ফোনে আকছার PDF ডাউনলোড করে চলেছেন? এই 5টি বিষয় মাথায় না রাখলে কিন্তু বিপদ

বিগত কয়েক বছরে আমাদের ডিজিটাল জীবনে বইয়ের জায়গা অনেকখানি দখল করে নিয়েছে PDF। স্মার্টফোন-ইন্টারনেটে কোনো জরুরি নথি চালাচালি, আধার কার্ড (Aadhaar Card) থেকে শুরু করে…

বিগত কয়েক বছরে আমাদের ডিজিটাল জীবনে বইয়ের জায়গা অনেকখানি দখল করে নিয়েছে PDF। স্মার্টফোন-ইন্টারনেটে কোনো জরুরি নথি চালাচালি, আধার কার্ড (Aadhaar Card) থেকে শুরু করে মার্কশিটের মতো জরুরি ফাইল ডিজিটালি সেভ রাখা ইত্যাদি ক্ষেত্রেও এই ধরণের ফাইলগুলি বেশ উপযোগী। কিন্তু দিন-কে-দিন যেভাবে সাইবার কেলেঙ্কারি বা অনলাইন জালিয়াতির মতো ঘটনাগুলি বাড়ছে, তাতে হুটহাট করে PDF ডাউনলোড করার আগে সতর্ক হওয়া আবশ্যক। কারণ এই অনলাইন দুনিয়ায় বলতে গেলে কোনো কিছুই সুরক্ষিত নয়, ছোট্ট PDF থেকেও হতে পারে বড়সড় বিপত্তি। সুতরাং আপনার যদি রোজদিন PDF নিয়ে কারবার করতে হয়, সাবধান থাকতে কয়েকটি বিষয় মাথায় রাখুন।

অনলাইনে PDF-এ ডাউনলোড করছেন? এই ৫টি জিনিস খেয়াল রাখুন

১. ভাইরাস স্ক্যান করুন: পিডিএফ ফাইলগুলিতেও কিন্তু ভাইরাস বা ম্যালওয়্যার থাকতে পারে, যা আপনার কম্পিউটার বা মোবাইল ডিভাইসের ক্ষতি করতে পারে৷ তাই ডাউনলোড করা যেকোনো পিডিএফ খোলার আগে ভাল অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার/অ্যাপ দিয়ে সেটিকে স্ক্যান বা চেক করা দরকার।

২. PDF-এর সোর্স চেক: যখন কোনো পিডিএফ ফাইল ডাউনলোড করবেন, তখন অবশ্যই সেটির উৎস মানে কোথা থেকে সেটি পাওয়া যাচ্ছে তা খেয়াল করুন। আসলে ইন্টারনেটে পিডিএফসহ প্রচুর ওয়েবসাইট রয়েছে, আর সেগুলির মধ্যে সব নিরাপদ নয়। তাই পিডিএফের সোর্স এবং ফাইলটি নিজে অথেন্টিক কিনা তা চেক করে নেওয়া জরুরি।

৩. PDF-এর লিঙ্কে ক্লিক: অনেক সময় কোন ফর্ম ফিল-আপ জাতীয় নোটিশ হিসেবে মেলা পিডিএফে নির্দিষ্ট লিঙ্ক অ্যাটাচ করা থাকে। কিন্তু সব পিডিএফ বা তাতে থাকা লিঙ্ক সঠিক হয়না, তাই সেটি ভুয়ো কিনা তা আগেভাগে নিশ্চিত করতে হবে।

৪. বিজ্ঞাপনী ওয়েবসাইটের বিপদ: সন্দেহজনক লিঙ্ক সম্বলিত বা ঘন ঘন পপ-আপ বিজ্ঞাপন দেখানো ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করার সময় সতর্ক থাকুন। এগুলি আপনাকে অযাচিত বিপদের দিকে নিয়ে যেতে পারে।

৫. ফিশিং: অনেক সময় পিডিএফের মাধ্যমে হ্যাকাররা ইউজারের সংবেদনশীল ডেটা হাতানোর চেষ্টা করে৷ তাই কোনো পিডিএফের মাধ্যমে যদি আপনি কোনো ওয়েবসাইটে পৌঁছে যান, তাহলে সাবধান থাকুন। ফিশিংয়ের ফাঁদে পা দিয়ে নিজের তথ্য প্রকাশ করে ফেলবেননা।