Euler Motors উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য দেশে 200 কোটি টাকা লগ্নির পরিকল্পনা করছে

তিন চাকার বিদ্যুৎচালিত বাণিজ্যিক গাড়ি তৈরির জন্য পরিচিত অয়লার মোটরস (Euler Motors)। ব্যাটারিতে চলে বলে জ্বালানি খরচ সামান্য৷ তাই সাম্প্রতিক সময়ে এই ধরনের কার্গো গাড়ির চাহিদা বৃদ্ধি প্রতক্ষ্য করছে তারা। চাহিদার সাথে যাতে যোগানের ভারসাম্য বজায় রাখা যায়, তা সুনিশ্চিত করতে এখন থেকেই পদক্ষেপ নিতে শুরু করল ওই স্টার্টআপ সংস্থা।

বর্তমানে দিল্লিতে অয়লার মোটরসের কর্পোরেট অফিস এবং গবেষণা ও উন্নয়ন কেন্দ্র একই ছাদের তলায় অবস্থিত। সেখানে এখন বছরে সর্বোচ্চ ৪,০০০টি গাড়ি তৈরি হয়। তবে ২০২৩ অর্থবর্ষের শেষে উৎপাদন ক্ষমতা বাড়িয়ে ৩৫,০০০ ইউনিট করার লক্ষ্য নিয়েছে তারা। এর জন্য এক বছর ধরে ২০০ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনায় অয়লার মোটরস।

উল্লেখ্য, সংস্থাটি গত বছরের অক্টবরে HiLoad EV মডেলের ইলেকট্রিক কার্গো থ্রি-হুইলার নিয়ে এসেছিল। তাদের দাবি, গাড়িটি ইতিমধ্যেই তুমুল জনপ্রিয় হয়েছে। অনেক প্রতিষ্ঠানই কিনতে আগ্রহ প্রকাশ করেছে। উৎপাদন ক্ষমতা বৃদ্ধির ফলে সংস্থার পক্ষে সময়ের মধ্যে গাড়ি ডেলিভারি দেওয়া সম্ভব হয়ে উঠবে। অয়লারের লক্ষ্য, ২০২৩-এর শেষে ৮,৫০০টি গাড়ি বিক্রি করা।

এই প্রসঙ্গে অয়লার মোটরসের কর্ণধার এবং সিইও সৌরভ কুমার বলেন, “HiLoad EV নিয়ে ভোক্তাদের প্রতিক্রিয়ায় আমরা খুশি। গাড়ির লোড ক্যাপাসিটি, পাওয়ার, এবং রেঞ্জ দুর্দান্ত হওয়ার কারণে রিটেল, ই-কমার্স প্রতিষ্ঠানগুলি আমাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে।”