Dizo Watch R স্মার্টওয়াচ ও Dizo Buds Z Pro ইয়ারবাড ৫ জানুয়ারি ভারতে আসছে

Realme-এর টেক লাইফ ব্র্যান্ড, Dizo এবার ভারতে তাদের নতুন একটি স্মার্টওয়াচ লঞ্চ করতে চলেছে। বিগত বেশ কয়েকদিন এই নয়া স্মার্টওয়াচ নিয়ে জল্পনা চলছিল। এখন সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, আগামী ৫ জানুয়ারি ভারতে আত্মপ্রকাশ করবে Realme Dizo Watch R স্মার্টওয়াচ। সাথে Dizo Buds Z Pro এবং Dizo Buds ট্রু ওয়্যারলেস ইয়ারবাড দুটির ওপর থেকেও পর্দা ওঠাতে চলেছে সংস্থাটি। চলুন Realme Dizo Watch R স্মার্টওয়াচ এবং Dizo Buds Z Pro ইয়ারবাড সম্পর্কে কী তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Realme Dizo Watch R স্মার্টওয়াচের স্পেসিফিকেশন

আপকামিং ডিজো ওয়াচ আর -এ ১.৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। সংস্থার দাবি, ডিজো স্মার্টওয়াচগুলির মধ্যে সবচেয়ে বড় অ্যামোলেড ডিসপ্লের সাথে আসছে এই স্মার্টওয়াচটি। ওয়্যারেবলটিতে মেটাল ফ্রেম ডিজাইনের সাথে থাকছে ২.৫ ডি কার্ভড গ্লাস ডিসপ্লে। এই সেগমেন্টের সবচেয়ে পাতলা ডিভাইস হওয়ার দরুন এর পুরুত্ব ৯.৯ এমএম।

এর পাশাপাশি ডিজো ওয়াচ আর স্মার্টওয়াচটি ১৫০টিরও বেশি ওয়াচ ফেস সাপোর্ট করবে। সাথে থাকছে হার্ট রেট মনিটর এবং SPo2 সেন্সর। এতে ১১০টিরও বেশী স্পোর্টস মোড উপলব্ধ এবং এর বডি জলপ্রতিরোধী ক্ষমতাসম্পন্ন। এখানে জানিয়ে রাখি, ঘড়িটিকে ডিজো অ্যাপের মাধ্যমে চালনা করা যাবে এবং একবার চার্জে এটি ১২ দিনের ব্যাটারি লাইফ অফার করবে।

Dizo Buds Z Pro ইয়ারবাডের স্পেসিফিকেশন

হালকা ডিজাইনের ডিজো বাডস জেড প্রো ইয়ারবাডে থাকবে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার। সংস্থার দাবি, ইয়ারবাডটি ২৫ ডেসিবেল পর্যন্ত বাইরের অবাঞ্ছিত আওয়াজ এড়াতে সক্ষম। এর পাশাপাশি আপকামিং ইয়ারবাডটি ৩এমএম ডাইনামিক ড্রাইভার এবং বেস বুষ্ট প্লাস টেকনোলজিযুক্ত। এছাড়া Dizo Buds Z Pro ইয়ারবাডটি ৮৮ এমএস লো ল্যাটেন্সি সাপোর্ট করবে এবং এটি একবার চার্জে ২৫ ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। পরিশেষে বলি, ইয়ারবাডটি রিয়েলমি লিঙ্ক অ্যাপের মাধ্যমে চালিত হবে।