মাত্র ১৪০০ টাকায় ANC ফিচার, বাজার মাতাতে Truke BTG 3 এবং Air Buds Lite ইয়ারফোন লঞ্চ হল

গতবছর ভারতে লঞ্চ হয়েছিল Truke BTG 2 ইয়ারবাডটি। এর উত্তরসূরি হিসেবে এবার সংস্থাটি আনল নয়া দুটি ক্লাসি লুকের গেমিং ইয়ারবাড। যেগুলি হল Truke BTG 3 এবং Air Buds Lite। উভয় ইয়ারবাড একই ফিচারের সাথে আসলেও এদের ডিজাইন সামান্য আলাদা। দুটি ইয়ারবাডে রয়েছে ৫৫ এমএস লো ল্যাটেন্সি এবং এগুলিতে নির্দিষ্ট একটি সেন্সর উপলব্ধ, যার মাধ্যমে ইয়ারবাডগুলি ইন-ইয়ার ডিটেকশন করতে সক্ষম। এখানে জানিয়ে রাখি, আগের ভার্সনে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার অনুপস্থিত থাকলেও, Truke BTG 3 এবং Air Buds Lite ইয়ারবাড দুটিতে এই ফিচার উপলব্ধ। এরপরও এগুলির দাম Truke BTG 2-এর সমান। তাই সংস্থার দাবি, একই দামে আরো উন্নত ফিচার পাওয়ায়, ক্রেতাদের কাছে এগুলির চাহিদা আরও বাড়বে। চলুন Truke BTG 3 এবং Air Buds Lite ইয়ারবাডগুলির দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Truke BTG 3 এবং Air Buds Lite ইয়ারবাডের দাম ও লভ্যতা

ভারতে ট্রুক এয়ার বাডস লাইট এবং ট্রুক বিটিজি ৩ ইয়ারবাডের দাম ধার্য হয়েছে ১,৩৯৯ টাকা। ই-কমার্স সাইট আমাজন ইন্ডিয়ায় ইয়ারবাড দুটি উপলব্ধ। ব্ল্যাক এবং রেড দুটি কালার অপশনে ক্রেতারা বেছে নিতে পারবেন উভয় ইয়ারবাড।

Air Buds Lite এবং Truke BTG 3 ইয়ারবাডের ফিচার ও স্পেসিফিকেশন

নয়া ট্রুক এয়ার বাডস লাইট এবং ট্রুক বিটিজি ৩ ইয়ারবাড দুটির ফিচারের কথা বলতে গেলে, এগুলি ১০ এমএম টাইটেনিয়াম ড্রাইভারের সাথে এসেছে। এগুলিতে রয়েছে ব্লুটুথ ৫.১ সাপোর্ট। আবার বাইরের অবাঞ্ছিত আওয়াজ এড়াতে এই ইয়ারবাড দুটিতেই ডিপ নিউরাল নেটওয়ার্ক নয়েজ ক্যান্সলেশন সহ এআই পাওয়ারড নয়েজ ক্যান্সলেশন উপলব্ধ। গেমিং এবং মিউজিক মোডগুলির মধ্যে বিরামহীন সুইচিংয়ের জন্য ইয়ারবাড দুটিতে ডুয়াল মোড কনফিগারেশন সাপোর্ট করবে।

ট্রুক এয়ার বাডস লাইট এবং ট্রুক বিটিজি ৩ ইয়ারবাড দুটি মূলত গেমারদের লক্ষ্য করে বানানো হয়েছে। তাই গেমারদের মনোরম গেমিং এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য এবং গেমের অডিও এফেক্টগুলোকে আরো সুস্পষ্ট করতে এতে রয়েছে বিশেষ টিউনিক প্রযুক্তি এবং লো ল্যাটেন্সি মোড। উভয় ইয়ারবাডের ওজন মাত্র চার গ্রাম। ফলে এগুলি খুবই হালকা। সংস্থার দাবি, একবার চার্জে ইয়ারবাড দুটি ১০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। পরিশেষে বলে রাখি, এদের চার্জিং কেসে দেওয়া হয়েছে ৩০০ এমএইচ ব্যাটারি। যার ফলে চার্জিং কেস সমেত ইয়ারবাড দুটিকেই ৪৮ ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে।