OnePlus 12-এ এবার পেরিস্কোপ লেন্স ক্যামেরা সহ সবচেয়ে শক্তিশালী অ্যান্ড্রয়েড প্রসেসর, ছবি ফাঁস

OnePlus 12-এর ডিসপ্লেতে আল্ট্রা স্লিম বেজেল থাকবে। OnePlus 11-এর ডিসপ্লের ওপরের বাম দিকে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউট ছিল

OnePlus তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোন OnePlus 12 এবছর ডিসেম্বর মাস নাগাদ লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এটি চলতি বছরের জানুয়ারিতে আত্মপ্রকাশ করা OnePlus 11-এর উত্তরসূরি হিসেবে আসবে। যদিও এই হ্যান্ডসেটটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে এখনও বেশ কয়েকমাস বাকি রয়েছে, তবে ডিভাইসটির সম্পর্কে ইতিমধ্যেই নানা তথ্য অনলাইনে ফাঁস হতে শুরু করেছে। আর এখন এক নির্ভরযোগ্য টিপস্টার, OnePlus 12-এর কিছু রেন্ডারে প্রকাশ করেছেন, যা এর ডিজাইনটি তুলে ধরেছে।

ফাঁস হল OnePlus 12-এর রেন্ডার

নির্ভরযোগ্য টিপস্টার স্টিভ হেমারস্টোফার (ওরফে অনলিক্স) দ্বারা ফাঁস হওয়া রেন্ডারগুলি সমস্ত কোণ থেকে ওয়ানপ্লাস ১২-এর ডিজাইন প্রদর্শন করেছে। সামগ্রিকভাবে, ছোটখাটো পরিবর্তন ছাড়া এটি তার পূর্বসূরির মতো প্রায় একই ডিজাইন বজায় রাখবে। ডিভাইসটির ডানদিকে অ্যালার্ট স্লাইডার এবং পাওয়ার বাটন এবং বাম প্রান্তে ভলিউম রকার কীগুলি অবস্থান করবে। এটি স্লিম ফর্ম ফ্যাক্টরের সাথে আসবে। রেন্ডারে ওয়ানপ্লাস ১২-কে একটি গ্লসি ব্ল্যাক এবং ব্র্যান্ডের আইকনিক স্যান্ডস্টোন ফিনিশে দেখা গেছে।

জানিয়ে রাখি, OnePlus 12-এর ডিসপ্লেতে আল্ট্রা স্লিম বেজেল থাকবে। OnePlus 11-এর ডিসপ্লের ওপরের বাম দিকে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউট ছিল, আর আসন্ন মডেলে ফ্রন্ট ক্যামেরাটি একটি ছোট কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে অবস্থান করবে। ডিভাইসের নীচের প্রান্তে একটি স্পিকার গ্রিল এবং একটি ইউএসবি-সি পোর্ট দেখতে পাওয়া যাবে।

এছাড়া, OnePlus 12-এর পিছনের দিকে একই হাফ-পিল-আকৃতির আইল্যান্ড থাকবে, যা গ্লসি ফিনিশের হবে। আইল্যান্ডটি সাইড ফ্রেম থেকে কিছুটা প্রসারিত। এটিতে টুইক করা সেন্সর বিন্যাস সহ বৃত্তাকার মডিউল থাকবে, যার ওপরে দুটি লেন্স এবং নীচে একটি পেরিস্কোপ লেন্স দেখা যাবে, যেমনটি এর আগে রিপোর্ট করা হয়েছিল। পেরিস্কোপ লেন্সটি একটি স্বতন্ত্র কালো স্ট্রিপের সাথে যুক্ত থাকবে। কোম্পানি এলইডি ফ্ল্যাশটিকে বৃত্তাকার মডিউলের বাইরে সরাবে এবং পিল-আকৃতির আইল্যান্ডের ওপরের বাম কোণে স্থাপন করবে।

উল্লেখ্য, এর আগে কিছু সূত্র জানা গিয়েছিল যে, OnePlus 12 ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর দ্বারা চালিত হবে। এতে ১৫০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির কিউএইচডি+ ওলেড (OLED) ডিসপ্লে থাকবে বলেও আশা করা হচ্ছে।