ফেসবুক মেসেঞ্জারে আসছে দুর্দান্ত ফিচার, দেখতে পাবেন অন্যের ফোনের স্ক্রিন

বর্তমানে করোনা ভাইরাস এর কারনে সব মানুষ বাড়িতে থাকা পছন্দ করছেন। কিন্তু পরিবার-পরিজনের সাথে অথবা বন্ধুদের সাথে যোগাযোগ রাখা অত্যন্ত প্রয়োজন। এই কারণে সবাই সাহায্য নিচ্ছেন ভিডিও কলের। Zoom, Google Meet এর পাশাপাশি ফেসবুকের অত্যন্ত জনপ্রিয় অ্যাপ্লিকেশন Messenger আপনাকে ভিডিও কল করার সুবিধা দিয়ে থাকে। যারা Facebook মেসেঞ্জারে ভিডিও কল ব্যবহার করেন, তাদের জন্য রয়েছে একটি সুখবর। আর কিছুদিনের মধ্যেই Facebook নিয়ে আসতে চলেছে Messenger প্ল্যাটফর্মে একটি নতুন ফিচার।

এবার থেকে ফেসবুক মেসেঞ্জারেও আপনারা ব্যবহার করতে পারবেন স্ক্রীন শেয়ারিং। আর কিছুদিনের মধ্যেই ফেসবুক এই ফিচার নিয়ে আসবে। যার পরে আপনি আপনার স্ক্রিন অন্যের সাথে শেয়ার করতে পারবেন। আপনারা যদি আপনার অ্যান্ড্রয়েড অথবা আইওএস ডিভাইসে কোনো মেসেঞ্জার রুমে যুক্ত থাকেন তাহলেও আপনারা এই ফিচার ব্যবহার করতে পারবেন।

কি এই স্ক্রিন শেয়ার ফিচার:

এই ফিচারের মাধ্যমে একটি ভিডিও কল চলাকালীন আপনারা নিজেদের স্ক্রিন শেয়ার করতে পারবেন অন্যদের সাথে। আপনি যদি কোন একজন ব্যক্তির সাথে ভিডিও কল করেন তাহলে এই ফিচার ভালোভাবে কাজ করবে। তবে গ্রুপ ভিডিও কলে যদি স্ক্রীন শেয়ারিং করতে চান তাহলে আপনার ভিডিও কলে সর্বাধিক ৮ জনের বেশি থাকা যাবে না।

আপনারা ভিডিও কল চলাকালীন আপনার ফোনের গ্যালারি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, অথবা বিভিন্ন সার্চ ইঞ্জিনে সার্চ করতে পারবেন। সবথেকে আশ্চর্যের বিষয় হলো, যারা আপনার সাথে ভিডিও কলে যুক্ত রয়েছে তারা সেই সময় আপনি আপনার মোবাইল স্ক্রিনে যা যা করছেন তা দেখতে পাবে।

কিভাবে ফেসবুক মেসেঞ্জার রুম থেকে ভিডিও কলের সময় স্ক্রিন শেয়ার করবেন:

প্রথমে আপনাকে আপনার মেসেঞ্জার অ্যাপ্লিকেশন চালু করতে হবে এবং একটি ভিডিও কল শুরু করতে হবে।

তারপর আপনি আপনার স্ক্রিনের নিচের ট্যাবটি উপরে তুলুন।

এখানে আপনি একটি অপশন পাবেন ‘ শেয়ার ইওর স্ক্রীন ‘

এই অপশনে ট্যাপ করলেই আপনার স্ক্রীন শেয়ারিং শুরু হয়ে যাবে।