মার্ভেলের Doctor Strange in the Multiverse of Madness সিনেমা এই তারিখে মুক্তি পাচ্ছে Hotstar-এ

গত ৬ই মে ভারতে মুক্তি পেয়েছে মার্ভেল এন্টারটেইনমেন্টের নবাগত ফিল্ম ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস’। বহু প্রতীক্ষিত এই ছবিটিকে কেন্দ্র করে মার্ভেল ভক্তদের…

গত ৬ই মে ভারতে মুক্তি পেয়েছে মার্ভেল এন্টারটেইনমেন্টের নবাগত ফিল্ম ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস’। বহু প্রতীক্ষিত এই ছবিটিকে কেন্দ্র করে মার্ভেল ভক্তদের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে। সেদিক থেকে দেখতে গেলে পরিচালক স্যাম রাইমি অনুরাগীদের নিরাশ করেননি। ইতিমধ্যে ফিল্মটি সারা বিশ্বজুড়ে কোটি কোটি টাকার ব্যবসা করেছে। ছবি দেখে মার্ভেল ভক্তেরা সোশ্যাল মিডিয়ায় তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তবে এখনও যাদের পক্ষে ফিল্মটি দেখা হয়ে ওঠেনি, তারা কোথায় ও কিভাবে সদ্য মুক্তিপ্রাপ্ত এই ছবি দেখা সম্ভব তা জানতে মুখিয়ে রয়েছেন। সুপারহিরো মুভিপ্রেমী এহেন দর্শকদের জন্য জানিয়ে রাখি, থিয়েটার হলের পর খুব তাড়াতাড়ি মার্ভেলের ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস’ জনপ্রিয় ওটিটি (OTT) প্ল্যাটফর্ম Disney+ Hotstar -এ মুক্তি পেতে চলেছে।

Disney+ Hotstar প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‘Doctor Strange in the Multiverse of Madness’ – কবে জেনে নিন

মার্ভেলের আলোচ্য নবাগত ছবিটি আগামী ২২শে জুন ডিজনি+ হটস্টার প্ল্যাটফর্মে মুক্তি পাবে। খোদ মার্ভেলের পক্ষ থেকে এই খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে। অবগতির জন্য জানিয়ে রাখি, মার্ভেলের ফোর্থ ফেজ বা চতুর্থ ধাপের ছবি Doctor Strange in the Multiverse of Madness -এ ডক্টর স্টিফেন স্ট্রেঞ্জ অথবা সংক্ষেপে ডক্টর স্ট্রেঞ্জের চরিত্রে অভিনয় করেছেন ৪৫ বছর বয়সী প্রসিদ্ধ ইংরেজ অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ। এছাড়া ছবিতে স্কারলেট উইচ চরিত্রে এলিজাবেথ অলসেন, আমেরিকা শাভেজের চরিত্রে শোচিল গোমেজ, ক্রিস্টিন চরিত্রে র‌্যাচেল ম্যাকঅ্যাডামস, ওয়াং চরিত্রে বেনেডিক্ট ওয়াং প্রমুখেরা অভিনয় করেন। ২২শে জুন থেকে ডিজনি+ হটস্টার সাবস্ক্রাইবারগণ এই ছবির মজা উপভোগ করতে পারবেন।

Doctor Strange in the Mutiverse of Madness সম্পর্কে এই তথ্যগুলি জেনে নিন

আগেই বলেছি যে আলোচ্য ছবি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের চতুর্থ ধাপের ছবি। এই ফিল্মে মার্ভেল মাল্টিভার্সের ধারণাকে আরও স্পষ্ট করেছে। এখানে রহস্যময় তরুণী আমেরিকা শাভেজের সাথে ডক্টর স্ট্রেঞ্জ একাধিক ইউনিভার্সে ভ্রমণ করেছেন। একসময়ের অ্যাভেঞ্জার্স দলের সদস্যা ওয়ান্ডা ম্যাক্সিমফ এখানে স্কারলেট উইচে রূপান্তরিত। আমেরিকা শাভেজের সঙ্গে মিলে ডক্টর স্ট্রেঞ্জ শেষ পর্যন্ত একাধিক ইউনিভার্সের ধ্বংস রোধ করতে পারলেন কিনা তা জানতে হলে আপনাকে এই ছবি দেখে নিতে হবে।

উল্লেখ্য, এই ছবি দেখার আগে মার্ভেলের ডক্টর স্ট্রেঞ্জ (২০১৬), অ্যাভেঞ্জার্স এন্ডগেম, ইনফিনিটি ওয়ার, স্পাইডারম্যান নো ওয়ে হোম প্রভৃতি ফিল্মের সাথেই ওয়ান্ডাভিসন, হোয়াট ইফ, লোকি প্রভৃতি সিরিজগুলি দেখে নিলে কাহিনীসূত্র বুঝতে সুবিধা হবে। এক্ষেত্রে স্পাইডারম্যান বাদে বাকি সিরিজ ও ছবি Disney+ Hotstar -এই পাওয়া যাবে। স্পাইডারম্যান নো ওয়ে হোম ছবিটি BookMyShow প্ল্যাটফর্মে উপলব্ধ।