সুখবর, শীঘ্রই ফিচার ফোনের সাহায্যেও করা যাবে UPI ভিত্তিক লেনদেন, ঘোষণা RBI-এর

উচ্চবর্ণ এবং নিম্নবর্ণের জাতিগত ভেদাভেদের মতো স্মার্টফোন বাজারে আসার পর থেকে তাদের সাথে ফিচার ফোনের এক বিস্তর ফারাকের সৃষ্টি হয়েছে। স্মার্টফোনের আগমনের সুবাদে ফিচার ফোন…

উচ্চবর্ণ এবং নিম্নবর্ণের জাতিগত ভেদাভেদের মতো স্মার্টফোন বাজারে আসার পর থেকে তাদের সাথে ফিচার ফোনের এক বিস্তর ফারাকের সৃষ্টি হয়েছে। স্মার্টফোনের আগমনের সুবাদে ফিচার ফোন এখন ‘ক্যাবলা ফোন’ হিসেবে নামাঙ্কিত হয়েছে। যদিও আজকাল স্মার্টফোনের অনেক সুবিধা কিন্তু ক্যাবলা তথা ফিচার ফোনেও পাওয়া যায়। এবার সেই তালিকায় শামিল হতে চলেছে আর এক গুরুত্বপূর্ণ তথা প্রয়োজনীয় ফিচার।

ফিচার ফোন দিয়ে হবে UPI পেমেন্ট

আজ্ঞে হ্যাঁ! ফিচার ফোন ব্যবহারকারীরা শীঘ্রই UPI ভিত্তিক লেনদেন করতে পারবেন। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India বা RBI)-এর সাম্প্রতিক ঘোষণায় এই কথা জানা গেছে। এই সপ্তাহের শুরুতে RBI গভর্নর শক্তিকান্ত দাস ফিচার ফোনের জন্য ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করার কথা ঘোষণা করেন। পাশাপাশি মি. দাস আরবিআই-এর রিটেইল ডাইরেক্ট স্কিমের জন্য UPI পেমেন্টের ট্রানজ্যাকশনের সীমা ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করার কথাও ঘোষণা করেছেন।

দাস উল্লেখ করেছেন যে, ইউপিআই হল লেনদেনের পরিমাণের দিক থেকে দেশের একক বৃহত্তম রিটেইল পেমেন্ট সিস্টেম, বিশেষ করে ছোটখাটো মূল্যের পেমেন্টের জন্য এই ফিচারটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এরপর তিনি ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে আরও সমৃদ্ধ করতে তিনটি নতুন প্রস্তাব পেশ করেন, যার প্রথমটি হল ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য ইউপিআই-ভিত্তিক পেমেন্ট ব্যবস্থা চালু করা।

দ্বিতীয় প্রস্তাবটি হল ইউপিআই অ্যাপ্লিকেশনগুলিতে অন-ডিভাইস ওয়ালেটের একটি প্রক্রিয়ার মাধ্যমে ছোটোখাটো মূল্যের লেনদেনের প্রক্রিয়াটি সহজ করা। তৃতীয় প্রস্তাবটি হল G-secs-এ (Government Security) বিনিয়োগের জন্য রিটেইল ডাইরেক্ট স্কিম এবং ইনিশিয়াল পাবলিক অফারিং (IPO) অ্যাপ্লিকেশনের জন্য ইউপিআই-এর মাধ্যমে অর্থ প্রদানের লেনদেনের সীমা ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা।

নভেম্বর ২০২১-এর NPCI ডেটা অনুযায়ী, ইউপিআই ট্রানজ্যাকশন প্রথমবারের মতো ১০০ ডলার বিলিয়ন মূল্যের পরিসীমা অতিক্রম করেছে। TRAI-এর তথ্য অনুযায়ী, এই ফিচারটি চালু হয়ে গেলে ভারতে ৩০০ মিলিয়নেরও বেশি ফিচার ফোন ব্যবহারকারী রয়েছে, যারা ইউপিআই-ভিত্তিক পরিষেবা পেতে সক্ষম হবেন।

এখনও পর্যন্ত, এমন কোনো UPI অ্যাপ নেই, যার মাধ্যমে ফিচার ফোন ব্যবহারকারীরা লেনদেন করতে পারেন। ফিচার ফোন বা অ-ইন্টারনেট-ভিত্তিক (non-internet-based) মোবাইল ডিভাইসগুলির পক্ষে শুধুমাত্র ন্যাশনাল ইউনিফাইড ইউএসএসডি প্ল্যাটফর্মের (NUUP) মাধ্যমে পেমেন্ট করা সম্ভব। এর জন্য ব্যবহারকারীদের *৯৯# ডায়াল করতে হবে এবং তাদের মোবাইল ফোনে একটি ইন্টারেক্টিভ মেনুর মাধ্যমে লেনদেন করতে হবে। কিন্তু এই প্রসেসের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি, কারণ শীঘ্রই এই ফোনগুলির জন্য UPI পেমেন্ট চালু করা হবে। RBI-এর মতে, ভারতে ডিজিটাইজেশনের পথকে আরও সুপ্রশস্ত করতে ফিচার ফোনে UPI-ভিত্তিক ডিজিটাল পেমেন্ট ফিচার বিশেষভাবে কার্যকর হবে।