28,000টি মোবাইল ব্লক করতে বলল DoT, খতিয়ে দেখা হবে 20 লাখ কানেকশনও, ব্যাপার কী?

স্মার্টফোন এবং ইন্টারনেট নির্ভর এই সময়ে দাঁড়িয়ে দ্য ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন তথা DoT, এবার ২৮,২০০টি মোবাইল হ্যান্ডসেট ব্লক করার অর্ডার দিল। শুধু তাই নয়, দেশের…

স্মার্টফোন এবং ইন্টারনেট নির্ভর এই সময়ে দাঁড়িয়ে দ্য ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন তথা DoT, এবার ২৮,২০০টি মোবাইল হ্যান্ডসেট ব্লক করার অর্ডার দিল। শুধু তাই নয়, দেশের সমস্ত টেলিকম সার্ভিস প্রোভাইডারদের (TSPs) ২০ লাখ মোবাইল কানেকশন ভেরিফাই তথা পুনরায় যাচাই করার কথা বলে নির্দেশনাও জারি করেছে কেন্দ্রীয় টেলিযোগাযোগ বিভাগ। কিন্তু কেন হঠাৎ এই গুরুতর সিদ্ধান্ত আর কারাই বা এর জেরে অস্বস্তিতে পড়বেন? আসলে, ভারতে সাইবার ক্রাইম এবং আর্থিক জালিয়াতি ক্রমশ বেড়েই চলেছে, আর তাই ডিজিটাল থ্রেড থেকে নাগরিকদের রক্ষা করতে স্বরাষ্ট্র মন্ত্রক বা মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স (MHA) এবং রাজ্য পুলিশ, DoT-এর সাথে হাত মিলিয়েছে৷ সেক্ষেত্রে সমাধানের পথে এগোতেই DoT এই নতুন পদক্ষেপ নিয়েছে, এতে আমার-আপনার সাধারণত কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা নেই।

স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে এসেছে বড় অপরাধচক্র

মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স ও রাজ্য পুলিশ বিচার-বিশ্লেষণ করে দেখেছে যে, বিভিন্ন সাইবার অপরাধে নির্দিষ্ট ২৮,০০০টি মোবাইল হ্যান্ডসেটের অপব্যবহার করা হয়েছে এবং এই মোবাইল হ্যান্ডসেটগুলির সাথে কাজে লাগানো হয়েছে ২০ লাখ নম্বরও। আর গোটা বিষয়টি সামনে আসতেই ডিওটি, ওই মোবাইল হ্যান্ডসেটগুলি ব্লক করার এবং সংযুক্ত লক্ষ লক্ষ মোবাইল কানেকশন রি-ভেরিফাই করার কথা বলেছে। এক্ষেত্রে ভেরিফিকেশনে কোনোরকম ব্যর্থতা দেখা গেলে কানেকশন বিচ্ছিন্ন হতে পারে।

ইতিমধ্যে ২০টি মোবাইল ডিভাইস ব্লক করেছে DoT

নিজের অনলাইন সার্ভিস ‘চাকশু’ (Chakshu)-র রিপোর্টের প্রেক্ষিতে, সাম্প্রতিক একটি সাইবার জালিয়াতির ঘটনায় ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন একটি মোবাইল নম্বর কানেকশন ইতিমধ্যেই বিচ্ছিন্ন করেছে এবং এর সাথে লিঙ্কড্ কমপক্ষে ২০টি মোবাইল ডিভাইস ব্লক করেছে। আসলে এই মুহূর্তে জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যোগাযোগ পরিকাঠামোর অখণ্ডতা রক্ষা করার উদ্দেশ্যে ডিওটি একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরি করতে চাইছে।

মহেন্দ্র সিং ধোনির নামে চলছে স্ক্যাম

চলতি আইপিএল মরসুমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণা করার জন্য, প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক তথা চেন্নাই সুপার কিংস টিমের তারকা প্লেয়ার মহেন্দ্র সিং ধোনির নামে টাকা চাওয়া হচ্ছে। ধোনি, নিজের মানিব্যাগ ভুলে গেছেন এবং রাঁচি থেকে বাড়ি ফেরার জন্য জরুরি অবস্থায় ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে মেসেজ করে, PhonePe-এর মাধ্যমে কিছু টাকা চেয়ে পরে ফেরত দেবেন বলছেন – এই ফাঁদই পাতা হচ্ছে। এমতাবস্থায় এই ধরনের স্ক্যাম সম্পর্কে সচেতন থাকতে এবং টাকা ছাড়াও কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে, পশ্চিমবঙ্গ পুলিশ আবার সম্প্রতি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যাঙ্গের ছলে ভুয়ো লোন অ্যাপ থেকে সতর্ক থাকার কথা বলেছে। তাই সব মিলিয়ে চোখ কান খোলা রাখুন…