Dell আনলো Alienware M15 R6 সহ Precision সিরিজের পাঁচটি ল্যাপটপ

Dell, পাঁচটি অত্যাধুনিক ল্যাপটপের সাথে ‘Precision’ নামে একটি নতুন সিরিজ লঞ্চ করার ঘোষণা করলো। নবাগত এই সিরিজের অন্তর্গত ডেল ল্যাপটপগুলির মডেল নম্বর হল – Precision…

Dell, পাঁচটি অত্যাধুনিক ল্যাপটপের সাথে ‘Precision’ নামে একটি নতুন সিরিজ লঞ্চ করার ঘোষণা করলো। নবাগত এই সিরিজের অন্তর্গত ডেল ল্যাপটপগুলির মডেল নম্বর হল – Precision 3561, Precision 5560, Precision 5760, Precision 7560 এবং Precision 7760। এই সিরিজ ছাড়াও, Dell, Alienware m15 R6 নামে একটি লেটেস্ট গেমিং ল্যাপটপও লঞ্চ করেছে। আসুন এই ল্যাপটপগুলির দাম ও স্পেসিফিকেশনগুলি জেনে নেওয়া যাক।

Dell Precision 3561, Precision 5560, Precision 5760, Precision 7560, Precision 7760, Alienware m15 R6 দাম ও লভ্যতা :

Dell সংস্থাটি এখনো তাদের সদ্য আগত Precision লাইনআপের মডেল গুলির দাম বা লভ্যতার সম্পর্কে কোনো তথ্য প্রকাশ্যে আনেনি। তবে, Alienware m15 R6 গেমিং ল্যাপটপের দাম, ১,২৯৯.৯৯ ডলার বা প্রায় ৯৫,৫০০ টাকা ধার্য করা হয়েছে। এই ল্যাপটপটিকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাজারে পাওয়া যাবে।

Alienware m15 R6 স্পেসিফিকেশন :

Alienware m15 R6 গেমিং ল্যাপটপটিতে, ৩৬০ হার্টজ রিফ্রেশ রেট, ১এমএস রেসপন্স টাইম, ৩০০ নিটস অবধি স্ক্রিন ব্রাইটনেস, ১০০% sRGB কালার গ্যামেট এবং এনভিডিয়া জি-স্ক্যান (Nvidia G-Sync) সাপোর্ট সহ ১৫.৬ ইঞ্চির একটি ফুল-এইচডি ডিসপ্লে থাকছে। এছাড়া, এই মডেলটির একটি QHD স্ক্রিন ভ্যারিয়েন্টও পাওয়া যাবে, যা ২৪০ হার্টজ রিফ্রেশ রেট, ২এমএস রেসপন্স টাইম, ৪০০ নিট অবধি স্ক্রিন ব্রাইটনেস, ১০০% DCI-P3 কালার গ্যামেট, এনভিডিয়া জি-স্ক্যান (Nvidia G-Sync) এবং অ্যাডভান্সড অপ্টিমাস (Advanced Optimus) সাপোর্টের সাথে এসেছে।

পারফরম্যান্সের কথা বললে, এটি এনভিডিয়া GeForce RTX 3080 জিপিইউ, ১১ তম প্রজন্মের কোর i9-11900H প্রসেসর দ্বারা চালিত। অপারেটিং সিস্টেম হিসাবে থাকছে, মাইক্রোসফ্টের উইন্ডোজ ১০ সাপোর্ট। এছাড়া, ৩২ জিবি পর্যন্ত DDR4 র‌্যাম এবং ৪ টেরাবাইট পর্যন্ত PCIe M.2 এসএসডি স্টোরেজ পাওয়া যাবে। ২.৬৯ কেজির গেমিং ল্যাপটপটিকে দীর্ঘ সময় ধরে সক্রিয় রাখতে, ৮৫ Whr ক্যাপাসিটির ব্যাটারি ব্যাকআপ থাকছে।

