Yono অ্যাপে লগ-ইনের জন্য নিয়ম আনলো SBI, জেনে নিন

প্রতারণাকারীদের হাত থেকে বাঁচতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই (SBI) তাদের ইয়েনো (Yono) ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে এলো। এর ফলে ইয়েনো অ্যাপে লগ-ইনের সময় এসবিআই গ্রাহকদের নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে। তা না হলে তারা অনলাইন ব্যাঙ্কিংয়ের সুবিধাগুলি উপভোগ করতে পারবেন না।

SBI Yono অ‌্যাপে Log in এর জন্য নতুন নিয়ম

নতুন নিয়মে জন্য এসবিআই ইয়েনো ব্যবহারকারীদের ব্যাঙ্কে রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে অ্যাপে লগ-ইন করতে হবে। অর্থাৎ ব্যাঙ্কে দাখিল করা নম্বর ছাড়া অন্য কোনো নম্বর থেকে তারা অ্যাপে প্রবেশ করতে পারবেন না। ক্রমবর্ধমান অনলাইন ব্যাঙ্কিং জালিয়াতির ঘটনায় রাশ টানতে, ইয়েনো’র নয়া ফিচার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে বলে সংস্থা দাবী করেছেন।

আসলে বর্তমানে ডিজিটাল এবং অনলাইন ব্যাঙ্কিংয়ের উপরে আমাদের নির্ভরতা বহু গুণে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে করোনা পরিস্থিতিতে ব্যাঙ্কের অহেতুক ভীড় এড়িয়ে যাওয়াই প্রকৃত বিচক্ষণের কাজ। আর এক্ষেত্রে SBI এর আপডেটেড Yono অ্যাপ্লিকেশনের কোনো বিকল্প নেই বললেই চলে। এর মাধ্যমে আমরা খুব সহজেই ব্যাঙ্কিং ট্রানজ্যাকশনগুলিকে বাস্তবে রূপ দিতে পারি এবং সেটাও কোনরকম ঝক্কি ছাড়াই।

সুতরাং Yono অ্যাপ ব্যবহারের সময় গ্রাহকেরা যাতে কোনভাবেই জালিয়াতির শিকার না হন, তা সুনিশ্চিত করা SBI-র প্রাথমিক দায়িত্ব। কিন্তু বর্তমানে প্রতারণাকারীরা নতুন নতুন উপায়ে মানুষকে বোকা বানাচ্ছে। প্রথমে ভুয়ো মেসেজ, ফোন কলের মাধ্যমে তারা ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড ও ই-মেইল আইডি’র মতো ব্যক্তিগত তথ্যগুলি হাত করে ফেলছে। এরপর অন্য নম্বর ব্যবহার করে তারা গ্রাহকের ব্যাঙ্ক লেনদেনের উপরে নিয়ন্ত্রণ কায়েম করছে। এর ফলে মিনিটের মধ্যে ফাঁকা হয়ে যাচ্ছে ব্যবহারকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, নিমেষেই হাজার হাজার টাকার প্রতারণার শিকার হচ্ছেন তিনি।

উপরোক্ত সমস্যার সমাধানের জন্যেই নতুন Yono অ্যাপের ফিচারে বদল আনা হয়েছে‌। কোনভাবে পাসওয়ার্ড, ই-মেইল আইডি জেনে ফেললেও প্রতারণাকারীরা যাতে SBI উপভোক্তাদের ঠকাতে না পারেন, সেই উদ্দেশ্যেই ফিচারটি যুক্ত করা হয়েছে। আসলে ব্যাঙ্কে দাখিল করা ফোন নম্বর অন্যের করায়ত্ত হওয়া যথেষ্ট কঠিন। তাই অ্যাপ ব্যবহারের জন্য Yono ব্যবহারকারীদের এবার থেকে ব্যাঙ্কে রেজিস্টার্ড মোবাইল নম্বরের দরকার পড়বে। নচেৎ তারা অনলাইন ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন