লঞ্চ হল Dell Alienware m15 ও m17 R4 ল্যাপটপ, আছে Nvidia GeForce RTX 30 জিপিইউ

গত ১১ তারিখ থেকে শুরু হয়েছে CES 2021 ইভেন্ট; ইতিমধ্যেই, এই ভার্চুয়াল ইভেন্টে বেশ কয়েকটি ল্যাপটপ ব্র্যান্ড তাদের নতুন ডিভাইস লঞ্চ করার কথা জানিয়েছে। এবার এই তালিকায় নাম জুড়ল জনপ্রিয় কম্পিউটার নির্মাতা ডেল (Dell)-এর। মার্কিনি সংস্থাটি নিজের Alienware সিরিজের অধীনে আরও দুটি নতুন গেমিং ল্যাপটপ বাজারে আনার ঘোষণা করেছে। যেগুলি হল Dell Alienware m15 R4 এবং Alienware m17 R4 । বিশেষত্বের কথা বললে, এই ল্যাপটপগুলিতে Nvidia GeForce RTX 30 সিরিজের GPU থাকবে, যদিও GeForce RTX 30 সিরিজের কোন ভার্সনটি এই ডিভাইসগুলিতে উপস্থিত থাকবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি Dell। আসুন নতুন Alienware m15 R4 এবং Alienware m17 R4 ল্যাপটপদুটির অন্যান্য ফিচার, দাম এবং উপলভ্যতা সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

Dell Alienware m15 R4 এবং Alienware m17 R4-এর স্পেসিফিকেশন

ডেল-এর m15 R4 ল্যাপটপটিতে ১৫.৬ ইঞ্চি এবং m17 R4-এ ১৭.৩ ইঞ্চি ডিসপ্লে দেখা যাবে। সেক্ষেত্রে এগুলিতে ৩৬০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত (m15 মডেলে ৩০০ হার্টজ অবধি) ফুল-এইচডি বা স্ট্যান্ডার্ড ৬০ হার্টজ রিফ্রেশ রেটসহ আল্ট্রা এইচডি রেজোলিউশন আছে। আবার এতে ১০ম প্রজন্মের ইন্টেল কোর i7-10870H বা Core i9-10980HK সিপিইউ থাকবে। এছাড়া দুটি ল্যাপটপই ৩২ জিবি DDR4 র‌্যাম এবং RAID0 স্ট্রাইপিং যুক্ত ৪ টিবি স্টোরেজ সহ আসবে বলে জানা গেছে। তাছাড়া দুটি ল্যাপটপই যে লেটেস্ট এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০-সিরিজের জিপিইউ দ্বারা চালিত হবে সে কথা আমরা আগেই বলেছি। সেক্ষেত্রে জিপিইউ ভার্সনটি সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও আশা করা হচ্ছে এগুলিতে সদ্য সামনে আসা জিফোর্স আরটিএক্স ৩০৬০ জিপিইউ দেখা যাবে।

অন্যান্য ফিচারের কথা বললে, m15 R4 এবং m17 R4 – উভয় মডেলেই ৮৬ ওয়াট আওয়ার ব্যাটারি থাকবে। থাকবে এলিয়েনওয়্যার ক্রিও-টেক কুলিং প্রযুক্তি এবং প্রিসিওন -পয়েন্ট গ্লাস টাচপ্যাড। এছাড়া এগুলিতে টু-ওয়ে স্টেরিও স্পিকার ডিজাইন এবং স্মার্ট অ্যাম্প উফার প্রযুক্তি দেখা যাবে।

অন্যদিকে কানেক্টিভিটির জন্য এতে থাকবে থান্ডারবোল্ট ৩, ইউএসবি টাইপ-এ ৩.২ জেন ১ পাওয়ার শেয়ার প্রযুক্তি, দুটি ইউএসবি টাইপ-এ ৩.২ জেন ১ পোর্ট, এলিয়েনওয়্যার গ্রাফিক্স, অ্যাম্প্লিফায়ার পোর্ট, মিনি-ডিসপ্লে পোর্ট ১.৪, একটি এইচডিএমআই ২.১ পোর্ট, আরজে-৪৫ কিলার ইথারনেট এবং একটি মাইক্রোএসডি স্লট। থাকবে ওয়াই-ফাই এবং ব্লুটুথ ৫.১ সাপোর্ট-ও।

Dell Alienware m15 R4 এবং Alienware m17 R4-এর দাম, প্রাপ্যতা

এই নতুন Alienware m15 R4 এবং Alienware m17 R4 ল্যাপটপ মডেলগুলির দাম শুরু হচ্ছে ২,১৪৯.৯৯ ডলার (প্রায় ১.৫৭ লক্ষ টাকা) থেকে। এগুলি ২৬শে জানুয়ারী থেকে কেনার জন্য উপলব্ধ থাকবে। সেক্ষেত্রে এই ল্যাপটপগুলি লুনার লাইট এবং ডার্ক সাইড অফ মুন দুটি কালার ভ্যারিয়েন্ট অপশন পাওয়া যাবে।