DRDO VL-SRSAM Testing: শত্রুকে চমকে দেবে, ভারতীয় নৌসেনার সিক্রেট হাতিয়ারের সফল পরীক্ষা সম্পন্ন হল

মঙ্গলবার, DRDO বা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগ্যানাইজেশন ও দেশের নৌবাহিনীর ব্যবস্থাপনায় ওড়িশার চাঁদিপুর উপকূলবর্তী, ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (ITR) থেকে সম্পূর্ণ স্বদেশী প্রযুক্তিতে প্রকল্পিত ও…

মঙ্গলবার, DRDO বা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগ্যানাইজেশন ও দেশের নৌবাহিনীর ব্যবস্থাপনায় ওড়িশার চাঁদিপুর উপকূলবর্তী, ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (ITR) থেকে সম্পূর্ণ স্বদেশী প্রযুক্তিতে প্রকল্পিত ও নির্মিত, VL-SRSAM বা ভার্টিকল লঞ্চ শর্ট রেঞ্জ সারফেস-টু-এয়ার মিসাইলের পরীক্ষা সম্পূর্ণ সফলভাবে সম্পন্ন হল। মিসাইলটির ভার্টিকল লঞ্চ ক্ষমতা পর্যবেক্ষণের উদ্দেশ্য নিয়ে এক্ষেত্রে, নৌবাহিনীর একটি জাহাজ থেকে মনুষ্যহীন উচ্চগতির আকাশলক্ষ্যকে নিশানা করে এই পরীক্ষাটি চালানো হয়, যা কাঙ্ক্ষিত সাফল্যের মুখ দেখেছে।

উচ্চ-নির্ভুলতার সাথে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র, বিবৃতি দিয়ে জানালো প্রতিরক্ষা মন্ত্রক

সফলভাবে আলোচ্য পরীক্ষা চালনা প্রসঙ্গে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে যে স্বদেশী রেডিও ফ্রিকোয়েন্সি (RF) অন্বেষকের উপস্থিতিতে মিসাইলগুলি একেবারে নির্ভুলভাবে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বস্তুত নিকট দূরত্বের লক্ষ্যকে ঘায়েল করতে সক্ষম এই মিসাইল ভবিষ্যতে, নৌবাহিনী তথা দেশের সামগ্রিক নিরাপত্তাকে মজবুত ও অজেয় করবে বলে ধরে নেওয়া যেতে পারে।

উল্লেখ্য, পরীক্ষার সময় ফ্লাইট ডেটা কাজে লাগানোর পাশাপাশি নানা জাতীয় প্রযুক্তি যথা, র‌্যাডার, ইলেক্ট্রো অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম বা EOTS, ও টেলিমেট্রি সিস্টেমের সহায়তায় ফ্লাইট পাথ (Flight Path) এবং ভেহিকেল পারফরম্যান্স প্যারামিটারগুলি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। মূলত চাঁদিপুর, আইটিআরের (ITR) পক্ষ থেকেই উক্ত প্রযুক্তিসমূহ মোতায়েন করা হয়েছিল।

এছাড়া দেশের বিভিন্ন DRDO ল্যাবে যারা সমগ্র সিস্টেমটির ডিজাইন তথা নির্মাণের সাথে যুক্ত ছিলেন, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি (DRDL), রিসার্চ সেন্টার ইমারত (RCI) প্রভৃতি প্রতিষ্ঠানের সেই সমস্ত বিজ্ঞানীরাও আলোচ্য পরীক্ষাটি পর্যবেক্ষণ করেন।