Disney+ Hotstar দেখলে বড় সুখবর, মোবাইল বা টিভিতে পাওয়া যাবে গমগমে ডলবি অ্যাটমস সাউন্ড

গ্রাহকদের আরো উন্নত শ্রবণ অভিজ্ঞতার অংশীদার করতে, ডলবি ল্যাবরেটরিজের (Dolby Laboratories Inc.) সাথে নতুন চুক্তিতে শামিল হল জনপ্রিয় ওটিটি (OTT) প্ল্যাটফর্ম Disney+ Hotstar। এর ফলে সাবস্ক্রাইবারেরা এই প্ল্যাটফর্ম থেকে ডলবি অ্যাটমস সাউন্ডে (Dolby Atmos Spatial Sound Technology) পছন্দের কনটেন্ট স্ট্রিমিংয়ের সুবিধা পেয়ে যাবেন। এতদিন পর্যন্ত Disney+ Hotstar -এর সুপার এবং প্রিমিয়াম সাবস্ক্রাইবারেরাই শুধু এই ডলবি অ্যাটমস সাউন্ড অভিজ্ঞতার শরিক হতে পারতেন। কিন্তু এবার থেকে Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশনের মালিক হলেও কনটেন্ট স্ট্রিমিংয়ের সময় আলোচ্য অভিজ্ঞতার অংশীদার হওয়া যাবে।

উল্লেখ্য, নির্বাচিত স্মার্ট টিভি, এভিআর, সাউন্ডবার, অ্যান্ড্রয়েড এবং আইওএস (iOS) ডিভাইসে ডিজনি+ হটস্টার কনটেন্ট স্ট্রিমিংয়ের সময় ডলবি অ্যাটমস প্লেব্যাক সাপোর্ট পাওয়া যাবে। এর ফলে পছন্দের টেলিভিশন শো বা সিনেমা উপভোগকালে সাবস্ক্রাইবারদের শ্রবণ অভিজ্ঞতা কয়েক গুণ উন্নত হবে। বর্তমানে যে সমস্ত সিনেমা, টিভি শো এবং ওয়েব সিরিজ উন্নত ডলবি অ্যাটমস প্লেব্যাক সাপোর্ট করবে, তাদের টাইটেল লিস্টিং পেজে Disney+ Hotstar সাবস্ক্রাইবারেরা নবাগত ডলবি ব্যাজ (Dolby Badge) দেখতে পাবেন।

বর্তমানে Disney+ Hotstar -এর যে সমস্ত কনটেন্ট উপভোগের সময় Dolby Atmos প্লেব্যাক সাপোর্ট মিলবে

এই তালিকায় একাধিক উল্লেখযোগ্য নাম রয়েছে, যেমন – থর: লাভ অ্যান্ড থান্ডার, হোম শান্তি, রুদ্রা: দ্য এজ অফ ডার্কনেস, নভেম্বর স্টোরি, হিউম্যান, গ্রহণ, দ্য গ্রেট ইন্ডিয়ান মার্ডার, আরিয়া, শূরবীর, মাসুম, ঘর ওয়াপসি, আউট অফ লাভ, স্পেশাল অপস ১.৫, বিক্রম, আ থার্সডে প্রভৃতি। এছাড়া হটস্টার স্পেশালস এবং হটস্টার মাল্টিপ্লেক্সের নতুন টাইটেলগুলিও ডলবি সাউন্ড প্লেব্যাক সহ আসবে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, দর্শন অভিজ্ঞতার উন্নতিসাধনে ইতিমধ্যেই ডিজনি+ হটস্টার প্ল্যাটফর্মে ডলবি ভিশন প্রযুক্তিকে (Dolby Vision Technology) কাজে লাগানো হয়েছে। এই প্রযুক্তি ছবির ডিটেইল উন্নত করার পাশাপাশি সাবস্ক্রাইবারদের সামনে ক্রিস্প এবং ডিপ কনট্রাস্ট এইচডিআর (HDR) কনটেন্ট তুলে ধরতে সাহায্য করে। ফলে দর্শকেরাও ঘন্টার পর ঘন্টা পছন্দের ওটিটি কনটেন্টের নেশায় বুঁদ হয়ে থাকতে পারেন। উল্লেখ্য, Disney+ Hotstar সুপার প্যাক সাবস্ক্রিপশনের জন্য বর্তমানে ৮৯৯ টাকা খরচের দরকার পড়ে। এছাড়া ১৪৯৯ টাকার বিনিময়ে আগ্রহীরা আলোচ্য ওটিটি প্ল্যাটফর্মের প্রিমিয়াম গ্রাহকপদ সংগ্রহ করতে পারেন।