Messenger ইউজাররা পাবেন Vanish Mode, Split Payment জাতীয় ফিচার; নয়া আপডেট আনল Meta

এবার Facebook Messenger (ফেসবুক মেসেঞ্জার) অ্যাপের জন্য একটি আকর্ষণীয় আপডেট নিয়ে হাজির হল সোশ্যাল মিডিয়া জায়ান্ট Meta (মেটা)। সংস্থার মতে, এই আপডেটের পর ইউজাররা স্প্লিট পেমেন্ট (Split Payment) এবং ভ্যানিশ মোডের (Vanish Mode) মত বহু প্রতীক্ষিত ফিচারগুলি ব্যবহার করতে পারবেন। এছাড়া Messenger-এর অডিও মেসেজের ক্ষেত্রেও কিছু পরিবর্তন দেখা যাবে বলে জানা গেছে। উল্লেখ্য, Meta ঘোষিত এই ফিচারগুলি প্রাথমিকভাবে মার্কিন আইওএস বা অ্যান্ড্রয়েড ফোন ইউজারদের জন্য উপলব্ধ হবে। আসুন এখন এগুলির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

স্প্লিট পেমেন্ট (Split Payment) ফিচার

নাম অনুসারে, এই ফিচারটি ইউজারদের অর্থপ্রদান বা ট্রানজাকশনকে ভাগ বা স্প্লিট করার সুবিধা দেবে। এক্ষেত্রে বৈশিষ্ট্যটি ব্যবহার করার জন্য, ইউজারদের গ্রুপ চ্যাটের ‘+’ আইকনে ক্লিক করতে হবে এবং পেমেন্ট ট্যাবটি সিলেক্ট করতে হবে৷ এখান থেকে ব্যবহারকারীরা তাদের বিল সমানভাবে ভাগ করতে পারেন বা প্রতিটি ব্যক্তির পাওনার পরিমাণ কাস্টমাইজ করতে পারেন। এছাড়াও এখানে তারা একটি ব্যক্তিগতকৃত মেসেজ লিখতে পারবেন।

ভ্যানিশ মোড (Vanish Mode) ফিচার

এবার মেসেঞ্জারে পাবেন হোয়াটসঅ্যাপের মতো ভয়েস নোট অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাওয়ার সুবিধা। এতে নির্দিষ্ট সময় পর মেসেজ ডিলিট হয়ে যাবে। এই মোড চালু করতে, আপনার মোবাইল ডিভাইসে একটি বিদ্যমান চ্যাট থ্রেড খুলুন এবং উপরে সোয়াইপ করুন। দ্বিতীয়বার সোয়াইপ করলে আপনি রেগুলার বা নিয়মিত চ্যাটে ফিরে আসবেন।

ভয়েস মেসেজ (Voice Messege)

মেসেঞ্জার শীঘ্রই ব্যবহারকারীদের ভয়েস মেসেজ পাঠানোর আগে পজ, প্রিভিউ, রেকর্ড ডিলিট বা রেকর্ডিং চালিয়ে যাওয়ার বিকল্প দেবে। তবে এখন এটি ভয়েস মেসেজের সময়কাল এক মিনিট থেকে বাড়িয়ে ৩০ মিনিট করেছে। এর ফলে এখন দীর্ঘ সময় ধরে ভয়েস মেসেজ রেকর্ড করা যাবে।