এরই সাথে, কানেক্টিভিটি হিসাবে পাওয়া যাবে, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি৫.২, তিনটি ইউএসবি ৩.২ জেন ১ টাইপ-এ পোর্ট, একটি থান্ডারবোল্ট ৪ পোর্ট, একটি এইচডিএমআই ২.১ পোর্ট, একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং একটি RJ-45 ইথারনেট পোর্ট।

Dell Precision 3561 স্পেসিফিকেশন :

Dell সংস্থার Precision সিরিজের এই মডেলটিতে রয়েছে একটি ১৫.৬ ইঞ্চির UHD ডিসপ্লে। ৩,৮৪০×২,১৬০ পিক্সেল রেজোলিউশনের সাথে আসা এই মডেলটির অন্যান্য ডিসপ্লে ফিচারের মধ্যে পাওয়া যাবে, ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ১৬:৯ আসপেক্ট রেশিও, ৪০০ নিট অবধি স্ক্রিন ব্রাইটনেস এবং ১০০% sRGB কভারেজ। এটি, ১১ তম প্রজন্মের কোর i9-11950H প্রসেসর, অথবা, এনভিডিয়া T600 জিপিইউ সহ ইন্টেল Xeon W-11855M প্রসেসর দ্বারা চালিত হবে।

এছাড়া, ইউজাররা এই ডিভাইসে পেয়ে যাচ্ছেন, ৬৪ জিবি পর্যন্ত DDR4 র‌্যাম এবং ২ টেরাবাইট পর্যন্ত M.2 PCIe NVMe এসএসডি স্টোরেজ। অডিও ফ্রন্টের কথা বললে, এতে Waves MaxxAudio -এর ডুয়েল স্পিকার থাকছে। এছাড়া, ৯৬ Whr -এর শক্তিশালী ব্যাটারি ব্যাকআপও পাওয়া যাবে ল্যাপটপে।

ল্যাপটপে কানেক্টিভিটি অপশন হিসাবে, ওয়াই ফাই 6 AX210 2×2.11ax, ব্লুটুথ ভি৫.১, দুটি থান্ডারবোল্ট ৪ পোর্ট, দুটি ইউএসবি ৩.২ জেন ১ টাইপ-এ পোর্ট, একটি এইচডিএমআই ২.০, RJ-45 ইথারনেট পোর্ট, ইউএসডি (uSD) কার্ড রিডার এবং অপশনাল স্মার্ট কার্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Dell Precision 5560 স্পেসিফিকেশন :

১৫.৬ ইঞ্চির স্ক্রিন সাইজের সাথে আসা Dell -এর Precision 5560 ল্যাপটপটিতে, UHD+ ইনফিনিটিএজ (InfinityEdge) ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়া, ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ৫০০ নিট অবধি স্ক্রিন ব্রাইটনেস, ১০০% AdobeRGB সাপোর্ট, ৯৯% DCI-P3 সাপোর্ট এবং গরিলা গ্লাস (Gorilla Glass) প্রোটেকশনের মতো ডিসপ্লে ফিচারও পাওয়া যাবে।

এতে, ইন্টেলের ১১ তম প্রজন্মের কোর i9-11950H প্রসেসর, অথবা, এনভিডিয়া RTX A2000 জিপিইউ সহ ইন্টেল Xeon W-11955M প্রসেসর দেখা যাবে। এছাড়া, ৬৪ জিবি পর্যন্ত DDR4 র‌্যামের সাথে, ২ টেরাবাইট পর্যন্ত M.2 PCIe NVMe এসএসডি স্টোরেজ অপশন পেয়ে যাবেন ল্যাপটপ ইউজাররা। তদুপরি, এটি ৮৬ Whr ক্যাপাসিটি অবধি ব্যাটারি সহ এসেছে।

Dell Precision 5760 স্পেসিফিকেশন :

