iPhone 14 সিরিজের প্রতিটি মডেলে 120Hz ProMotion ডিসপ্লে থাকবে, জানাল নতুন রিপোর্ট

গত বছরের সেপ্টেম্বরে লঞ্চ হওয়া Apple iPhone 13 সিরিজের iPhone 13 Pro ও iPhone 13 Pro Max ভ্যারিয়েন্টে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত এলটিপিও (LTPO) ডিসপ্লে সহযোগে এসেছিল। অন্য দিকে iPhone 13 ও iPhone 13 Mini প্রথাগত ৬০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে পেয়েছিল। তবে এখন লেটেস্ট রিপোর্ট থেকে জানা গিয়েছে, চলতি বছরে iPhone 14 সিরিজের প্রতিটি মডেলেই ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে ব্যবহার করা হবে।

ম্যাকরিউমারস’র রিপোর্ট অনুযায়ী, অ্যানালিস্ট জেফ পু’র মতে প্রতিটি iPhone 14 মডেলে ১২০ হার্টজ এলটিপিও প্রোমোশান (ProMotion) ডিসপ্লে থাকবে। উল্লেখ্য, অ্যান্ড্রয়েডে আমরা যেটা অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট নামে জানি, সেটাই অ্যাপলের ভাষায়, প্রোমোশান ডিসপ্লে। স্ক্রিনে কোন ধরনের কনটেন্ট দেখা হচ্ছে, এটি তার উপর নির্ভর করে রিফ্রেশ রেট ১০ হার্টজ থেকে ১২০ হার্টজে পরিবর্তন করে।

যেমন টেকগাপের ওয়েবসাইটে কনটেন্ট ১০ হার্টজ রিফ্রেশ রেটে ব্যবহারকারীরা দেখতে পারবেন। আবার গেম খেলার সময় রিফ্রেশ রেট বেড়ে হবে ১২০ হার্টজ। অর্থাৎ প্রয়োজন অনুযায়ী iPhone 14 সিরিজের রিফ্রেশ রেট বাড়বে-কমবে। আর তার ফলে ব্যাটারির সাশ্রয় হবে।

আবার জল্পনা শোনা যাচ্ছে যে, আপকামিং iPhone 14 Pro-এ চওড়া নচের পরিবর্তে পিল শেপের কাটআউট থাকবে। আবার টেকব্লগারদের একাংশ দাবি করছে, iPhone 14 Pro মডেলে দু’টো কাটআউট থাকবে। একটা পিল শেপের এবং অন্যটি পাঞ্চ-হোল। বলা হয়েছে, কাটআউটগুলি ফ্রন্ট ক্যামেরার পাশাপাশি ফেস আইডি সেন্সরগুলির জন্য। এছাড়া, iPhone 14 Pro-এ ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা দেখা যেতে পারে বলে অনুমান। যা আইফোনে এখনও পর্যন্ত সর্বাধিক রেজোলিউশনের ক্যামেরা।