স্মার্টফোনের পরিবর্তে ব্যবহার হবে এই ডিভাইস, প্রাক্তন Apple কর্মীর আবিষ্কারে হইচই

ট্রান্সলেশন এবং প্রজেকশন ফিচার যুক্ত নতুন ওয়্যারেবল ডিভাইস আনছে Humane

বৈজ্ঞানিক কল্পকাহিনী সিনেমায় আমরা এমন অনেক গ্যাজেট দেখে থাকি যেগুলির বাস্তবে কোনো অস্তিত্ব নেই। যেমন – মস্তিষ্কের সাথে সংযুক্ত চিপ, কানের পর্দায় লাগানো ট্রান্সলেটর যন্ত্র, হাতের তালুতে লুকানো ডিজিটাল ফোন সহ আরও অনেক কিছু। মানুষের মস্তিষ্ক প্রসূত এইসকল প্রযুক্তি ভাবনাগুলো দেখে একবার হলেও অন্তত মনে হয়, এমন কিছু যদি সত্যি ভবিষ্যতে উপলব্ধ হয় তাহলে কতই না ভালো হত। অথবা, এমন কোনো ওয়্যারেবল যদি আবিষ্কার হত যা দিয়ে মোবাইলে হাত না দিয়েই তা পরিচালনা করা যেত। যদিও বর্তমানের ওয়্যারেবল প্রযুক্তি আপাতত স্মার্টওয়াচ এবং রিস্টব্যান্ডের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু অতি সম্প্রতি এক প্রাক্তন অ্যাপল ডিজাইনার দ্বারা প্রতিষ্ঠিত Humane নামক প্রযুক্তি সংস্থা, একটি এমন প্রজেক্টেড স্ক্রিন সহ ‘কমবেজ-লাইক’ ওয়্যারেবল সামনে এনেছে যা স্মার্টফোনকে প্রতিস্থাপন করবে বলে দাবি করা হচ্ছে…

ট্রান্সলেশন এবং প্রজেকশন ফিচার যুক্ত নতুন ওয়্যারেবল ডিভাইস আনছে Humane

‘বেস্ট ইন ক্লাস’ প্রোডাক্ট ডেভেলপের জন্য টেক জায়ান্ট অ্যাপল (Apple) সর্বদাই সেরা প্রার্থীদের নিয়োগ করে থাকে। আর এমন কর্মচারীদের মধ্যে অন্যতম একজন হল ইমরান চৌধুরী (Imran Chaudhri)। এনার আরেকটা পরিচিতি হল, ইনি হিউম্যান টেক সংস্থার প্রতিষ্ঠাতা। ইমরান বহু বছর ধরে অ্যাপলের অধীনে একজন ডিজাইনার হিসেবে কাজ করেছেন। পরবর্তী সময়ে তিনি নিজস্ব একটি টেক সংস্থা গড়ে তোলেন, যা মূলত পরিধানযোগ্য বা ওয়্যারেবল প্রযুক্তির উপর ফোকাস করে বানানো হয়েছে। ইমরানের এই প্রচেষ্টার ফলস্বরূপ উক্ত সংস্থা নির্মিত প্রথম প্রোডাক্টটি সম্প্রতি আয়োজিত TED 2023 কনফারেন্স শো চলাকালীন উন্মোচন করা হয়।

ইমরান চৌধুরী TED 2023 শো -তে হিউম্যান সংস্থার অধীনে নির্মিত ওয়্যারেবল এআই প্রজেক্টর (wearable AI projector) সামনে আনেন, যা ইভেন্টটির অন্যতম আকর্ষণীয় প্রোডাক্ট হিসাবে উঠে এসেছে। ইমরান দ্বারা প্রোডাক্টের ডেমো দেওয়ার সময় আমাদের নজরে পড়েছে, ডিভাইসটিকে পোশাকের একটা অংশ হিসাবে প্রদর্শিত করা হয়েছে এবং এই এআই প্রজেক্টরের অনেকাংশ পোশাকের ভিতরেই লুকানো আছে। শুধুমাত্র – প্রজেকশন, ক্যামেরা এবং স্পিকার উন্মুক্ত অবস্থায় ছিল। এই উন্মুক্ত অংশটি ডিজাইনার এমব্লেম বা কল্পবিজ্ঞান চলচ্চিত্রে দেখতে পাওয়া লোগোও মতো দেখাচ্ছিল।

Humane -এর ডিভাইসটি কি সত্যি স্মার্টফোনকে প্রতিস্থাপন করবে?

ইভেন্টে প্রোডাক্ট ডেমো দেওয়ার সময়ে ইমরান চৌধুরীকে বলতে শোনা গেছে – “আপনাদের আর ফোন ব্যবহার করতে লাগবে না”। যদিও এই স্লোগান সম্পূর্ণরূপে সঠিক নয় বলেই আমাদের মনে হয়। কেননা ওয়্যারেবলটি মূলত প্রজেকশন ফিচারের সাথে এসেছে। ফলে এটি ব্যবহারকারীর হাতের তালু বা বিভিন্ন সারফেস ব্যবহার করে মোবাইলে আসা ছবিগুলি প্রতিফলিত / প্রদর্শন করে। তাই এই গ্যাজেটটি বাস্তব জীবনে কতটা ভালো পারফর্ম করবে তা এখনো আমাদের কাছে স্পষ্ট নয়। যদিও TED 2023 শো -তে এটির ডেমোস্ট্রেশন যথেষ্ট সফলভাবে সঞ্চালিত হয়েছিল। আরেকটি বিষয়েও প্রশ্ন না তুলে পারা যাচ্ছে না, ব্যবহারকারীরা তাদের AMOLED স্ক্রীন যুক্ত ফোনকে সবুজাভ প্রজেকশন ওয়্যারেবলের জন্য ট্রেড করতে আদৌ রাজি হবে কী?

যাইহোক, হিউম্যান টেক সংস্থা নির্মিত ওয়্যারেবলটি শুধুমাত্র এই একটি ফিচারের মধ্যেই সীমাবদ্ধ নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি প্রযুক্তি সমর্থিত এই ডিভাইসটি পর্যটন ক্ষেত্রে এবং পর্যটকদের জন্য যথেষ্ট সহায়ক প্রমাণিত হতে পারে। কেননা ইমরান চৌধুরী জানিয়েছেন, ব্যবহারকারী যা বলবেন তাই সাবলীলভাবে অনুবাদ করতে পারবে এই ওয়্যারেবল। তাই এই উদ্ভাবনী সলিউশনটি সেইসকল ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে সহায়ক হতে পারে যারা বিভিন্ন দেশে ট্যুর গাইড ছাড়াই ভ্রমণ করতে চান, কিন্তু ভাষার পার্থক্যের জন্য সমস্যায় পড়তে পারেন।

হিউম্যানের এই পণ্যটি ভবিষ্যতে হয়তো আরো বেশ কয়েকটি উল্লেখযোগ্য ফিচার অফার করবে। এক্ষেত্রে ওয়্যারেবল এআই প্রজেক্টরকে কতদিনের মধ্যে বাজারজাত করার পরিকল্পনা করা হচ্ছে বা এর বিক্রয় মূল্য কত থাকবে, সেই সংক্রান্ত কোনো তথ্য এই মুহূর্তে জানানো হয়নি।