Enigma Cafe Racer ইলেকট্রিক বাইকের বুকিং শুরু, এক চার্জে চলবে 140 KM

গ্লোবাল মার্কেটের পাশাপাশি এবার ভারতেও বৈদ্যুতিক গাড়ি ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে। তার আঁচ পেয়ে বিভিন্ন বৈদেশিক ইলেকট্রিক বাইক বা গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি এদেশে তাদের নিত্য নতুন মডেল নিয়ে হাজির হচ্ছে। এবার ভারতের বাজারে খুব শীঘ্রই আত্মপ্রকাশ ঘটতে চলেছে ব্রিটিশ সংস্থা এনিগমা-র ইলেকট্রিক বাইক (Enigma Electric Bike)। আজ সংস্থাটি Enigma Cafe Racer নামক ই-বাইকটির প্রি-বুকিং নেওয়ার কথা জানিয়েছে। সংস্থার নিজস্ব ডিলার অথবা অফিশিয়াল ওয়েবসাইট থেকে বুকিং করতে পারবেন গ্রাহকরা।

এদেশের মাটিতে তৈরি হওয়া এনিগমা ক্যাফে রেসার বাইকটি নিও-রেট্রো ডিজাইনের সাথে আসতে চলেছে। এ প্রসঙ্গে ভারতে এনিগমা অটোমোবাইল (Enigma Automobile)-এর প্রতিষ্ঠাতা এবং সিইও আনমোল বোহরে (Anmol Bohre) বলেছেন, “ভারতে আসন্ন এই বৈদ্যুতিক বাইকটি একটি কমিউটার মোটরসাইকেলের সুবিধা এবং অফ-রোডার বাইকের ক্ষমতা প্রদান করবে।”

Enigma Cafe Racer ব্যাটারি

এনিগমা ক্যাফে রেসার ই-বাহনটি ৭২ ভোল্ট ৫০ অ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতাসম্পন্ন লিথিয়াম ফেরাস ফসফেট ব্যাটারির সাথে আসতে পারে বাজারে। সিটি মোডে একক চার্জে এর রেঞ্জ হতে পারে ১৪০ কিমি। এছাড়াও ৫,০০০ বৃত্ত লাইফের ক্ষমতা সম্পন্ন ব্যাটারি থাকতে পারে বাইকটিতে। সাথে এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টা প্রতি ১৩৬ কিমি বলে দাবি করেছে সংস্থাটি।

Enigma Cafe Racer মোটর

৫.৬ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন একটি আইসি মোটরের সাথে দেখা মিলতে পারে ক্যাফে রেসারের।

Enigma Cafe Racer অন্যান্য স্পেসিফিকেশন

কোম্পানির তরফে জানানো হয়েছে, স্ট্যান্ডার্ড চার্জারের মাধ্যমে এর ব্যাটারিটিকে মাত্র ৩ ঘন্টায় ০ থেকে ৮০ শতাংশ চার্জ করা সম্ভব। এমনকি মাত্র চার ঘন্টায় এটি সম্পূর্ণ চার্জ হয়ে যাবে বলে দাবি করেছে এনিগমা।

Enigma Cafe Racer ওয়ারেন্টি

বাইকটির ব্যাটারির উপর পাঁচ বছরের ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানিটি। সাথে কিলোমিটারের পরিসীমার কথা উল্লেখ করেনি সংস্থাটি এবং টায়ারের উপর তিন বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে।

Enigma Cafe Racer বাইকটির দাম, লঞ্চের তারিখ এখনো জানায়নি নির্মাতা সংস্থাটি। তবে দিওয়ালির আগেই ভারতীয় বাজারে এর আত্মপ্রকাশ ঘটতে পারে বলে অনুমান করা হচ্ছে।