110 কিমি মাইলেজ সহ আকর্ষণীয় স্টাইলের ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল RunR Mobility

গুজরাতের ইলেকট্রিক ভেহিকেল স্টার্টআপ রানার মোবিলিটি (RunR Mobility) ভারতে একটি নতুন ব্যাটারি চালিত স্কুটার লঞ্চ করল। যার নাম – RunR HS EV। নয়া মডেলটির দাম ১.২৫ লক্ষ টাকা (ভর্তুকি ছাড়া এক্স-শোরুম) থেকে ১.৩০ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। স্কুটারটিতে দেওয়া হয়েছে একটি ৬০ ভোল্ট ৪০ অ্যাম্পিয়ার আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি। সম্পূর্ণ চার্জে যা থেকে ১১০ কিলোমিটার রেঞ্জ দেবে বলে দাবি করা হয়েছে।

RunR HS EV লঞ্চ হল ভিরতে

নতুন RunR HS EV পাঁচটি রঙের বিকল্পে এসেছে – সাদা, কালো, ধূসর, লাল, সবুজ। এতে দেওয়া হয়েছে অ্যালয় হুইল, লুমিনাস এলইডি টেললাইট, অ্যান্টি থেফ্ট অ্যালার্ম, ডিভাইস লোকেটর এবং ডিজিটাল ক্লাস্টার। এর বিএমএস বা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম ব্যাটারি চেঞ্জিং টেকনোলজি ফিচার যুক্ত। এটি ব্যবহারকারীকে রিয়েল টাইম ব্যাটারির তথ্য দিয়ে সাহায্য করবে। ঘন্টা প্রতি সর্বোচ্চ গতিবেগ ৭০ কিলোমিটার।

রানার মোবিলিটি সম্প্রতি ইভি সুপার স্টোর চেইন ‘ইলেকট্রিক ওয়ান এনার্জি’ (Electric One Energy)-র সাথে গাঁটছড়া বেঁধেছে। সংস্থাটি গুজরাতে RunR HS EV বিক্রির দায়িত্ব পালন করবে। বর্তমানে এদেশে তাদের ১০০-র বেশি ডিলার রয়েছে। এই জোটের উল্লেখযোগ্য উদ্দেশ্য হল ক্রেতাদের ই-স্কুটার ক্রয়ের পরবর্তী পরিষেবা প্রদান করা।

আবার আফটার-সেলস সার্ভিসের জন্য রানার মবিলিটি, রেডিঅ্যাসিস্ট (ReadyAssist)-এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে। এটি একটি রোডসাইড অ্যাসিস্ট্যান্স ফার্ম। আবার রানার মোবিলিটির B2B বা ক্ষেত্রে ব্যবহৃত টু-হুইলারের গ্রাহকদের বিক্রির পরবর্তী রক্ষণাবেক্ষণের পরিষেবা দেওয়ার প্ল্যান আনা হবে।