EPFO: এই কাজ করলে সঞ্চিত অর্থ বেহাত হতে সময় লাগবে না, গ্রাহকদের সতর্ক করল ইপিএফও

ক্রমবর্ধমান অনলাইন জালিয়াতির ঘটনা থেকে বাঁচতে এবার নিজের মেম্বারদের সতর্ক করল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO (ইপিএফও)। সম্প্রতি বিশ্বের অন্যতম বড় এই সোশ্যাল সিকিউরিটি…

ক্রমবর্ধমান অনলাইন জালিয়াতির ঘটনা থেকে বাঁচতে এবার নিজের মেম্বারদের সতর্ক করল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO (ইপিএফও)। সম্প্রতি বিশ্বের অন্যতম বড় এই সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশনটি নিজের সদস্যদের EPF অ্যাকাউন্টের গুরুত্বপূর্ণ বিবরণ, ব্যক্তিগত বিবরণ (আধার কার্ড নম্বর, প্যান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ইত্যাদি) এবং ওটিপি কোড, ফোন কল বা অনলাইনে শেয়ার করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। মূলত ওটিপি স্ক্যাম এবং এই জাতীয় অন্যান্য অনলাইন কেলেঙ্কারি রুখতেই EPFO নয়া পদক্ষেপটি নিয়েছে; এক্ষেত্রে তারা নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে স্পষ্টভাবে জানিয়েছে যে, EPFO, কখনই তার সদস্যদের ব্যক্তিগত বিবরণ যেমন আধার, প্যান, ইউএএন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ওটিপি ফোনে বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে বলে না।

শুধু তাই নয়, উক্ত টুইটের সাথে ইপিএফও একটি ছবিও শেয়ার করেছে যাতে জালিয়াতদের থেকে সাবধানে (ALERT Beware of fraudsters!) থাকতে বলা হয়েছে। এমনকি তারা কোনো পরিষেবার জন্য মেম্বারদের টাকা জমা করতে (হোয়াটসঅ্যাপ/সোশ্যাল মিডিয়ার মাধ্যমে) বলে না বলেও ওই ছবির মাধ্যমে নিশ্চিত করেছে। পাশাপাশি সংস্থাটি পরামর্শ দিয়েছে যে মেম্বাররা কখনই যেন সন্দেহজনক কল বা মেসেজগুলিতে সাড়া না দেন এবং ব্যক্তিগত বিবরণ, ওটিপি জাতীয় তথ্য শেয়ার না করেন। সেক্ষেত্রে সংস্থা সম্পর্কিত কোনো অভিযোগ-প্রশ্ন থাকলে বা সন্দেহজনক কল/মেসেজগুলি রিপোর্ট করতে হলে আগ্রহীরা ইপিএফওর অফিসিয়াল ওয়েবসাইট (www.epfindia.gov.in)-এর দ্বারস্থ হতে পারেন।

তথ্য সুরক্ষিত রাখতে সাহায্য করবে DigiLocker

অনলাইন জালিয়াতি সম্পর্কে সাবধান করার পাশাপাশি, ইপিএফও নিজের মেম্বারদের নথিগুলি সুরক্ষিত করার জন্য ডিজিলকার (DigiLocker) ব্যবহার করার পরামর্শ দিয়েছে, যা আদতে একটি সুরক্ষিত ক্লাউড-ভিত্তিক সরকারী প্ল্যাটফর্ম। অবগতির জন্য বলি, অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ক্ষেত্রেই ডিজিলকারের সুবিধা অ্যাক্সেস করা যায়।

EPFO কি?

যারা জানেন না তাদের বলে রাখি, ইপিএফও ভারতে প্রফিডেন্ট ফান্ড (PF), পেনশন এবং ম্যান্ডেটরি লাইফ ইনসিওরেন্স জাতীয় বিষয়গুলি নিয়ন্ত্রণ ও পরিচালনা করে। ক্লায়েন্ট এবং আর্থিক লেনদেনের পরিসংখ্যানের ভিত্তিতে এটিকে বিশ্বের বৃহত্তম সামাজিক নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে রাখা হয়ে থাকে।