Excitel offering free amazon prime with cable cutter recharge plans

Excitel এর অবিশ্বাস্য অফার, বিনামূল্যে দেখতে পারবেন Amazon Prime

দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা Excitel-এর গ্রাহকদের জন্য রয়েছে একটি বিশেষ সুখবর। এখন Excitel-এর কেবল কাটার প্ল্যানের সাথে ব্যবহারকারীরা পেয়ে যাবেন Amazon Prime-এর সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে। অর্থাৎ Excitel-এর ব্যবহারকারীরা হাই স্পিড ব্রডব্যান্ড প্ল্যান-এর সাথে উপভোগ করতে পারবেন Prime Video।

Excitel জানিয়েছে, যে সকল গ্রাহকেরা কেবল কাটার প্ল্যান রিচার্জ করছেন তারা এখন ওটিটি সুবিধার সাথেই কোনো অতিরিক্ত খরচ ছাড়া Amazon Prime Lite ব্যবহার করার সুযোগ পাবেন। এছাড়া মনে রাখবেন Amazon Prime পরিষেবা ব্যবহারকারীরা Amazon থেকে কোনো প্রোডাক্ট কিনলে সেই দিনই ডেলিভারিও পেয়ে যাবেন। জানিয়ে রাখি, Amazon Prime ভিডিওর একটি বৃহৎ কনটেন্ট লাইব্রেরি রয়েছে। কাজেই Excitel-এর এই অফারটি যে ভীষণ আকর্ষণীয় তা বলার অপেক্ষা রাখে না।

Excitel-এর কেবল কাটার প্ল্যানটি আসলে কি ?

Excitel-এর এই কেবল কাটার প্ল্যানের সাথে ৩০০ এমবিপিএস স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যায়। আবার ৩০০ টির বেশি লাইভ টিভি চ্যানেল এবং ২২টির অধিক ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস পাওয়া যায়। এর মধ্যে ডিজনি প্লাস হটস্টার, সোনি লিভ, জি৫ এবং প্রাইম ভিডিওর মতো বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম তালিকাভুক্ত আছে।

আপনি যদি Excitel-এর ১২ মাসের জন্য কেবল কাটার প্ল্যান রিচার্জ করেন, তাহলে প্রতিমাসে আপনার খরচ হবে ৭১৯ টাকা। অথবা আপনি এটি ৩ মাস এবং ৬ মাসের জন্য রিচার্জ করতে পারেন। আর তবে জন্য প্রতি মাসে আপনাকে খরচ করতে হবে যথাক্রমে ১,১১৯ টাকা এবং ৭৬৯ টাকা। জানিয়ে রাখি, আপনি Excitel থেকে আইপিটিভি প্ল্যানও রিচার্জ করতে পারেন, যেটি ৪০০ এমবিপিএস ইন্টারনেট স্পিড অফার করে। আর ১২ মাসের জন্য এই প্ল্যানটি রিচার্জ করলে খরচ হবে প্রতি মাসে ৭৩৪ টাকা।

Excitel-এর কাছে আরো বেশ কিছু হাই স্পিড এবং সাশ্রয়ী ব্রডব্যান্ড প্ল্যান উপস্থিত। তবে, এগুলির সাথে কোনো ওটিটি সুবিধা অন্তর্ভুক্ত নেই। তাই আপনি যদি ওটিটি সুবিধাসহ ব্রডব্যান্ড প্ল্যান রিচার্জ করতে চান তাহলে Airtel, Jio, BSNL এবং ACT-এর মতো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের অফারগুলি দেখতে পারেন।