Twitter Elon Musk: ‘ইয়েস,’ টুইটার কিনে প্রথম টুইট ইলন মাস্কের, কি কি পরিবর্তন আসছে জানালেন নিজেই

জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই! শেষমেষ টুইটার (Twitter) কিনে নিলেন Tesla (টেসলা)-র সিইও ইলন মাস্ক (Elon Musk)। হ্যাঁ, নানা আলোচনা, সমালোচনা, প্রতিরোধের অন্তরায় পেরিয়ে আনুষ্ঠানিকভাবে কোটি কোটি টাকার চুক্তিতে প্রাইভেট কোম্পানিতে রূপান্তরিত হচ্ছে জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মটি। তবে টুইটার ও ইলনের এই চুক্তির প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক মাস সময় লাগবে। এদিকে প্ল্যাটফর্মটি কেনার পর, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি অর্থাৎ ইলন টুইট করেছেন এবং সেখানে তিনি বলেছেন, এটি কিনতে তার ৪৪ বিলিয়ন ডলার (প্রায় ৩,৩৬৮ বিলিয়ন টাকা) ব্যয় করতে হয়েছে।

টুইটে কী বলেছেন ইলন মাস্ক?

গতকাল দুপুরে সংবাদমাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় ইলনের টুইটার কেনার বিষয়টি ছড়িয়ে পড়লেও, তিনি নিজে এই বিষয়ে কিছুই বলেননি। কিন্তু কাল রাতে মালিকানা হস্তান্তরিত হতে না হতেই তিনি একটি আর্টিকেলের অংশ টুইট করেছেন। ওই আর্টিকেলে ইলনের টুইটার পরিচালনা সম্পর্কিত মনোভাব প্রকাশ পেয়েছে। তাঁর মতে, কোনো গণতান্ত্রিক কাঠামোর কাজ করার জন্য বাকস্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে টুইটার হল একটি ডিজিটাল টাউন স্কোয়ার যেখানে মানবতার ভবিষ্যত নিয়ে আলোচনা করা হয়। এছাড়া তিনি প্ল্যাটফর্মটিতে নতুন ফিচার যোগ করে এটিকে আরো উন্নত ও স্বচ্ছ করে তোলার আভাস দিয়েছেন।

ইলন টুইটে আরও লিখেছেন যে, আগামী দিনে টুইটারের (Twitter) অ্যালগরিদম ওপেন সোর্স করা হবে, যাতে ইউজারদের বিশ্বাস দৃঢ় হয়। তিনি স্প্যাম বটগুলিকেও প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলতে চেয়েছেন৷ উপরন্তু তাঁর বক্তব্য থেকে মনে হচ্ছে এটিকে সার্চেবল এবং এনক্রিপ্টেড মেসেজিং সিস্টেম হিসাবে ডিজাইন করা হতে পারে।

এদিকে টুইটার নিয়ে ইলনের এই অভিমত থাকলেও, সবাই যে পরিচিত এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটির পরিবর্তন খোলামনে গ্রহণ করছেন তা নয়। যেমন সংস্থার চিফ এক্সিকিউটিভ পরাগ আগরওয়াল ফার্মটির ভবিষ্যত ‘অন্ধকার’ বলে ইঙ্গিত দিয়েছেন। আবার নেটিজেনরা বিষয়টি নিয়ে তামাশা করতে শুরু করেছেন, ইতিমধ্যে তৈরি হয়েছে প্রচুর মিমও।