FIFA 23 Announced: ফিফা ২৩ গেমের রিলিজ ডেট, প্র-অর্ডারের সময় ও দাম জেনে নিন

FIFA 23 তাদের অফিসিয়াল ফার্স্ট লুক ট্রেলার প্রকাশ্যে আনল। এখান থেকে অ্যানুয়াল ফুটবল গেমটির নতুন ফিচার সামনে এসেছে। EA Sports প্রথমবার এই সিরিজে, মহিলাদের ক্লাব টিম (Women’s Club Teams) ও ক্রস প্লে সার্পোট যোগ করছে – যা PlayStation, Xbox, ও Windows সিস্টেমের মধ্যে একযোগে খেলার সুবিধা দেবে।

ফিফা ২৩ প্রি-অর্ডার, দাম (FIFA 23 pre-order, price)

উল্লেখ্য FIFA 23 আগামী ৩০ সেপ্টেম্বর রিলিজ হবে। তবে ইতিমধ্যেই এর প্রি-অর্ডার শুরু হয়েছে। Steam ও Epic Games-এ FIFA 23 Standard Edition (PC) এর দাম শুরু হবে ৩,৪৯৯ টাকা থেকে। আবার PS4 ও‌ Xbox One-এ এর মূল্য ৩,৯৯৯ টাকা। এছাড়া PS5-এ দাম ৪,৪৯৯ টাকা।

অন্যদিকে, FIFA 23 Ultimate Edition এর দাম ৪,৭৯৯ টাকা। এই মূল্য Steam ও Epic Games-এর জন্য ধার্য হয়েছে। আবার Xbox Store ও PlayStation Store-এ দাম ৬,৪৯৯ টাকা।

ফিফা ২৩ এর জন্য পিসি সিস্টেম কি লাগবে (FIFA 23 PC system minimum requirements)

১. ৬৪ বিট উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম।

২. AMD Ryzen 5 1600 বা তার উপরের ভার্সন + Radeon RX 570 গ্রাফিক্স কার্ড/ Intel Core i5 6600k বা তার উপরের ভার্সন + GeForce GTX 1050 Ti গ্রাফিক্স কার্ড।

৩. ৮ জিবি মেমোরি।

৪. ৫১২ কেবিপিএস বা তার বেশি ইন্টারনেট স্পিড।

৫. ১০০ জিবি হার্ড ড্রাইভ স্পেস।