LTE কানেক্টিভিটি সহ লঞ্চ হল Samsung Galaxy Chromebook Go ল্যাপটপ, রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্ট, Samsung আগামী কয়েক বছরের মধ্যেই যে ল্যাপটপের বাজারেও জাঁকিয়ে বসবে সে কথা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কারণ খুব কম সময়ের ব্যবধানে নতুন নতুন ল্যাপটপ তারা বাজারে আনছে। সম্প্রতি স্যামসাং আরও একটি নতুন ল্যাপটপের ঘোষণা করেছে। তাদের গ্যালাক্সি ফ্যামিলির অন্তর্ভুক্ত এই ল্যাপটপটির নাম Samsung Galaxy Chromebook Go। ল্যাপটপটিকে এখন স্যামসাং মোবাইল প্রেস সাইটেও দেখা গেছে। স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে কিছু তথ্য জানা গেলেও ল্যাপটপটির দাম এবং প্রাপ্যতার বিষয় এখনও অজানা। চলুন Samsung Galaxy Chromebook Go ল্যাপটপটির স্পেসিফিকেশন এবং ফিচার সম্বন্ধে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy Chromebook Go ল্যাপটপটির স্পেসিফিকেশন এবং ফিচার

স্যামসাং গ্যালাক্সি ক্রোমবুক গো ল্যাপটপটিতে আছে ১৪ ইঞ্চির ১৩৬৬×৭৬৮ পিক্সেল রেজোলিউশন বিশিষ্ট টিএফটি (TFT) এইচডি (HD) টাচ স্ক্রিন ডিসপ্লে। ল্যাপটপটি ইন্টেল সেলেরন এন৪৫০০ (জ্যাসপার লেক) প্রসেসরের সাথে এসেছে, যেটি ১০ এনএম (nm) প্রসেসে নির্মিত। এছাড়া এই ল্যাপটপে আছে দুটি সিপিইউ (CPU) কোর এবং ১৬ টি ইইউ (EU) যুক্ত ইন্টেল ইউএইচডি (UHD) গ্ৰাফিক্স।

গ্যালাক্সি ক্রোমবুক গো ল্যাপটপটি ৪ জিবি বা ৮ জিবি র‌্যাম এবং ৩২ জিবি, ৬৪ জিবি, ১২৮ জিবি এসএসডি (SSD) স্টোরেজের সাথে এসেছে। এছাড়াও এতে মাইক্রোএসডি কার্ড স্লট বর্তমান, যার মাধ্যমে মেমোরি বাড়ানো যাবে। ক্রোমবুকটি ক্রোমওএস (ChromeOS) দ্বারা চালিত। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, এটি ৪২.৩wh ব্যাটারির সাথে এসেছে এবং সঙ্গে আছে একটি ৪৫ ওয়াটের ইউএসবি টাইপ সি চার্জার। ডিভাইসটিতে ওয়াইফাই ৬ সাপোর্টসহ একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বিদ্যমান।

কানেক্টিভিটির জন্য Samsung Galaxy Chromebook Go ল্যাপটপে দুটি ইউএসবি টাইপ সি পোর্ট, একটি ইউএসবি ৩.২ পোর্ট এবং একটি ৩.৫ মিমি হেডফোন-মাইক্রোফোন কম্বো জ্যাকের সুবিধা আছে। পাশাপাশি এলটিই (LTE) ভার্সনেও ল্যাপটপটি উপলব্ধ যেখানে একটি ন্যানো-সিম স্লট আছে। গ্যালাক্সি ক্রোমবুক গো ল্যাপটপটিতে দুটি ১.৫ ওয়াট স্পিকার পাওয়া যাবে। এছাড়া মাল্টিটাচ ট্র্যাকপ্যাড এবং একটি ৭২০পি ওয়েবক্যাম উপলব্ধ ‌ ল্যাপটপটির আকার ৩২৭.১×২২৫.৬×১৫.৯ মিমি (mm) এবং ওজন ১.৪৫ কেজি‌।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন