World’s Fastest Ambulance: হেডলাইটে হিরে বসানো, ছাদ সোনার, 26 কোটির এই অ্যাম্বুল্যান্সে বারবার উঠতে চাইবে রোগী

বিশ্বের দ্রুততম অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হতে চলেছে দুবাইয়ে। কেবল দ্রুততমই নয়, এটিকে আবার সর্বাধিক ব্যয়বহুল অ্যাম্বুলেন্স হিসেবেও গণ্য করা যেতে পারে। WMotors-এর Lykan HyperSport গাড়িটিকে…

বিশ্বের দ্রুততম অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হতে চলেছে দুবাইয়ে। কেবল দ্রুততমই নয়, এটিকে আবার সর্বাধিক ব্যয়বহুল অ্যাম্বুলেন্স হিসেবেও গণ্য করা যেতে পারে। WMotors-এর Lykan HyperSport গাড়িটিকে অ্যাম্বুলেন্স রূপে প্রদর্শিত করা হল ‘দুবাই এক্সপো’ গাড়ি প্রদর্শনী অনুষ্ঠানে। যার পোশাকি নাম দেওয়া হয়েছে ‘HyperSport Responder’।

WMotors-এর তৈরি Lykan HyperSport হল একটি আল্ট্রা-রেয়ার হাইপার কার। দ্রুত গতির জন্যই এটি বিশ্ব বিখ্যাত। শুনলে অবাক হতে হয়, সমগ্র বিশ্বে মাত্র সাতটি মডেল রয়েছে এই গাড়িটির। যার একটি মডেলের মূল্য প্রায় ২৬ কোটি টাকা। ০-১০০ কিমি/ঘন্টার গতিবেগ তুলতে এর সময় লাগে মাত্র ২.৮ সেকেন্ড। এমনকি গাড়িটির সর্বোচ্চ গতিবেগ ৪০০ কিমি/ঘন্টা।

Lykan HyperSport-এর এই মহার্ঘের কারণ জানেন? ৪৪০ টি হিরে সমেত এসেছে গাড়িটি। যা এর সামনের এলইডি হেডলাইটে যুক্ত রয়েছে। এতেই শেষ নয়! গাড়িটির ইন্টেরিয়ারে আছে সোনা দ্বারা সেলাই করা লেদার এবং গোল্ড-প্লেটেড রুফ। আবার এটি বিশ্বের প্রথম 3D হলোগ্রাম হলোগ্রাফিক মিড-এয়ার ডিসপ্লে সহ হাজির হয়েছে, যা গতি অনুযায়ী নিয়ন্ত্রিত হবে।

Lykan HyperSport-এ উপস্থিত একটি টুইন টার্বোচার্জ্ড ৩৭৫৬ সিসি ইঞ্জিন, যা থেকে ৭৮০ বিএইচপি শক্তি এবং ৯৬০ এনএম টর্ক পাওয়া যায়। জরুরি অবস্থায় দ্রুত পরিষেবা দিতেই HyperSport Responder অ্যাম্বুলেন্সটি চালু করতে চলেছে দুবাই সরকার।