Robotic Leg: চারপায়ে হাঁটছে সাপ! অসম্ভবকে সম্ভব করে দেখালেন ইঞ্জিনিয়ার

সাপ! নামটা শুনলেই অধিকাংশ মানুষ ‘বাপরে বাপ’ বলে দৌড়ে পালিয়ে যেতে বাধ্য হন। গোটা বিশ্বে যে সকল ভয়ঙ্কর সরীসৃপগুলির দেখা মেলে, তাদের মধ্যে সাপ হল অন্যতম। স্বপ্নে হোক কিংবা বাস্তবে, এই উভচর প্রাণীটিকে দেখলে অধিকাংশেরই হাড় হিম হয়ে যায়। সাধারণভাবে এই প্রাণীটি বুকে ভর দিয়ে এঁকেবেঁকে চলে। কিন্তু এখন হঠাৎ যদি দেখা যায় যে সাপের চারটে পা গজিয়েছে, তাহলে কেমন লাগবে একবার ভেবে দেখুন তো! কি, খুব অবিশ্বাস্য বলে মনে হচ্ছে? ভাবছেন এও আবার সম্ভব নাকি? সেক্ষেত্রে বলি হ্যাঁ, সম্প্রতি সাপের রোবটিক পা বানিয়ে এরকম একটি অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন লস এঞ্জেলেসের এক প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার (engineer)। আসুন এই চাঞ্চল্যকর ঘটনাটির সম্পর্কে একটু বিশদে জেনে নিই।

রোবটিক পা লাগিয়ে গটগট করে হেঁটে বেড়াচ্ছে সাপ!

সম্প্রতি অ্যালেন প্যান (Allen Pan) নামের লস এঞ্জেলেসের এক প্রকৌশলী এবং ইউটিউবার (YouTuber) এই অদ্ভুত তথা উদ্ভট ঘটনাটি ঘটিয়েছেন। এমনিতে সাধারণভাবে সাপের হাঁটার কথা প্রায় কারোর মাথাতে আসবে না বললেই চলে। কিন্তু তাহলে অ্যালেনের মাথায় এই অদ্ভুত খেয়াল এল কীভাবে? আসলে ওই ব্যক্তি নিজেকে সাপপ্রেমী বলে দাবি করেন। তার কথায়, সাপকে কীভাবে হাঁটানো যায় সেই নিয়ে তিনি অনেকদিন ধরেই গবেষণা করছিলেন। সাপকে হাঁটি হাঁটি পায়ে সাহায্যের জন্য তিনি এমন কিছু করতে চেয়েছিলেন, যা দেখে গোটা দুনিয়া রীতিমতো চমকে যাবে। আর অবশেষে দীর্ঘ পরিশ্রমের পর রোবটিক পা বানিয়ে তিনি সেই কাজ সফলভাবে করতে সক্ষম হয়েছেন।

YouTube-এ ভাইরাল হল এই চমকপ্রদ ঘটনার ভিডিও

অ্যালেন, তার এই অদ্ভুত আবিষ্কারের ঘটনাটি তিনি ইউটিউব (YouTube)-এ একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছেন, আর শেয়ার করার পরক্ষণেই সেটি ভাইরাল হয়েছে। এক্ষেত্রে একটি লম্বা ট্রান্সপারেন্ট টিউব এবং একটি কন্ট্রোলবোর্ডের সাথে সংযুক্ত চারটি প্লাস্টিকের পা ব্যবহার করে রোবটটিকে তৈরি করেছেন অ্যালেন। আর ইউটিউবে শেয়ার করা ভিডিওটিতে দেখা গিয়েছে যে, এই ট্রান্সপারেন্ট টিউবটির ভিতরে বসে একটি সাপ চার পায়ে রোবটটি চালাচ্ছে। আসলে রোবটটির বডি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, একটি সাপ টিউবটিতে অনায়াসে প্রবেশ করে চার পায়ে রোবটটিকে চালিয়ে নিজের ইচ্ছেমতো যেখানে খুশি চলে যেতে পারে। স্বাভাবিকভাবেই এই অভূতপূর্ব কাণ্ডকারখানা দেখে নেটিজেনরা রীতিমতো স্তম্ভিত হয়ে গিয়েছেন এবং অনেকেই তার এই ইঞ্জিনিয়ারিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন।

কোথা থেকে মিলল রোবট তৈরির এই অসাধারণ আইডিয়া?

অ্যালেন জানিয়েছেন যে, ওয়েস্টার্ন থ্রি-টোড স্কিঙ্ক (western three-toed skink) নামক প্রাণীটিকে দেখে তার এই ধরনের রোবট তৈরির কথা মাথায় আসে। উল্লেখ্য, উক্ত প্রাণীটির বৈজ্ঞানিক নাম হল Chalcids striatus (চ্যালসিডস স্ট্রিয়াটাস) এবং এটি চারটি ছোটো পা যুক্ত গিরগিটির একটি প্রজাতি। এক্ষেত্রে বলে রাখি, আজ থেকে ১৫০ বছর আগে সাপেরও নাকি পা ছিল বলে শোনা যায়। তখন তারাও গিরগিটির মতো চার পায়ে গোটা পৃথিবীতে ঘুরে বেড়াতো। কিন্তু তারপরে বিবর্তনের জন্য তাদের পা অদৃশ্য হয়ে যায়। তবে এবার যাতে তারা আবারও আগের মতো হেঁটেচলে বেড়াতে পারে, সেজন্য রোবটিক পা বানিয়ে সাপের হাঁটার ব্যবস্থা করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন অ্যালেন।