবং ৪৫০ এনএম টর্ক পাওয়া যায়। মন্দিরে দেওয়া গাড়িটি XUV700-এর টপ-এন্ড ভ্যারিয়েন্ট AX7L। তাই এতে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্টেন্স সিস্টেম বা অ্যাডাস ফিচার রয়েছে।