সুখবর, শীঘ্রই ফিচার ফোনের সাহায্যেও করা যাবে UPI ভিত্তিক লেনদেন, ঘোষণা RBI-এর

উচ্চবর্ণ এবং নিম্নবর্ণের জাতিগত ভেদাভেদের মতো স্মার্টফোন বাজারে আসার পর থেকে তাদের সাথে ফিচার ফোনের এক বিস্তর ফারাকের সৃষ্টি হয়েছে। স্মার্টফোনের আগমনের সুবাদে ফিচার ফোন এখন ‘ক্যাবলা ফোন’ হিসেবে নামাঙ্কিত হয়েছে। যদিও আজকাল স্মার্টফোনের অনেক সুবিধা কিন্তু ক্যাবলা তথা ফিচার ফোনেও পাওয়া যায়। এবার সেই তালিকায় শামিল হতে চলেছে আর এক গুরুত্বপূর্ণ তথা প্রয়োজনীয় ফিচার।

ফিচার ফোন দিয়ে হবে UPI পেমেন্ট

আজ্ঞে হ্যাঁ! ফিচার ফোন ব্যবহারকারীরা শীঘ্রই UPI ভিত্তিক লেনদেন করতে পারবেন। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India বা RBI)-এর সাম্প্রতিক ঘোষণায় এই কথা জানা গেছে। এই সপ্তাহের শুরুতে RBI গভর্নর শক্তিকান্ত দাস ফিচার ফোনের জন্য ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করার কথা ঘোষণা করেন। পাশাপাশি মি. দাস আরবিআই-এর রিটেইল ডাইরেক্ট স্কিমের জন্য UPI পেমেন্টের ট্রানজ্যাকশনের সীমা ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করার কথাও ঘোষণা করেছেন।

দাস উল্লেখ করেছেন যে, ইউপিআই হল লেনদেনের পরিমাণের দিক থেকে দেশের একক বৃহত্তম রিটেইল পেমেন্ট সিস্টেম, বিশেষ করে ছোটখাটো মূল্যের পেমেন্টের জন্য এই ফিচারটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এরপর তিনি ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে আরও সমৃদ্ধ করতে তিনটি নতুন প্রস্তাব পেশ করেন, যার প্রথমটি হল ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য ইউপিআই-ভিত্তিক পেমেন্ট ব্যবস্থা চালু করা।

দ্বিতীয় প্রস্তাবটি হল ইউপিআই অ্যাপ্লিকেশনগুলিতে অন-ডিভাইস ওয়ালেটের একটি প্রক্রিয়ার মাধ্যমে ছোটোখাটো মূল্যের লেনদেনের প্রক্রিয়াটি সহজ করা। তৃতীয় প্রস্তাবটি হল G-secs-এ (Government Security) বিনিয়োগের জন্য রিটেইল ডাইরেক্ট স্কিম এবং ইনিশিয়াল পাবলিক অফারিং (IPO) অ্যাপ্লিকেশনের জন্য ইউপিআই-এর মাধ্যমে অর্থ প্রদানের লেনদেনের সীমা ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা।

নভেম্বর ২০২১-এর NPCI ডেটা অনুযায়ী, ইউপিআই ট্রানজ্যাকশন প্রথমবারের মতো ১০০ ডলার বিলিয়ন মূল্যের পরিসীমা অতিক্রম করেছে। TRAI-এর তথ্য অনুযায়ী, এই ফিচারটি চালু হয়ে গেলে ভারতে ৩০০ মিলিয়নেরও বেশি ফিচার ফোন ব্যবহারকারী রয়েছে, যারা ইউপিআই-ভিত্তিক পরিষেবা পেতে সক্ষম হবেন।

এখনও পর্যন্ত, এমন কোনো UPI অ্যাপ নেই, যার মাধ্যমে ফিচার ফোন ব্যবহারকারীরা লেনদেন করতে পারেন। ফিচার ফোন বা অ-ইন্টারনেট-ভিত্তিক (non-internet-based) মোবাইল ডিভাইসগুলির পক্ষে শুধুমাত্র ন্যাশনাল ইউনিফাইড ইউএসএসডি প্ল্যাটফর্মের (NUUP) মাধ্যমে পেমেন্ট করা সম্ভব। এর জন্য ব্যবহারকারীদের *৯৯# ডায়াল করতে হবে এবং তাদের মোবাইল ফোনে একটি ইন্টারেক্টিভ মেনুর মাধ্যমে লেনদেন করতে হবে। কিন্তু এই প্রসেসের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি, কারণ শীঘ্রই এই ফোনগুলির জন্য UPI পেমেন্ট চালু করা হবে। RBI-এর মতে, ভারতে ডিজিটাইজেশনের পথকে আরও সুপ্রশস্ত করতে ফিচার ফোনে UPI-ভিত্তিক ডিজিটাল পেমেন্ট ফিচার বিশেষভাবে কার্যকর হবে।

Tech Gup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Moto G Stylus: মোটোরোলার নয়া চমক, মন জয় করবে স্টাইলাস পেনের স্মার্টফোন

Moto G Stylus (2025) খুব তাড়াতাড়ি Moto G Stylus (2024)-এর উত্তরসূরী হিসাবে বাজারে পা রাখতে…

15 mins ago

স্প্লেন্ডরের দ্বিগুণ! 23 লিটারের ফুয়েল ট্যাংক এই মোটরসাইকেলে, লঞ্চের আগে শুরু বুকিং

BMW Motorrad ভারতে একজোড়া দুর্দান্ত বাইক লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। জার্মান সংস্থাটির লেটেস্ট মডেল হিসাবে BMW…

39 mins ago

8199 টাকা থেকে পাওয়া যাচ্ছে LED Smart TV, 12 হাজার টাকার কমে সেরা 5 টিভি দেখুন

বাজেটের মধ্যে নতুন Smart TV খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা অ্যামাজনে বিক্রি…

1 hour ago

Samsung এর বর্ষার অফার, Galaxy A15 5G পাওয়া যাচ্ছে লোভনীয় অফারে

20 হাজার টাকার মধ্যে অত্যাধুনিক ফিচারের ফোন খোঁজ করলে দারুণ খবর। স্যামসাংয়ের ওয়েবসাইটে, গ্যালাক্সি এ…

2 hours ago

Shakib Al Hasan: সিরিজ ছেড়ে তৎক্ষণাৎ দেশে ফিরতে হবে শাকিবকে, বাংলাদেশ বোর্ডকে নোটিশ দিল ICC

গতকাল বাংলাদেশে একটি হত্যা মামলায় অভিযুক্ত হিসাবে উঠে এসেছে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার শাকিব আল…

2 hours ago

“ক্রিকেটের মাঠ…” অবসর নেওয়ার পর শিখরকে স্পেশাল মেসেজ দিলেন শচীন তেন্ডুলকার

ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার শিখর ধাওয়ান। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে…

3 hours ago