EICMA 2021: প্রদর্শিত হল রেট্রো ডিজাইনের চমৎকার বাইক 2022 Benelli Leoncino 125

2022 Benelli Leoncino 125 ভারতে আত্মপ্রকাশ করবে কিনা, তা অজানা

বেনেলি (Benelli) সামনে আনল নতুন মোটরসাইকেল 2022 Leoncino 125। ইতালির মিলানে (EICMA 2021 শো) প্রদর্শিত হল বাইকটি। 2022 Leoncino 125 আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মধ্যে ইউরোপের বাজারে লঞ্চ করা হবে, যদিও এটি ভারতে আত্মপ্রকাশ করবে কিনা, তা অজানা।

চীনা সংস্থার ছত্রছায়ায থাকা ইতালিয় সংস্থাটি Leoncino 125 মডেলটি দু’টি রঙের সঙ্গে এনেছে – গ্রে এবং গ্রিন৷ উল্লেখ্য, বাইকটির স্টাইলিং এলিমেন্টগুলি এর বড় ভাই অর্থাৎ ভারতে উপলব্ধ Leoncino 250 ও Leoncino 500 থেকে অনুপ্রাণিত।

নতুন Leoncino 125 মডেলে রয়েছে রেট্রো থিম। অর্থাৎ সাবেকি ডিজাইনের আধিক্য বেশি। আবার নতুন প্রজন্মের নজর কাড়তে দেওয়া হয়েছে মর্ডান টাচ। বাইকটি স্প্লিট স্টাইল অ্যালয় হুইল, একটি সিঙ্গেল পিস সিট, এবং একটি রিয়ার ফেন্ডার মাউন্টেড নম্বরপ্লেটের সঙ্গে এসেছে।

2022 Leoncino 125-এ একটি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন আছে। এর থেকে ১২.৮ বিএইচপি শক্তি ও ১০ এনএম টর্ক পাওয়া যায়। গিয়ারের সংখ্যা ছ’টি। মোটরসাইকেলটির সাসপেনশন সেটআপে আপসাইড ডাউন টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং মনোশক অর্ন্তভুক্ত করা হয়েছে। ব্রেকিংয়ের জন্য দু’দিকেই আছে একটি করে ডিস্ক ব্রেক। Leoncino 250 ও Leoncino 500-এর মতো Leoncino 125 দৌড়বে ১৭ ইঞ্চি হুইলে।