Self-Driving Robotaxi: চালকের আসনে কেউ থাকবে না! স্বয়ংচালিত রোবোট্যাক্সি এনে যুগান্তর আনার ইঙ্গিত ইলন মাস্কের

বৈভবের প্রাচুর্য থাকলেও আত্মতুষ্টির লেশমাত্র নেই বিশ্বের ধনীতম ব্যক্তি এলন মাস্ক (Elon Musk)-এর। আর তাই ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে কোনোরকম খামতি রাখেন না তিনি। সম্প্রতি আমেরিকার…

বৈভবের প্রাচুর্য থাকলেও আত্মতুষ্টির লেশমাত্র নেই বিশ্বের ধনীতম ব্যক্তি এলন মাস্ক (Elon Musk)-এর। আর তাই ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে কোনোরকম খামতি রাখেন না তিনি। সম্প্রতি আমেরিকার টেক্সাস শহরে টেসলা (Tesla)-র নতুন কারখানা উদ্বোধনে গিয়েছিলেন মাস্ক। আর সেখান থেকেই আরও একটি নতুন ব্যবসা শুরুর কথা ঘোষণা করলেন টেসলার কর্ণধার। এবার রোবোট্যাক্সি (Robotaxi) লঞ্চ করার ঘোষণা করলেন তিনি।

প্রশ্ন জাগতে পারে কী এই রোবোট্যাক্সি? এই প্রসঙ্গে জানিয়ে রাখি এটি একটি স্বয়ংচালিত ট্যাক্সি। চালক ছাড়াই যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দেবে এটি। যদিও এটি কবে বাজারে আসবে, সে বিষয়ে কোনও নির্দিষ্ট সময়ের কথা জানাননি তিনি। এই প্রসঙ্গে মাস্ক বলেন, টেসলা বর্তমানে একটি ডেডিকেটেড সেলফ-ড্রাইভিং ট্যাক্সি নিয়ে আসতে চলেছে, যা ভবিষ্যতের দিশারী হবে।

টেক্সাসের কারখানা উদ্বোধনের অনুষ্ঠানে থেকে বৃহৎ জনসমাগমের মধ্যেই একটি ‘ব্ল্যাক কাউবয়’ টুপি ও রোদচশমা পরিধান অবস্থায় মাস্ক বলেন, “আকারে বিশাল, সম্পূর্ণ স্বয়ংচালিত, একটি রোবোট্যাক্সি আনতে চলেছি।” প্রসঙ্গত, ২০১৯ সালে টেসলর কর্ণধার ও একাধারে বিলিয়নপতি মাস্ক বলেছিলেন, যে টেসলা একটি সম্পূর্ণ স্বয়ংচালিত গাড়ির তৈরি করছে, যা ভবিষ্যতের পথপ্রদর্শক হবে।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মাস্ক আরও বলেন, “আমি যা বলতে পারি তা হল, আমরা সত্যিকারের একটি বিশাল ক্ষেত্রে যাচ্ছি – ইতিহাসে এখনও পর্যন্ত কোনো কোম্পানি সেই পর্যায়ে পৌঁছতে পারেনি। সমগ্র বিশ্বকে দীর্ঘস্থায়ী শক্তিতে প্রসার আনতে এটি হতেই হবে।”