Make Money Online: হাতের স্মার্টফোন থাকলে পেতে পারেন ৫,০০০ টাকা, তাও বিনা পরিশ্রমেই

আপনি কি রোজকার মূল্যবৃদ্ধি কবলিত জীবনে অতিরিক্ত আয় করতে চাইছেন? কিংবা এই মুহূর্তে ‘ওয়ার্ক ফ্রম হোম’ জাতীয় ব্যবস্থার সাথে যুক্ত হতে পারলে আপনার অনেকটাই সুবিধা হতে পারে? তাহলে এখন চিন্তার প্রয়োজন নেই, কারণ আপনার ফোনে ইনস্টল থাকা অনলাইন শপিং অ্যাপ্লিকেশনই আপনাকে মাসে ৩০,০০০ টাকা উপার্জন করার সুযোগ করতে দিতে পারে। অবাক হচ্ছেন? আসলে, বিগত কয়েক মাস ধরে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon India, ‘Daily QuizTime’ নামে একটি গেম ইভেন্ট চালাচ্ছে যাতে রোজ নূন্যতম ১,০০০ টাকা পুরষ্কার হিসেবে পাওয়ার সুযোগ থাকে। এক্ষেত্রে, দিন বিশেষে পুরষ্কারের পরিমাণ পরিবর্তিত হয়, মানে আপনারা চাইলে গেমটি থেকে আরো বেশি টাকা জিতে নিতে পারবেন। যেমন, রোজকার মত আজ ২৫শে অক্টোবরও Amazon-এর এই গেমের নতুন সংস্করণ লাইভ হয়েছে। আর এতে অংশগ্রহণ করে পাঁচ-পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দিলেই আপনারা Amazon Pay ব্যালেন্স হিসেবে পেয়ে যেতে পারেন পুরো ৫,০০০ টাকা; বলতে গেলে বিনা পরিশ্রমেই!

কীভাবে Amazon-এর কাছ থেকে ৫,০০০ টাকা জিতে নেবেন?

অ্যামাজন পরিচালিত ডেইলি কুইজের নিয়ম হল যে, এটি থেকে পুরষ্কার জিতে নিতে কেবল জেনারেল নলেজ (GK) এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধিত পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। এক্ষেত্রে গেমে প্রতিটি প্রশ্নের উত্তর হিসেবে চারটি অপশন থাকবে, যার মধ্যে থেকে অংশগ্রহণকারীদের সঠিক বিকল্প বেছে নিতে হবে। তবে মনে রাখবেন, সব প্রশ্নের সঠিক উত্তর দেওয়া মানেই যে গেমের পুরষ্কারের অর্থ (আজ ৫,০০০ টাকা) হাতে পাওয়া – তা নয়। এক্ষেত্রে সঠিক উত্তরদাতারা লাকি ড্রয়ে পৌঁছে যাবেন, যার মধ্যে থেকে সংস্থা ভাগ্যবান বিজয়ীর নাম ঘোষণা করবে আগামীকাল মানে ২৬শে অক্টোবর। তাছাড়াও এই পুরষ্কার সরাসরি হাতে পাওয়া যাবেনা, অ্যামাজন পে ইউপিআইয়ে সাইন ইন করে তবেই সেই পুরষ্কারের অর্থ নানাভাবে কাজে লাগানো যাবে।

কীভাবে Amazon-এর কুইজ গেম খেলবেন?

অ্যামাজনের কুইজ গেমটি খেলতে চাইলে আগ্রহীদের অবশ্যই অ্যান্ড্রয়েড বা আইওএস স্মার্টফোনে সংস্থার শপিং অ্যাপটি ইনস্টল ও লগইন করে রাখতে হবে।

১. গেম চালু করতে প্রথমে সংস্থার অ্যাপ খুলে ‘ফানজোন’ (Funzone) সেকশনে যেতে হবে।

২. এখানে একটু স্ক্রল করলে বা সার্চ বারে অনুসন্ধান করলে ‘ডেইলি কুইজ’ নামক ব্যানার দেখা যাবে।

৩. ওই ব্যানারে ক্লিক করলেই স্ক্রিনে ‘স্টার্ট’ (Start) বাটন প্রদর্শিত হবে, যা গেমের পাঁচটি প্রশ্ন অ্যাক্সেস করার সুযোগ দেবে। সেক্ষেত্রে আপনাদের সুবিধার জন্য নিচে গেমের আজকের প্রশ্নসমূহ এবং তাদের উত্তর দেওয়া হল।

Amazon Daily QuizTime গেমের আজকের প্রশ্নোত্তর

১. Which Grand Prix did Max Verstappen win to seal the 2022 Formula 1 World Championship?

উত্তর: Japanese Grand Prix

২. The upcoming movie Uunchai starring Amitabh Bachchan, Danny Denzongpa, Boman Irani and Anupam Kher is directed by whom?

উত্তর: Sooraj Barjatya

৩. Liz Truss resigned as the Prime Minister of the UK after how many days in office?

উত্তর: 45

৪. This is the largest hot spring in the USA. It is called the Grand __ Spring. Fill in the blanks (গেমে একটি ছবি প্রদর্শিত হবে)

উত্তর: Prismatic

৫. This famous fort was built in which of these time periods? (গেমে একটি ছবি প্রদর্শিত হবে)

উত্তর: The 1600s