এই WhatsApp ভিডিও দেখলেই হ্যাক হবে ফোন, জেনে নিন আসল সত্যি

হাজার বিধি-নিষেধ থাকা সত্ত্বেও, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে প্রায়ই নানা ধরণের ভুয়ো খবর ভাইরাল হয়। সাত-পাঁচ না ভেবে অনেক ইউজারই সেগুলি বিশ্বাস করে ফেলেন। সম্প্রতি ইনস্ট্যান্ট…

হাজার বিধি-নিষেধ থাকা সত্ত্বেও, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে প্রায়ই নানা ধরণের ভুয়ো খবর ভাইরাল হয়। সাত-পাঁচ না ভেবে অনেক ইউজারই সেগুলি বিশ্বাস করে ফেলেন। সম্প্রতি ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস WhatsApp-এ এমনই একটি মেসেজ ভাইরাল হয়েছে, যেখানে বলা হচ্ছে WhatsApp-এ একটি নির্দিষ্ট ভিডিও দেখলে ইউজারের অ্যান্ড্রয়েড ডিভাইস বা আইফোন মাত্র ১০ সেকেন্ডের মধ্যে হ্যাক হয়ে যাবে। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে এই মেসেজটি ব্যাপকভাবে শেয়ার হচ্ছে, স্বাভাবিকভাবেই অনেক ইউজার এতে আতঙ্কিত হচ্ছেন।

ব্রিটিশ ফ্যাক্ট চেকিং এজেন্সি Full Fact জানিয়েছে, ভাইরাল মেসেজটিতে লেখা আছে – ভারতে করোনা ভাইরাসের প্রকোপ কীভাবে হ্রাস পাচ্ছে সেই বিষয়ে হোয়াটসঅ্যাপে একটি ভিডিও শেয়ার করা হচ্ছে। ভিডিওটির নাম ‘India is doing it’, এটি ওপেন করার ১০ সেকেন্ডের মধ্যে হ্যাক হয়ে যাবে ইউজারের ডিভাইস। তাই ভিডিওটি এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে ওই মেসেজে।

এই মেসেজটির শেষে বলা হয়েছে যে এই ‘সতর্কতা’ আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন। শুধু তাই নয়, এই ভিডিওটি টিভিতেও দেখানো হচ্ছে – এমন দাবিও করা হয়েছে ওই মেসেজে। তবে আমরা আপনাকে জানিয়ে রাখি এটি একটি ভুয়ো মেসেজ। ফ্যাক্ট চেকিং সার্ভিস Boom এই মেসেজের কোনো সত্যতা খুঁজে পায়নি। তারা জানিয়েছে, একইরকম একটি মেসেজ চলতি বছরের শুরুর দিকে ভাইরাল হয়েছিল, তবে সেই সময় ভারতের বদলে আর্জেন্টিনায় এটি শেয়ার হয়েছিল। কোনো ভিডিও থেকে হ্যাকিং হয়েছে বা হচ্ছে, তার প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

ইউজারদের এই সমস্ত মেসেজগুলি এড়িয়ে যেতে পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো মেসেজের বার্তার সত্যতা না জেনে সেটি ফরওয়ার্ড করা বা শেয়ার না করাই ভালো। কারণ বেশিরভাগ সময় এই জাতীয় মেসেজগুলিকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তৈরি করা হয়। এক্ষেত্রে কোনো মেসেজ সত্যি বা মিথ্যা কিনা তা জানতে, গুগলে সার্চ করে দেখতে পারেন। অযথা আতঙ্কিত হবেন না এবং গুজব ছড়াবেন না!