ইন্টারনেট আর্কাইভে যুক্ত হচ্ছে ফ্যাক্ট চেকিং ফিচার, ব্যানারে ক্লিক করলে জানা যাবে আসল সত্যি

মানুষের হাতে ডিজিটাল অ্যাক্সেস যেমন এসেছে সেই সঙ্গে বেড়েছে রাজনৈতিক উদ্দেশ্য বা নিজের স্বার্থ চরিতার্থ করতে ফেক নিউজ বা ভুয়ো খবরের প্রচার। ফলে এই ভুয়ো এবং বিভ্রান্তিকর খবরের রমরমা আটকাতে এগিয়ে এসেছে বহু ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন। এমনকি এই ফ্যাক্ট চেকিং পার্টনারদের সাথে হাত মিলিয়ে টুইটার বা ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়াতেও মিথ্যা খবরযুক্ত ওয়েব পেজে যোগ করা হচ্ছে ফ্যাক্ট চেকিং লেবেল।

Engadget কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুসারে, এবার একই পন্থা অবলম্বন করবে ইন্টারনেট আর্কাইভ দ্বারা পরিচালিত ইন্টারনেটের বৃহত্তম রিপোসিটোরি “ওয়েব্যাক মেশিন” (Wayback Machine)৷ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, “কোনো সাইট থেকে ওয়েব পেজ রিমুভ করার কারণ ব্যাখ্যা করতে ইন্টারনেট আর্কাইভ ওয়েব্যাক মেশিনের আর্কাইভ পেজগুলিতে ফ্যাক্ট চেক এবং সেইসঙ্গে তার কনটেক্সট যোগ করা শুরু করে দিয়েছে”

বিশেষত, কোনো ওয়েব পেজে যদি বিভ্রান্তিকর তথ্য থাকে এবং পলিসি ভঙ্গের অপরাধে সেটি যদি সরিয়ে নেওয়া হয়, তাহলে ইন্টারনেট আর্কাইভ সেটি ব্যাখ্যা করার জন্য আর্কাইভড করা ওয়েব পেজটির ওপরে একটি হলুদ ব্যানার দেখাবে৷ পাঠকগণ ব্যানারে থাকা ফ্যাক্ট চেকিংয়ের লিঙ্কে ক্লিক করে খবরটির সত্যতা সর্ম্পকে জানতে পারবেন৷ আপাতত এই ফিচার কাজ করবে আমেরিকাতে। আশা করা যায় শীঘ্রই ফিচারটি অন্যান্য দেশেও উপলব্ধ হবে।

ইন্টারনেট আর্কাইভের এই নতুন ফিচারে থাকবে FactCheck.org, Check Your Fact, Politifact, Washington Post Fact-Checker, AP News Fact Check, USA Today Fact Check, Graphika, Stanford Internet Observatory, এবং Our.news-এর মতো প্রতিষ্ঠিত থার্ড পার্টি সংস্থার ফ্যাক্ট চেকিং কভারেজ৷

প্রসঙ্গত, যারা ইন্টারনেট আর্কাইভ বা ওয়েব্যাক মেশিনের নাম প্রথম শুনছেন৷ তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, একে আপনি ইন্টারনেটের টাইম-মেশিন হিসেবে উল্লেখ করতে পারেন৷ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW) -এর এই ডিজিটাল আর্কাইভে আপনি পাবেন বিগত কুড়ি বছরেরও বেশী সময় ধরে ৫০০ বিলিয়নের কাছাকাছি ওয়েব পেজ, অডিও রেকর্ডিং, ভিডিও এবং ছবি৷ নিজের প্রিয় ওয়েবসাইটের পুরানো সংস্করণ দেখতে কি আপনার ইচ্ছা করছে? তাহলে ওয়েব্যাক মেশিনে একবার ঢুঁ মেরেই দেখতে পারেন৷