বাড়ি বসেই আজ আয় হতে পারে ৫,০০০ টাকা, শুধু স্মার্টফোন দিয়ে করুন এই কাজ

মূল্যবৃদ্ধি এবং চাকরি – দেশের অধিকাংশ মানুষের জীবনে এই দুটিই বর্তমানে সমস্যার অন্যতম নাম! একদিকে প্রায় প্রতিটি জিনিসের দাম দিনদিন আকাশছোঁয়া হচ্ছে, অপরদিকে স্থায়ী আয়ের সুযোগ না থাকায় জীবন কাটাতে হিমশিম খাচ্ছেন অনেকেই। এই পরিস্থিতি এড়াতে অনেকেই বিভিন্ন অনলাইন কাজকে উপার্জনের (বলতে গেলে অতিরিক্ত আয়ের) মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন; এর মধ্যে কোনো কোনো কাজে আগ্রহীদের বেশ শ্রমও দিতে হচ্ছে। তবে আপনি চাইলে কিন্তু বিনা পরিশ্রমেই রোজ নূন্যতম ১,০০০ টাকা বা তারও বেশি অ্যামাউন্ট আয় করতে পারেন, সৌজন্যে জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon India। আসলে এই প্ল্যাটফর্মটি বিগত কয়েক মাস ধরে ‘Daily QuizTime’ নামের গেম ইভেন্ট পরিচালনা করছে, যাতে অংশগ্রহণ করে পাঁচ-পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দিলেই রোজ নির্দিষ্ট টাকা পুরষ্কার হিসেবে মিলবে। এক্ষেত্রে আপনারা যদি আজ গেমটি খেলতে চান, তাহলে হয়ত পেয়ে যেতে পারেন পুরো ৫,০০০ টাকা। হ্যাঁ, ঠিকই বলছি।

আজ Amazon দিচ্ছে ৫,০০০ টাকা পকেটস্থ করার সুযোগ

আসলে অ্যামাজনের ডেইলি কুইজ গেমটি রোজ রাত ১২টায় (বা সকাল ৮টায়) শুরু হয় এবং এটি গোটা দিনের যেকোনো সময় খেলা যায়। সোজা ভাষায় বললে, প্রতিদিন গেমটির নতুন একটি সংস্করণ খেলা যায়; তবে দিন বিশেষে এতে পুরস্কারের অ্যামাউন্ট পরিবর্তিত হতে থাকে, যেমন আজ অ্যামাজন পে ব্যালেন্সে পাওয়া যেতে পারে ৫,০০০ টাকা। এদিকে, গেমটি থেকে পুরষ্কার জিতে নিতে কেবল জেনারেল নলেজ (GK) এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধিত পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হয়, যার মধ্যে প্রতিটি প্রশ্নের উত্তর হিসেবে চারটি অপশন থাকে। কিন্তু মনে রাখবেন, সব প্রশ্নের সঠিক উত্তর দিলেই যে গেমের পুরষ্কারের অর্থ হাতে পাবেন, এমন নিশ্চয়তা কিন্তু নেই। কারণ সঠিক উত্তরদাতারা বিশেষ লাকি ড্রয়ে পৌঁছে যাবেন, যার মধ্যে থেকে সংস্থা ভাগ্যবান বিজয়ীর নাম ঘোষণা করবে আগামীকাল মানে ৩০শে অক্টোবর। এছাড়া, এই পুরষ্কার নগদ টাকা হিসেবে সরাসরি হাতে পাওয়া যাবেনা, যেহেতু এই অ্যামাজন পে ব্যালেন্স হিসেবে এটি মিলবে তাই অ্যামাজন পে ইউপিআইয়ে সাইন ইন করেই এই অ্যামাউন্ট নানাভাবে (জিনিস কেনা, রিচার্জ করা, বিল পরিশোধ ইত্যাদি) কাজে লাগাতে পারবেন ইউজাররা।

কীভাবে Amazon-এর কুইজ গেম খেলবেন?

অ্যামাজনের কুইজ গেমটি খেলতে চাইলে আগ্রহীদের অবশ্যই অ্যান্ড্রয়েড বা আইওএস স্মার্টফোনে সংস্থার শপিং অ্যাপটি ইনস্টল ও লগইন করে রাখতে হবে। এই কুইজ ডেস্কটপ বা ল্যাপটপে খেলা যাবে না।

১. এক্ষেত্রে গেম চালু করতে প্রথমে অ্যামাজন অ্যাপ খুলে থ্রি লাইন আইকনে ক্লিক করতে হবে এবং ‘ফানজোন’ (Funzone) সেকশনে যেতে হবে।

২. এখানে একটু স্ক্রল করলে বা সার্চ বারে অনুসন্ধান করলেই দেখা যাবে ‘ডেইলি কুইজ’ নামক ব্যানার।

৩. ওই ব্যানারে ক্লিক করলে স্ক্রিনে প্রদর্শিত হবে ‘স্টার্ট’ (Start) বাটন, যাতে ক্লিক করলেই গেমের পাঁচটি প্রশ্ন অ্যাক্সেস করতে পারবেন আগ্রহীরা।

এখন নিশ্চয় ভাবছেন যে ঠিক কোন কোন প্রশ্নের উত্তর দিলে পুরষ্কার বা ৫,০০০ টাকা পাওয়া যাবে। সেক্ষেত্রে, আপনাদের লাকি ড্রয়ে পৌঁছানোর সুবিধার জন্য নিচে গেমের আজকের প্রশ্নসমূহ এবং তাদের উত্তর দেওয়া হল।

Amazon Daily QuizTime গেমের আজকের প্রশ্নোত্তর

১. Recently 21 Indian wrestlers were denied visas by which country ahead of the U23 World Championship?

উত্তর: Spain

২. The upcoming movie ‘Bhediya’ stars which of these actors in the lead role?

উত্তর: Varun Dhawan

৩. The World Health Organization recently said that it will shift to a one dose strategy for which of these diseases, amid vaccine shortage?

উত্তর: Cholera

৪. This is a statue of which famous political leader? (গেমে একটি ছবি প্রদর্শিত হবে)

উত্তর: Winston Churchill

৫. This is the famous Trump international hotel in which city known as the ‘Sin City’? (গেমে একটি ছবি প্রদর্শিত হবে)

উত্তর: Las Vegas