Vodafone Idea-র এই প্ল‌্যানের কাছে হার মানবে Reliance Jio ও Airtel, রয়েছে আনলিমিটেড কল ও ডেটার সুবিধা

দেশের অন্যতম টেলিকম অপারেটর Vodafone Idea -র বর্তমানে আর্থিক সংকটের সাথে লড়াই করার খবর প্রায় কারোরই অজানা নয়। তা সত্ত্বেও সংস্থাটি এখনো প্রত্যেকটি সার্কেলে তাদের প্ল্যানগুলি চালু রেখেছে। শুধু তাই নয়, কর্ণাটকে 3G নেটওয়ার্ককে 4G নেটওয়ার্কে আপগ্রেড করার বা অতিরিক্ত বেনিফিট যুক্ত প্রিপেইড প্ল্যান নিয়ে আসার মতো কাজগুলি কিন্তু এখনো চলমান রেখেছে Vodafone Idea। এমনকি সংস্থার পোর্টফোলিওতে ৫৫৫ টাকার এমন একটি বিশেষ প্ল্যান আছে, যা বেনিফিটের নিরিখে Airtel এবং Reliance Jio সংস্থা দ্বারা লঞ্চ করা প্রিপেইড প্যাককেও হার মানাবে। আজ আমরা এই প্রতিবেদনে এই তিনটি শীর্ষস্থানীয় দেশীয় টেলিকম সংস্থার ৬০০ টাকার নীচে উপলব্ধ প্ল্যানের বেনিফিট সম্পর্কে জানাবো এবং পাশাপাশি এগুলির তুলনাও করবো।

Vodafone Idea বনাম Reliance Jio বনাম Airtel প্রিপেইড প্ল্যান

Vodafone Idea -এর ৫৫৫ টাকার প্রিপেইড প্যাক

ভোডাফোন আইডিয়ার ৫৫৫ টাকার প্রিপেইড প্ল্যানের বৈধতা ৭৭ দিন। ইউজাররা এই প্ল্যানে দৈনিক ১.৫ জিবি হাই-স্পিড ডেটার হিসেবে, বৈধতাসীমা পর্যন্ত মোট ১১৫.৫ জিবি ডেটা ব্যাবহার করতে পারবেন। একই সাথে, দৈনিক ১০০টি ফ্রি এসএমএস এবং যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং করার সুবিধা পাওয়া যাবে। অতিরিক্ত বেনিফিটের মধ্যে, ‘অল নাইট ডেটা’ এবং ‘উইকএন্ড ডেটা রোলওভার’ -এর সুবিধা প্রদান করবে সংস্থা। জানিয়ে দিই, প্রথম অফারে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ধার্য ডেটা খরচ না করেই ইন্টারনেট ব্রাউজ করা যাবে এবং দ্বিতীয় অফারে সারা সপ্তাহের অব্যবহৃত ডেটাকে শনিবার ও রবিবার ব্যবহার করা যাবে। এছাড়া, প্ল্যানটিতে ভিআই মুভি অ্যান্ড মুভি অ্যাপের ফ্রি অ্যাক্সেসও অফার করা হবে।

Reliance Jio -এর ৫৫৫ টাকার প্রিপেইড প্যাক

রিলায়েন্স জিওর ৫৫৫ টাকার প্রিপেইড প্ল্যানের বৈধতা ৮৪ দিন। এই প্ল্যানে, দৈনিক ১০০টি ফ্রি এসএমএস এবং যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা দেওয়া হবে ইউজারদের। সাথে নেট ব্রাউজ করার জন্য প্রত্যহ ১.৫ জিবি ডেটার হিসাবে মোট ১২৬ জিবি ডেটা অফার করা হবে। যদিও, নির্ধারিত ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে ৬৪Kbps হয়ে যাবে। অতিরিক্ত বেনিফিটের মধ্যে, JioTV, JioCinema, JioNews, JioSecurity এবং JioCloud অ্যাপের ফ্রি অ্যাক্সেস পাওয়া যাবে।

Airtel -এর ৫৯৮ টাকার প্রিপেইড প্যাক

৬০০ টাকার নিচে এয়ারটেল দুটি প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে। যার মধ্যে, ৫৯৮ টাকার প্রিপেইড প্যাকের মেয়াদ ৮৪ দিন। এই প্ল্যানে দৈনিক ১.৫ জিবি ডেটা, ১০০টি এসএমএস এবং যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা থাকছে। তবে রোজকার নির্ধারিত ডেটা লিমিট শেষ হয়ে গেলে, ইন্টারনেট স্পিড কমে ৬৪Kbps হয়ে যাবে। এছাড়া, অতিরিক্ত বেনিফিট হিসাবে, Amazon Prime Mobile Edition, Apollo 24/7 Circle, Upskill with Shaw Academy-র সাবস্ক্রিপশন পাওয়া যাবে। একই সাথে, FASTag -এ ১০০ টাকার ক্যাশব্যাকও দেওয়া হবে।

Airtel -এর ৫৫৮ টাকার প্রিপেইড প্যাক

এই প্ল্যানের বৈধতা ৫৬ দিন। এয়ারটেল, ৫৫৮ টাকার বিনিময়ে গ্রাহকদের, দৈনিক ৩ জিবি ডেটা, ১০০টি ফ্রি এসএমএস এবং যেকোনো নেটওয়ার্কে ভয়েস কল করার সুবিধা প্রদান করবে। তবে, নির্ধারিত ডেটা লিমিট শেষ হয়ে গেলেই ইন্টারনেট স্পিড কমে ৬৪ Kbps হয়ে যাবে।

সুতরাং, বেসিক ও অতিরিক্ত বেনিফিটের তুলনা করার পর দেখা যাচ্ছে, ‘অল নাইট ডেটা’ ও ‘উইকেন্ড ডেটা রোলওভার’ এর কারণে ভোডাফোন আইডিয়ার প্ল্যানটি অধিক লাভজনক। যদিও ভ্যালিডিটির দিক থেকে রিলায়েন্স জিও কিছুটা এগিয়ে আছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন