আর ফ্রি নয় Facebook, Instagram! কোম্পানি আনছে সাবস্ক্রিপশন প্ল্যান, পকেটে কতোটা টান পড়বে?

পরিষেবার শুরু থেকে এতদিন পর্যন্ত Facebook, Instagram-এর মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ফ্রি-তেই ব্যবহার করা যেত, ইন্টারনেটে কানেকশনের খরচটুকু ছাড়া ইউজারদের অতিরিক্ত কোনো টাকা ব্যয় করতে…

পরিষেবার শুরু থেকে এতদিন পর্যন্ত Facebook, Instagram-এর মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ফ্রি-তেই ব্যবহার করা যেত, ইন্টারনেটে কানেকশনের খরচটুকু ছাড়া ইউজারদের অতিরিক্ত কোনো টাকা ব্যয় করতে হতনা – তা সে কম্পিউটার থেকে ব্যবহার করা হোক বা মোবাইল থেকে। তবে মূল্যবৃদ্ধির এই জমানায় দাঁড়িয়ে, Meta কোম্পানির বিনামূল্য পরিষেবা নীতিতেও এবার বড় বদল আসতে চলেছে বলে মনে হচ্ছে। সম্প্রতি সংস্থাটি Facebook এবং Instagram-এর দেখভালের জন্য বিজ্ঞাপন দিয়ে টাকা উপার্জন করার সিদ্ধান্ত নিয়েছে। Meta-র ঘোষণা অনুযায়ী, তারা অতি শীঘ্রই Facebook, Instagram ব্যবহারকারীদের দুটি পরিষেবাতে সাবস্ক্রাইব করার অপশন দেবে। আর সাবস্ক্রিপশন ফি বাবদ খরচ করতে হবে মোটা টাকা। তবে, ভারতীয়দের বর্তমানে এই বিষয়ে দুশ্চিন্তার প্রয়োজন নেই। কেন একথা বলছি? আসুন তবে Meta-র পরিকল্পনা সম্পর্কে বিশদ জেনে নিই।

ফ্রি-তেই Facebook, Instagram ব্যবহার করতে পারবেন ভারতীয়রা

ইনস্টাগ্রাম, ফেসবুকে বিজ্ঞাপন দেখিয়ে চার্জ নেওয়ার এই পদক্ষেপটি মেটা নিজে থেকে নেয়নি। তাদের এই সিদ্ধান্তের কারণ ইউরোপীয় ইউনিয়নের (EU) চাপ, আর তাই এই নতুন নিয়ম শুধুমাত্র ইউরোপীয় ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে। সংস্থাটি একটি বিবৃতিতে বলেছে যে, নতুন ইউরোপীয় প্রবিধান মেনে চলার জন্য তারা ইইউ, ইইএ (EEA) এবং সুইজারল্যান্ডে একটি নতুন সাবস্ক্রিপশন মডেল চালু করতে চলেছে, যে কারণে নভেম্বর মাস থেকে এই অঞ্চলের ইউজারদের বিজ্ঞাপন দেখা বন্ধ করার জন্য সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিতে হবে৷ সোজা কথায় বললে, ভারতের বসবাসকারী ইউজাররা অতিরিক্ত কোনো টাকা খরচ না করেই এখন ফেসবুক বা ইনস্টাগ্রাম ফিড উপভোগ করতে পারবেন।

এক্ষেত্রে তারা চান বা না চান, তাদের ফিডে কন্টেন্টের সাথে বিজ্ঞাপন পরিবেশন করা চালিয়ে যাবে কোম্পানি। এর আগে, ফেসবুক এবং তাদের কর্ণধার মার্ক জুকারবার্গ বারবার জোর দিয়েছিলেন যে, বিনামূল্য পরিষেবায় বিশ্বাসী। তবে, যদি নতুন সাবস্ক্রিপশন প্ল্যানগুলি ইউরোপীয় ইউনিয়নে জনপ্রিয় বলে প্রমাণিত হয় এবং মেটা সেগুলিতে ব্যবসায়িক ইতিবাচকতা দেখতে পায়, তাহলে অনুরূপ অর্থপ্রদানের অপশন ভবিষ্যতে ভারতের জন্যও চালু করা হতে পারে বলে মনে হচ্ছে।

Facebook, Instagram-এর জন্য কত টাকা সাবস্ক্রিপশন চার্জ লাগবে?

বর্তমানে যারা ইউরোপে বা ইউরোপীয় ইউনিয়নের আওতাভুক্ত অঞ্চলে থাকেন, তাদের ফেসবুক বা ইনস্টাগ্রামে বিজ্ঞাপন-মুক্ত পরিষেবা পেতে হলে সাবস্ক্রিপশন ফি বাবদ ওয়েব ব্রাউজারের জন্য ৯.৯৯ ইউরো এবং অ্যাপের (iOS বা Android) জন্য ১২.৯৯ ইউরো টাকা খরচ করতে হবে। ভারতীয় মূল্যে এই পরিসংখ্যান ৮৮০ থেকে ১,১৫০ টাকার কাছাকাছি।