2019 সালের ফোনের আপগ্রেড ভার্সন আনছে Vivo, লঞ্চের টাইমলাইন ও স্পেসিফিকেশন লিক হল

ভিভো শীঘ্রই তাদের ওয়াই সিরিজের নয়া মডেল Vivo Y11 (2023) চীনের পাশাপাশি বিশ্ববাজারে লঞ্চ করতে পারে। এটি ২০১৯ সালে লঞ্চ হওয়া পূর্বসূরি Vivo Y11 (2019)-এর তুলনায় অনেক ক্ষেত্রে আপগ্রেড অফার করবে৷ এখন একটি সূত্র মারফৎ Vivo Y11 (2023) লঞ্চের টাইমলাইন ও স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে। জানা গিয়েছে, এই ভিভো ফোনে MediaTek প্রসেসর ব্যবহার করা হবে। এছাড়াও, এটি ৬.৫ ইঞ্চির ফুল-এইচডি+ এলসিডি ডিসপ্লের সাথে আসবে এবং অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে। আসুন তাহলে জেনে নেওয়া যাক Vivo Y11 (2023) সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে।

প্রকাশ্যে এল Vivo Y11 (2023)-এর স্পেসিফিকেশন

প্রাইসবাবার প্রতিবেদন অনুযায়ী, ভিভো ওয়াই১১ (২০২৩) মার্চের শেষের দিকে চীনে আত্মপ্রকাশ করবে আর বিশ্ববাজারে আগামী এপ্রিলে লঞ্চ হবে। তবে, কোম্পানির পক্ষ থেকে বাজেট রেঞ্জের ভিভো ওয়াই১১ (২০২৩)-এর সঠিক লঞ্চের তারিখ এখনও নিশ্চিত করা হয়নি। এদিকে, হ্যান্ডসেটটির ফাঁস হওয়া স্পেসিফিকেশনগুলি নির্দেশ করে যে, ২০১৯ সালের মডেলের তুলনায় এটি অনেকগুলি আপগ্রেডের সাথে আসবে।

স্পেসিফিকেশনের কথা বললে, ভিভো ওয়াই১১ (২০২৩)-এ ৬.৫ ইঞ্চির ফুল-এইচডি+ এলসিডি স্ক্রিন থাকতে পারে। এটি মিডিয়াটেকের প্রসেসর দ্বারা চালিত হবে। তবে চিপটির সঠিক নাম সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। ফোনটি শুধুমাত্র ৪জি কানেক্টিভিটি সাপোর্ট করবে। এতে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ মিলবে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ইউজার ইন্টারফেসে রান করবে বলেও জানা গেছে।

এছাড়াও, সূত্র নির্দেশ করেছে যে, ভিভো ওয়াই১১ (২০২৩)-এ ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। ফোনটিতে পলিকার্বোনেট চেসিস এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক অন্তর্ভুক্ত থাকবে বলেও অনুমান করা হচ্ছে।

জানিয়ে রাখি, Vivo Y11 (2019) অ্যান্ড্রয়েড ৯ ভিত্তিক ফানটাচওএস ৯ (Funtouch OS 9) ইউজার ইন্টারফেসে রান করে। ফোনটিতে ওয়াটারড্রপ-স্টাইল নচ সহ ৬.৩৫ ইঞ্চির এইচডি+ (৭২০x১,৫৪৪ পিক্সেল) এলসিডি স্ক্রিন রয়েছে। এটি ১২ ন্যানোমিটারের অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৯ প্রসেসর দ্বারা চালিত, যা ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজের সাথে যুক্ত।