বাড়ি ও ব্যবসার জন্য Epson লঞ্চ করল নতুন স্ক্যানার, দাম মাত্র ৬,৯৯৯ টাকা

Epson ভারতে তাদের স্ক্যানার লাইনআপ ধীরে ধীরে সমৃদ্ধ করছে। সংস্থাটি আজ এদেশে লঞ্চ করেছে Epson Perfection V39II...
techgup 25 May 2023 5:21 PM IST

Epson ভারতে তাদের স্ক্যানার লাইনআপ ধীরে ধীরে সমৃদ্ধ করছে। সংস্থাটি আজ এদেশে লঞ্চ করেছে Epson Perfection V39II স্ক্যানার‌। এটি সাধারণ ডকুমেন্ট ও ফটো স্ক্যান করতে পারবে। Epson জানিয়েছে যে, এটি দুর্দান্ত স্ক্যানিং কোয়ালিটি সহ এসেছে।

সংস্থার তরফে বলা হয়েছে যে, V39II স্ক্যানার‌টি জায়গা বাঁচাবে এবং কাজে দ্রুততা আনবে। আর তাই এটি বাড়ি, অফিস বা ব্যবসার কাজে ব্যবহার করা যাবে।

Epson Perfection V39II স্ক্যানারের দাম ও লভ‌্যতা

ইপসন পারফেকশন সিরিজের এই নতুন স্ক্যানারের দাম রাখা হয়েছে ৬,৯৯৯ টাকা। এটি সমস্ত ইপসন পার্টনার স্টোর থেকে কেনা যাবে।

Epson Perfection V39II স্ক্যানারের বৈশিষ্ট্য

Epson Perfection V39II স্ক্যানারে রেডিস্ক্যান এলইডি টেকনোলজি বর্তমান, যা কোনো সময় নষ্ট না করে স্ক্যান শুরু করবে। পাশাপাশি এটি তাপ নিয়ন্ত্রণ ও কম বিদ্যুৎ খরচ করবে। আসা কম্পিউটারের সাথে কানেক্ট করার জন্য এতে রয়েছে ইউএসবি কানেক্টিভিটি। আর স্ক্যানারটি সহজে সেট আপ করা যাবে।

Show Full Article
Next Story