Facebook থেকে উত্থান Meta-র! নতুন স্বীকৃতি পেল Whatsapp, Instagram সহ সমস্ত অ্যাপ

গত সপ্তাহে Facebook (ফেসবুক) কোম্পানির নাম পরিবর্তিত হওয়ার পর জল বহুদূর গড়িয়েছে! একদিকে খবরে এই নামবদলের বিষয়টি নিয়ে নানাবিধ বিশ্লেষণ চলছে, তো অন্যদিকে সোশ্যাল মিডিয়া…

গত সপ্তাহে Facebook (ফেসবুক) কোম্পানির নাম পরিবর্তিত হওয়ার পর জল বহুদূর গড়িয়েছে! একদিকে খবরে এই নামবদলের বিষয়টি নিয়ে নানাবিধ বিশ্লেষণ চলছে, তো অন্যদিকে সোশ্যাল মিডিয়া জায়ান্টটি ‘Metaverse’ (মেটাভার্স), ভার্চুয়াল দুনিয়া এনে নিজের ব্যবসা এবং বিনিয়োগ আরো বাড়ানোর চেষ্টা করছে। যদিও এতদিন সংস্থার কোনো অ্যাপ্লিকেশনে নতুন ব্র্যান্ডিং লক্ষ্য করা যায়নি। তবে Facebook থেকে Meta হয়ে ওঠার এই যাত্রার পরবর্তী পদক্ষেপ হিসেবে এখন Messenger, WhatsApp, Instagram এবং কোম্পানির অন্যান্য অ্যাপগুলিতে (অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ভার্সনেই) নতুন ‘Meta’ (মেটা) ব্র্যান্ডিং প্রদর্শন করা শুরু করল জুকারবার্গের সংস্থাটি।

গতসপ্তাহেই WhatsApp-এর অ্যান্ড্রয়েড ও আইওএস বিটা সংস্করণগুলিতে পরীক্ষামূলক ভাবে ‘Meta’ (মেটা) ব্র্যান্ডিং দেখানো শুরু হয়। তবে এখন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটির পাশাপাশি অন্যান্য ডিজিটাল অ্যাপগুলির স্প্ল্যাশ স্ক্রিনে এই পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। তাই এখন এগুলির ইউজাররা, অ্যাপ্লিকেশন খোলার সময় ‘From Meta’ (ফ্রম মেটা) কথাটি দেখতে পাবেন। যদিও রিব্র্যান্ডিংয়ের ফলে ফেসবুক অ্যাপে কোনো পরিবর্তন আসবে কিনা তা এখনো স্পষ্ট নয়।

Facebook, WhatsApp, Messenger অ্যাপে দেখা যাচ্ছে Meta ব্র্যান্ডিং

পাঠকদের মনে করিয়ে দিই, ২০১৯ সালে অর্থাৎ দু বছর আগে ফেসবুক (এখন মেটা), হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম অ্যাপে তার নেটিভ ব্র্যান্ডিং দেখাতে শুরু করে। মূলত দুটি প্ল্যাটফর্মের মালিকানা হাইলাইট করার জন্যই সংস্থাটি এই পদক্ষেপ নেয়। কিন্তু এখন ফেসবুক কোম্পানির নাম পরিবর্তনের জেরে হোয়াটসঅ্যাপ প্রধান, উইল ক্যাথকার্ট তাদের মেসেজিং অ্যাপে নতুন ব্র্যান্ডিং প্রদর্শনের ঘোষণা করেছেন। তাঁর মতে এই ব্র্যান্ডিং আপডেট সোশ্যাল মিডিয়া সাইটটিকে বিশেষ স্বীকৃতি দেবে এবং এগুলির ব্যবহারিক ব্যাখ্যা সহজ করে তুলবে।

Metaverse ইন্টারনেট মাধ্যমে যোগাযোগ আরো উন্নত করে তুলবে

মেটাভার্স বা এই অগমেন্টেড রিয়েলিটি (AR) এবং ভার্চুয়াল রিয়েলিটি (VR) প্রযুক্তি নিয়ে কয়েক বছর কাজ করার পর ফেসবুক তার নতুন নাম কার্যকরী করার সিদ্ধান্ত নেয়। সংস্থার সিইও মার্ক জুকারবার্গ একটি বিবৃতিতে বলেছেন যে, নতুন মেটা ব্র্যান্ডিং আদতে মেটাভার্স কে প্রোমোট করবে এবং এতে (মেটাভার্স) ইন্টারনেট তথা সোশ্যাল মিডিয়া ইউজাররা একে অপরের সাথে আরো উন্নতভাবে যোগাযোগ করতে সক্ষম হবেন।