এই গরমে মাত্র ১,৫০০ টাকায় বাড়ি আনুন AC! শীতলতার পাশাপাশি হবে বিদ্যুৎ সাশ্রয়ও

গ্রীষ্মের দাবদাহ চরমে পৌঁছেছে, প্রচণ্ড উত্তাপে সবাই ব্যাতিব্যাস্ত! বাইরের গরম এড়িয়ে মানুষ বাড়ির ভেতরে থাকার চেষ্টা করলেও ফ্যানের হাওয়া এই অস্বস্তি থেকে রেহাই দিতে পারছে না। সেক্ষেত্রে এই প্রখর তাপ এড়ানোর একমাত্র উপায় হতে পারে এসি (AC)। কিন্তু চাইলেই যে সবাই এই ঠান্ডা মেশিন কিনতে পারে না তা নয়। কারণ এগুলি বেশ দামী। কিন্তু যদি এখন বলি যে আপনি ১,৫০০ টাকার কম দামে একটি মিনি এয়ার কন্ডিশনার পেতে পারেন, তাহলে আপনি কি বিশ্বাস করবেন? হ্যাঁ, এই মুহূর্তে Amazon (অ্যামাজন)-এ অনেক মিনি এয়ার কন্ডিশনারের বিকল্প রয়েছে। এর মধ্যে একটির সম্পর্কে আমরা বিস্তারিত জানাচ্ছি।

১,৫০০ টাকায় কিনুন এই মিনি এসি

LACOSSI Go Arctic Air: এটি একটি ৩-ইন-ওয়ান এয়ার কন্ডিশনার। এটিকে হিউমিডিফায়ার পিউরিফায়ার মিনি কুলারও বলা হয়। এর দাম এমনিতে ৩,৯৯৯ টাকা। তবে এখন এটিতে ৬৩ শতাংশ ছাড় পাওয়া যাবে, যার ফলে এর দাম পড়বে ১,৪৯৯ টাকা। তাই আপনি যদি কম দামে এসি কিনতে চান তাহলে এটি আপনার জন্য দুর্দান্ত বিকল্প হতে পারে।

বৈশিষ্ট্যের কথা বললে এই মিনি এসি শীতল এবং বিশুদ্ধ এবং আর্দ্র বায়ু সরবরাহ করে। তাছাড়া এটি পোর্টেবল এবং এর সাথে ইউএসবি কেবল দেওয়া আছে। এটি অফিস, বসার ঘর, রান্নাঘর, বেডরুম ইত্যাদিতে স্থাপন করা যেতে পারে। এটি অনেক উপায়ে কাজ করে।

অন্যদিকে এই এসিতে আপগ্রেডেড ফিল্টার দেওয়া হয়েছে। রয়েছে একটি ওয়ার্ক মোডও। চাইলে এর ওপরে জল বা বরফ রাখা যেতে পারে। সবচেয়ে বড় কথা, এই মিনি এসি, দামি এসির তুলনায় অনেক কম বিদ্যুৎ খরচ করবে।