বিনামূল্যে নাগরিকদের ট্রেনে বাসে চড়তে দেবে এই দেশের সরকার

বিনামূল্যে কোনো জিনিস পেতে কার না ভালো লাগে! আর তা যদি নিখরচায় গণপরিবহণের (free public transport) মত কোনো জিনিস, তবে তো কথাই নেই! হ্যাঁ সম্প্রতি ইউরোপের মাল্টা (Malta) দেশের জনগণ এই সুবিধা পাবে বলে জানা গেছে। সেদেশের অর্থমন্ত্রী ক্লাইড কারুয়ানা (Clyde Caruana) এমটাই ঘোষণা করেছেন। শুনতে অবাস্তব লাগলেও আগামী বছর থেকেই মাল্টা-তে সমগ্র গণপরিবহণের খরচ মুকুব করার কথা জানিয়েছে সেদেশের সরকার।

এখন প্রশ্ন উঠতেই পারে হঠাৎ এরকম সিদ্ধান্ত নেওয়ার কারণ কী? আসলে সে দেশের জনসংখ্যা এবং গাড়ির সংখ্যার পার্থক্য নেই বললেই চলে। ভূমধ্যসাগরের একটি বড় ব-দ্বীপে অবস্থিত ছোট্ট দেশটিতে ক্রমেই গাড়ির সংখ্যা বেড়ে চলেছে। সূত্রের খবর অনুযায়ী ৫ লক্ষের কিছু বেশি জনসংখ্যার দেশটিতে গাড়ির সংখ্যা ৪ লক্ষেরও অধিক। ফলে সেখানে ক্রমশ বেড়ে চলা পরিবেশ দূষণ কমাতে স্থানীয় মানুষ যাতে নিজেদের গাড়ির পরিবর্তে গণপরিবহণকে বিকল্প হিসেবে বেছে নেন তাই এই ঘোষণা বলে মনে করা হচ্ছে।

এ প্রসঙ্গে মাল্টার অর্থমন্ত্রী ক্লাইড জানিয়েছেন, আগামী বছর থেকেই এই সুবিধা চালু করা হবে দেশের মানুষের জন্য। তবে শর্তানুযায়ী সেখানকার ভ্রমণকারী বা বাসিন্দাদের এই সুবিধা পেতে অবশ্যই সেই দেশের একটি বৈধ ডকুমেন্ট থাকতে হবে। পাশাপাশি তিনি এও বলেছেন, “মাল্টার স্ট্যাটিসটিকস তথ্য অনুযায়ী, গত বছর সেপ্টেম্বরে ৫ লক্ষের সামান্য বেশি জনসংখ্যার দেশটিতে লাইসেন্সপ্রাপ্ত গাড়ির সংখ্যা ছিল ৪,০০,৫৮৬ টি।”

ক্লাইডের কথায়, গেলবার বাজেটে একাধিক ঘোষণার মধ্যে দেশের দৈনন্দিন জীবনযাপনের খরচ কমিয়ে আনার লক্ষ্যমাত্রার কথাও ঘোষণা করা হয়েছিল। সেটি বাস্তবায়নের জন্য মাশুলহীন গণপরিবহণের ঘোষণা হল একটি পদক্ষেপ। একই সাথে তিনি দেশের মানুষের কাছে বৈদ্যুতিক চালিত গাড়ির চাহিদা বাড়াতে বেশ কিছু সুযোগ-সুবিধা দেওয়ার কথাও জানিয়েছেন। এতদিন পর্যন্ত সেদেশে কেউ বৈদ্যুতিক গাড়ি কিনলে ইন্সেন্টিভ হিসেবে ৯,০০০ ইউরো দেওয়া হতো। কিন্তু এবার তা বাড়িয়ে এক লাফে ১৫,০০০ ইউরোর কথা ঘোষণা করা হয়েছে। এছাড়াও রয়েছে পাঁচ বছরের জন্য লাইসেন্স ফি মুকুব এবং কর ফেরত পাওয়ার মতো লোভনীয় অফার। পাশাপাশি আগামী তিন বছরের মধ্যে দেশে ১,২০০ টি চার্জিং স্টেশন তৈরীর লক্ষ্যমাত্রার কথাও জানানো হয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Electric Bike: এক চার্জে চলবে 250 কিমি, লঞ্চ হল দেশীয় প্রযুক্তির ইলেকট্রিক স্পোর্টস বাইক Prana 2.0

2021 সালে তামিলনাড়ুর সংস্থা Srivaru Motors তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছিল।…

26 mins ago

Vivo Y300 Pro: এই প্রথম ভিভোর ফোনে 6500mah ব্যাটারি, সঙ্গে স্পেশাল ফিচার্স

Vivo Y300 Pro ফোনটি খুব তাড়াতাড়ি বাজারে পা রাখতে চলেছে। ইতিমধ্যেই ফোনটির বিষয়ে নানা তথ্য…

35 mins ago

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

51 mins ago

Samsung এর এই ডিভাইস কেনার আগে দুবার ভাবুন, ব্যাটারি নষ্ট হলেও সরাই হবে না

Samsung একের পর এক নতুন নতুন প্রোডাক্ট বাজারে আনছে। সম্প্রতি সংস্থাটি Samsung Galaxy Ring নামে…

55 mins ago

Best smartphone under 20000: 20 হাজার টাকার মধ্যে ভালো ফোন 2024 লিস্ট

গত কয়েক বছরে স্মার্টফোনে অভূতপূর্ব বদল এসেছে। কারণ, স্মার্টফোনে একসময় সাধারণ এলসিডি স্ক্রিন, বেসিক ক্যামেরা…

2 hours ago

লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল Samsung Galaxy G Fold 6 Slim

Samsung Galaxy Z Fold 6 Slim ফোনটিকে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে স্যামসাং। তবে তার আগেই…

2 hours ago