Electric Bike: ই-বাইকের পার্কিং ফি মকুব, অন্যান্য মোটরসাইকেল দাঁড় করালে খরচ বেশি, শব্দ ও বায়ু দূষণ কমাতে অভিনব পদক্ষেপ

শব্দ ও পরিবেশ দূষণ রোখার অভিনব কায়দা দেখলে তাজ্জব হতে হয়! সম্প্রতি দেশে নয়া নিয়মের কথা শোনালো ফরাসি সরকার। সেপ্টেম্বর থেকে রাজধানী প্যারিসে পেট্রল চালিত স্কুটার ও মোটরসাইকেল পার্কিং করলেই গুণতে হবে কড়ি। অন্যদিকে বৈদ্যুতিক টু-হুইলারের মালিকরা সম্পূর্ণ বিনামূল্যে পার্কিংয়ের সুবিধা পাবেন। ‘সিটি হল’ কর্তৃপক্ষ সংবাদ সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছেন। এ বছরের জানুয়ারি থেকে এই বিশেষ ব্যবস্থা জারি হওয়ার কথা থাকলেও, তা পিছিয়ে যায়।

এই ব্যবস্থার আরেকটি কারণ হল সরকার চাইছে উন্নত পাবলিক স্পেস। প্রসঙ্গে প্যারিস মোবিলিটি প্রধান তথা পরিবেশবিদ ডেভিড বিলিয়ার্ড বলেন, “পার্কিংয়ের সময় অরাজকতার সৃষ্টি হয়। শব্দের পাশাপাশি দূষণের মাত্রা কমিয়ে আনা আমাদের প্রয়োজন‌।” উল্লেখ্য, প্রথাগত জ্বালানিতে চলা মোটরসাইকেল ও স্কুটারের পার্কিং ফি কত হবে, তা এখনও প্রকাশ করা হয়নি।

যদিও পেট্রল চালিত দু’চাকা গাড়ি পার্কিংয়ের খরচ মোটরগাড়ির তুলনায় কম হবে বলেই অনুমান করা হচ্ছে। পূর্বে প্রশাসন ঘোষণা করেছিল যে স্থানীয় নয় এমন মোটরসাইকেল চালকদের প্যারিসের ১১টি প্রধান জেলায় প্রতি ঘন্টায় পার্কিংয়ের জন্য ৩.২ ডলার (প্রায় ২৫২ টাকা) দিতে হতে পারে। স্থানীয়দের জন্য অবশ্য পার্কিং খরচ অনেকটাই কম৷ তাদের পার্কিং ফি ২ ডলার (প্রায় ১৫৭ টাকা) করে দিতে হত।

এদিকে বিগত কয়েক বছর প্রথাগত জ্বালানি গাড়ির পার্কিং চার্জ ধাপে ধাপে বাদয়ে  ফরাসি সরকার। শহরের পার্কিংয়ের জায়গা দুই ভাগে বিভক্ত। একটি জীবাশ্ম জ্বালানির যানবাহনের জন্য এবং অপরটি পরিবেশ বান্ধব গাড়ির। মোটরসাইকেলের পার্কিং ফি বৃদ্ধি নিয়ে অবশ্য বিরোধিতা করেছে বাইকারদের বিভিন্ন সংগঠন ও প্রধান বিরোধী দল। আবার সাইকেল ব্যবহারকারী ও পথচারীরা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

Subhadip Dasgupta

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

14 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

58 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago