Reliance Jio ও Facebook ভারতে ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে সাহায্য করবে

কিছুমাস আগেই সোশ্যাল মিডিয়া জায়ান্ট Facebook এর সাথে হাত মিলিয়েছিল Reliance Jio। রিপোর্ট অনুযায়ী, ফেসবুক ৪৩,৫৭৪ কোটি টাকার বিনিময়ে জিও’র ৯.৯ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে। জিও প্ল্যাটফর্মে মার্ক জুকারবার্গের এই বিশাল অঙ্ক বিনিয়োগের পর এবার প্রতিষ্ঠানদুটি যৌথভাবে ভারতের ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে (Small and Midsize Business বা সংক্ষেপে SMB) সাহায্যের কথা ঘোষণা করলো। সম্প্রতি প্রথম ফেসবুক ফুয়েল ফর ইন্ডিয়া ২০২০ ইভেন্টে (Facebook Fuel for India 2020) সংস্থা দুটির পক্ষ থেকে এই ঘোষণা করা হয়। এর ফলে ৬০ মিলিয়নের বেশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী উপকৃত হবেন বলে তাদের পক্ষ থেকে দাবী করা হয়েছে। একইসাথে ফেসবুক সিইও ভারতে Whatsapp Pay পরিষেবাটি নিয়ে তাদের আগামী ভাবনার কথাও জানিয়েছেন।

প্রথম ফেসবুক ফুয়েল সামিট, ২০২০ -তে দাঁড়িয়ে ফেসবুক সিইও জুকারবার্গের গলায় আত্মপ্রত্যয়ের সুর শোনা গেছে। তিনি বলেছেন, ” ফেসবুকের মাধ্যমে আমরা অজস্র ছোটো এবং মাঝারি ব্যবসায়ীদের সাহায্য করে থাকি। বর্তমানে সারা দেশের প্রায় ৬০ মিলিয়ন মানুষ তাদের ব্যবসা ও জীবিকার জন্য আমাদের উপরে নির্ভরশীল। এই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা সকলেই রিলায়েন্স জিও’র সাথে আমাদের চুক্তির বৃহত্তর অংশীদার।”

জুকারবার্গ আরো জানান, এই চুক্তির ফলে Jio এবং Facebook বিভিন্ন এসএমবি গুলির উন্নতিকল্পেও কাজ করবে, তাদের ব্যবসাকে প্রদান করবে বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় যাবতীয় সাহায্য। বিশেষত কোভিড-১৯ অতিমারির সময়কালে এই ছোটো ও মাঝারি মাপের ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সংক্রমণ এবং লকডাউনের জন্য এদের অনেকেই অনলাইনে বেচা-কেনা চালিয়ে যেতে বাধ্য হয়েছেন। ফলে এই মুহূর্তে তাদের সব থেকে বেশি সাহায্যের প্রয়োজন।

এদিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি জানিয়েছেন, “আমাদের (Jio এবং ফেসবুক) অংশীদারিত্বের মাধ্যমে আমরা ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের ডিজিটাল উপায়ে ব্যবসা চালিয়ে যেতে সাহায্য প্রদান করব। সেক্ষেত্রে এই দুটি প্রতিষ্ঠান গ্রাহক এবং উদ্যোক্তাদের জন্য ভ্যালু ক্রিয়েশন প্ল্যাটফর্মে পরিণত হবে।”

এছাড়া ফেসবুক ফুয়েল সামিট ইভেন্টে ভারতীয় উদ্যোগপতিদের অসাধারণ দূরদৃষ্টির প্রশংসা করা হয়েছে। এক্ষেত্রে ফেসবুক সিইও জুকারবার্গ ভারতকে ‘স্পেশাল কান্ট্রি’ আখ্যা দিয়েছেন। ভারতের বিশাল বাজারের গুরুত্ব বুঝতে পেরেই ফেসবুক সিইও এদেশে তাদের Whatsapp Pay পরিষেবাটি ব্যাপক পরিমাণে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আশাবাদী। জানিয়ে রাখি সম্প্রতি হোয়াটসঅ্যাপ পে ভারতের জাতীয় পেমেন্টস কর্পোরেশন বা NPCI -এর অনুমোদন লাভ করেছে। এর পরেই তারা প্রায় ৪০০ মিলিয়ন ইউজারের জন্য এই পরিষেবা রোল-আউট করা শুরু করেছে।

” গত মাসেই আমরা ভারতে Whatsapp Payment পরিষেবাটিকে লঞ্চ করি। এর মাধ্যমে আপনি খুব সহজে নিজের বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন এবং অন্যান্যদের টাকা পাঠাতে পারবেন। এর ইউপিআই সিস্টেমটি ভারতে তৈরী হয়েছে। ফলে অর্থ আদান-প্রদানের ব্যাপারটি এখানে মেসেজ পাঠানোর মতো সোজা এবং নির্ঝঞ্ঝাট হবে। ” – ফেসবুক প্রধান জুকারবার্গ খুব জোরের সঙ্গেই এই দাবী করেছেন।