স্টাইলিশ লুকিংয়ের সাথে বাজারে এল Ducati এর Panigale V2

বিগত কয়েকমাস ধরেই ভারতে Ducati এর Panigale V2 মোটরবাইকের লঞ্চ হওয়া নিয়ে নানা জল্পনা চলছিল। ইতিমধ্যেই বাইকটি ইউরোপে লঞ্চ করা হয়েছে। ডুকাটির পক্ষ থেকে জানানো হয়েছিল, এই এন্ট্রি লেভেল স্পোর্টস বাইকটিকে আগামী ২৬ আগস্ট ভারতের বাজারে আনা হবে। কথামতো বাইকটিকে বুধবার লঞ্চ করা হল। বাইকটির প্রি-বুকিং অবশ্য গত মাস থেকেই ১ লক্ষ টাকার বিনিময়ে আরম্ভ হয়ে গিয়েছিল। Panigale V2 এর দাম শুরু হচ্ছে ১৬.৯৯ লক্ষ টাকা থেকে (এক্স-শোরুম, দিল্লী)। বাইকটি লাল ও সাদা এই দুটি রঙের বিকল্পে উপলব্ধ হবে।

স্পেসিফিকেশনের দিক থেকে নতুন এই বাইকটি, Ducati 959 Panigale বাইকের টেকনিক্যাল আপগ্রেড বলা যেতে পারে। Panigale V2 বাইটি লিক্যুইড কুলড ডাবল সিলিন্ডারের ৯৫৫ সিসির সুপারকোয়াডরো BS6 ইঞ্জিনের সাথে এসেছে। যেটি ১০,৭৫০ আরপিএমে সর্বোচ্চ ১৫৪.৯ পিএস পাওয়ার এবং ৯,০০০ আরপিএমে ১০৪ এনএন টর্ক জেনারেট করতে পারে।

ডিজাইনের দিক থেকে দেখলে বাইকটি Panigale V4 কে অনুসরন করেছে, যেমন- এর এলইডি ডিআরএলের সাথে টুইন এলইডি হেডল্যাম্প, দুটি বড়ো এয়ার ইনটেকস, একটি লম্বা উইন্ডস্ক্রিন, ডাবল লেয়ার ফেয়ারিং, মাসকুলার ফুয়েল ট্যাঙ্ক এবং সিগনেচার ফাইভ স্পোক অ্যালয় হুইল দেওয়া হয়েছে, যেগুলি অনেকটাই Panigale V4 এর মতো।

বাইকটির সামনে ৩২০ মিমি টুইন ডিস্ক ও পিছনে ২৪৫ মিমি ডিস্ক ব্রেক রয়েছে। এছাড়া বাইকটিতে ৪৩ মিমি শোয়া আডজাস্টেবল বিগ পিস্টন ফর্ক (BPF) ও স্যাশ (Sachs) মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। বাইকটির কার্ব ওয়েট ২০০ কেজি এবং সিটের উচ্চতা ৮৪০ মিমি। এছাড়া ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি ১৭ লিটার।

বাইকটির অন্যান্য ফিচারের কথা বললে এতে পাবেন ট্র্যাকশান কন্ট্রোল সিস্টেমের সাথে ব্লুটুথ এনাবেলড ৪.৩ ইঞ্চি টিএফটি স্ক্রিন, ইঞ্ছিন ব্রেক কন্ট্রোল এবং হ্যান্ডেলের সুইচ গিয়ারের মাধ্যমে তিন ধরনের রাইডিং মোড যেমন- রেস, স্পোর্ট এবং স্ট্রিট সিলেক্ট করার সুবিধা। এই প্রাইস রেঞ্জে বাইকটির প্রতিদ্বন্দ্বী হবে Kawasaki ZX-10R, Suzuki GSX-R1000 এবং BMW S 1000R।

Shuvro

ডিজিটাল সাংবাদিকতায় চার বছরের অভিজ্ঞতা শুভ্রর। প্রযুক্তি, বিশেষ করে স্মার্টফোন এবং অটোমোবাইল পছন্দের বিষয়। নির্ভুল ও তথ্যসমৃদ্ধ লেখা পাঠকদের সামনে উপস্থাপন করতে ভালবাসেন শুভ্র। বর্তমানে টেকগাপে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে কর্মরত তিনি।

Share
Published by
Shuvro

Recent Posts

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

1 hour ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

1 hour ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

2 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

2 hours ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

3 hours ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

4 hours ago