পুরানো স্কুটার বদলে আজই বাড়ি নিয়ে আসুন Ampere এর ইলেকট্রিক স্কুটার

স্বল্প চলমান ব্যায় এবং রক্ষণাবেক্ষণের খরচ একদম কম বলে বৈদ্যুতিন বাইকের গ্রহণযোগ্যতা যে ধীরে ধীরে বাড়ছে তা অনুমেয়। তার ওপর অতীমারি পরিস্থিতিতে সংক্রমণের ভয়ে একশ্রেণীর মানুষ গণপরিবহনের পরিবর্তে ব্যক্তিগত যানবাহনেই বেশী সুরক্ষিত বোধ করছেন। ফলে নতুন ক্রেতা টানতে বৈদ্যুতিন টু-হুইলার নির্মাতারাও নানা অফার আনছে।

যেমন- গত জুনে Ether Energy চালু করেছিল টু-হুইলার এক্সচেঞ্জ প্রোগ্রাম৷ অর্থাং এই প্রোগ্রামে গ্রাহকেরা যে কোনো সংস্থার দুই-চাকার গাড়ি এনে Ether এর নতুন স্কুটারের সাথে বিনিময় করার সুযোগ পাবেন। এই এক্সচেঞ্জ প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে Ether হাত মিলিয়েছিল ওমনি চ্যানেল সেকেন্ড হ্যান্ড টু-হুইলার ব্রান্ড CredR এর সাথে।

এবার ভারতের আর এক ইলেকট্রিক টু-হুইলার ব্যান্ড Ampere Electric, CredR এর সাথে যৌথ উদ্যোগে চালু করলো একটি টু-হুইলার এক্সচেঞ্জ প্রোগ্রাম। Ether Energy এর মতো এই এক্সচেঞ্জ অফারে গ্রাহকরা তাদের পেট্রোল চালিত টু-হুইলারের বিনিময়ে Ampere এর বৈদ্যুতিন স্কুটার কেনার সুযোগ পাবেন।

এই এক্সচেঞ্জ প্রোগ্রামে গ্রাহককে তাদের ব্যবহৃত টু-হুইলারকে Ampere EV এর শোরুমে আনতে হবে। যেখানে সেটির ফিজিক্যাল ইন্সপেকশন এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের পর CredR এর প্রোপ্রিয়েটারি প্রাইসিং অ্যাপ্লিকেশানের মাধ্যমে টু-হুইলারটির একটি আনুমানিক মূল্য নির্ধারণ করা হবে। তারপর সমপরিমান টাকা Ampere এর যে স্কুটার গ্রাহক কিনতে চাইছেন তার মূল্য থেকে কেটে নেওয়া হবে৷ এরপর গ্রাহককে স্কুটার কেনার সময় শুধু সেই পরিবর্তিত দামটি দিতে হবে।

Ampere Electric এর প্রসঙ্গে আসলে সংস্থাটির স্বল্প গতি (সর্বোচ্চ গতি ২৫ কিমি/ঘন্টায় সীমাবদ্ধ) থেকে আরম্ভ করে উচ্চ গতির পাঁচটি স্কুটার বর্তমানে বাজারে উপলব্ধ৷ এগুলি হল, Zeal, Reo Elite, Reo এবং V48।  সংস্থাটি গত জুন মাসে ফ্ল্যাগশীপ স্কুটার Magnus Pro লঞ্চ করেছিল। এই স্কুটারটির বর্তমান দাম ৭৪,০৮৮ টাকা (এক্স-শোরুম)। স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ ৫৫ কিমি/ঘন্টা এবং এর ব্যাটারী একক চার্জে ৭০-৮০ কিমি পর্যন্ত চলতে পারে৷ এছাড়া কোম্পানীর সবচেয়ে সস্তা স্কুটারটি হল V48। এটি একটি স্বল্প গতির (২৫কিমি/ঘন্টা) স্কুটার এবং সিঙ্গেল চার্জে এর ব্যাটারীর রেঞ্জ ৪৫-৫০ কিমি৷ V48 এর এখন এক্স-শোরুম মূল্য ৩৪,৬৩৬ টাকা৷

Shuvro

ডিজিটাল সাংবাদিকতায় চার বছরের অভিজ্ঞতা শুভ্রর। প্রযুক্তি, বিশেষ করে স্মার্টফোন এবং অটোমোবাইল পছন্দের বিষয়। নির্ভুল ও তথ্যসমৃদ্ধ লেখা পাঠকদের সামনে উপস্থাপন করতে ভালবাসেন শুভ্র। বর্তমানে টেকগাপে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে কর্মরত তিনি।

Share
Published by
Shuvro

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 25 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স গেমের রিডিম কোড দেখুন

আপনি যদি Garena Free Fire-এর নিয়মিত প্লেয়ার হন, তাহলে ফ্রি ফায়ার ডায়মন্ডের গুরুত্ব নিশ্চয়ই জানেন।…

45 mins ago

Honor Magic V3: এত হালকা ও পাতলা ফোল্ডেবল ফোন‌ দেখেননি, তাসের ইমারতও ভেঙে পড়ছে না

অনার এর ফোল্ডেবল ফোন Honor Magic V3 বিশ্বব্যাপী লঞ্চের আগে বিশ্ব রেকর্ড করল। আসন্ন আইএফএ…

52 mins ago

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

3 hours ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

3 hours ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

4 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

4 hours ago