Dell Precision 5760 মডেলটি, একটি ১৭ ইঞ্চির WLED UHD+ ডিসপ্লে এবং টাচ প্যানেল সহযোগে এসেছে। এছাড়া, অতিরিক্ত ডিসপ্লে ফিচার হিসাবে থাকছে, ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ১০০% AdobeRGB সাপোর্ট, ৯৯% DCI-P3 সাপোর্ট, ৫০০ নিট অবধি স্ক্রিন ব্রাইটনেস, ডিসপ্লে এইচডিআর ৪০০ (DisplayHDR 400) সার্টিফিকেশন এবং গরিলা গ্লাস প্রোটেকশন।

এই ল্যাপটপটিতে ইউজাররা পেয়ে যাবেন, ১১ তম প্রজন্মের কোর i9-11950H প্রসেসর, অথবা, এনভিডিয়া RTX A3000 জিপিইউ ভার্সান পর্যন্ত ইন্টেল Xeon W-11955M প্রসেসর। এতে থাকছে, ৬৪ জিবি পর্যন্ত DDR4 র‌্যাম এবং ৪ টেরাবাইট পর্যন্ত M.2 PCIe NVMe এসএসডি স্টোরেজ। দীর্ঘ সময় ধরে ল্যাপটপটিকে সক্রিয় রাখতে এতে ৯৭ Whr অবধি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।

Dell Precision 7560 স্পেসিফিকেশন :

Dell Precision 7560 ল্যাপটপটিতে, ১০০% Adobe RGB সাপোর্ট, ৮০০ নিট অবধি স্ক্রিন ব্রাইটনেস এবং ডিসপ্লে এইচডিআর ৬০০ (DisplayHDR 600) সার্টিফিকেশন সহ ১৫.৬ ইঞ্চির একটি UHD ডিসপ্লে আছে। এটি, ১১ তম প্রজন্মের কোর i9-11950H প্রসেসর, অথবা, এনভিডিয়া RTX A5000 জিপিইউ সহ ইন্টেল Xeon W-11955M প্রসেসর দ্বারা চালিত হবে। ১২৮ জিবি পর্যন্ত DDR4 র‌্যাম সহ ৪ টেরাবাইট পর্যন্ত M.2 PCIe NVMe এসএসডি স্টোরেজ উপলব্ধ করা হয়েছে এই ল্যাপটপটিতে। উন্নত ডিভাইস পারফর্মেন্সের জন্য এতে থাকছে ৯৫ Whr ক্যাপাসিটির ব্যাটারি ব্যাকআপ।

কানেক্টিভিটির জন্য ইউজাররা পেয়ে যাচ্ছেন, কোয়ালকম স্ন্যাপড্রাগন (কোয়ালকম স্ন্যাপড্রাগন) এক্স৫৫ গ্লোবাল৫ জি মডেম, ইন্টেল ওয়াই ফাই 6E AX210 (6GHz), ব্লুটুথ ভি৫.২, দুটি থান্ডারবোল্ট ৪ পোর্ট, দুটি ইউএসবি ৩.২ জেন ১ টাইপ-এ পোর্ট, একটি এইচডিএমআই ২.১ পোর্ট, একটি মিনি ডিসপ্লে পোর্ট ১.৪. একটি ইউনিভার্সাল অডিও জ্যাক, একটি এসডি কার্ড স্লট, একটি স্মার্ট কার্ড রিডার এবং একটি মাইক্রো সিম কার্ড স্লট।

Dell Precision 7760 স্পেসিফিকেশন :

Dell এর এই মডেলটিতে দেখা যাবে, একটি ১৭.৩ ইঞ্চির UHD ডিসপ্লে। এছাড়া এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৫০০ নিট অবধি স্ক্রিন ব্রাইটনেস এবং ডিসপ্লে এইচডিআর ৪০০ (DisplayHDR 400) সার্টিফিকেশন-এর মতো ডিসপ্লে ফিচারও থাকছে। এই ল্যাপটপটির, সিপিইউ, জিপিইউ, ব্যাটারি ব্যাকআপ পাওয়ার, র‌্যাম এবং স্টোরেজ অপশনগুলি পূর্ববর্তী Dell Precision 7560 মডেলের মতোই।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন