সস্তায় অবিশ্বাস্য স্পেসিফিকেশন! Vivo-র সাব ব্র্যান্ড আনছে 5G ফোন iQOO U3x

ভিভো-র সাব ব্র্যান্ড আইকো এই মাসের শেষে iQOO Z3 5G এবং iQOO U3x 5G ফোন দুটি লঞ্চ করবে। কোম্পানির তরফে এদের লঞ্চের তারিখ নিশ্চিত করা না হলেও, জল্পনা চলছে আগামী ২৫ মার্চ আইকো জেড৩ ৫জি এর ওপর থেকে পর্দা ওঠানো হবে। ওইদিনই আইকো ইউ৩এক্স ৫জি ফোনটিও লঞ্চ হতে পারে। আসলে ভিভো-র অফিসিয়াল সাইট সহ ই-কমার্স সাইটগুলি থেকে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। যার পরে অনুমান করা শক্ত নয়, iQOO U3x 5G একই দিনে বাজারে পা রাখবে।

ভিভো-র চীনের ওয়েবসাইট, JD.Com ও Suning থেকে আইকো ইউ৩এক্স ৫জি এর প্রিঅর্ডার করা যাচ্ছে। ওয়েবসাইটগুলি থেকে ফোনটির ছবিও সামনে এসেছে। ফোনটি ম্যাজিক ব্লু ও গ্রাডিয়েন্ট গ্রে কালারে পাওয়া যেতে পারে। আবার JD লিস্টিং থেকে জানা গেছে এই ফোনে তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকবে- ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।

iQOO U3x 5G এর স্পেসিফিকেশন ও দাম (সম্ভাব্য)

আইকো ইউ৩এক্স ৫জি ফোনটি কিছুদিন আগে লঞ্চ হওয়া Vivo Y31s 5G এর রিব্র্যান্ডেড ভার্সন হবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে এই ফোনে থাকতে পারে ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) আইপিএস এলসিডি। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। আবার এই ফোনে ব্যবহার করা হতে পারে স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর।

আবার ফটোগ্রাফির জন্য iQOO U3x 5G ফোনের পিছনে থাকতে পারে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আবার সামনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যেতে পারে। ফোনটি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচের ব্যাটারির সাথে আসতে পারে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে থাকতে পারে অ্যান্ড্রয়েড ১১। এই ফোনের দাম শুরু হতে পারে ২০,০০০ টাকা থেকে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন