ফোনকে TV বানিয়ে দেবে এই Fingers MOT ডিভাইস! দামও অনেক কম, কিনবেন নাকি?

একটি স্মার্টটিভি কেনার আকাঙ্খা প্রায় সকলেরই থাকে। যদিও দামের কারণে সবার পক্ষে টিভি কেনা সম্ভব হয় না। তবে আজ আমরা আপনাকে এমন একটি ডিভাইসের ব্যাপারে…

একটি স্মার্টটিভি কেনার আকাঙ্খা প্রায় সকলেরই থাকে। যদিও দামের কারণে সবার পক্ষে টিভি কেনা সম্ভব হয় না। তবে আজ আমরা আপনাকে এমন একটি ডিভাইসের ব্যাপারে জানাবো, যেটি টিভির বিকল্প রূপে ব্যবহার করা যাবে। আসলে Fingers সম্প্রতি ‘My Own TV’ বা MOT নামক একটি পোর্টেবল স্পিকার লঞ্চ করেছে। এটি ফোনকে পোর্টেবল টিভিতে পরিণত করে। ফলে ঘরের ড্রয়িংরুম থেকে বহিরঙ্গন যেকোনো জায়গায় এই পোর্টেবল ডিভাইসের মাধ্যমে ক্রিকেট ম্যাচ বা সিনেমা দেখতে পারবেন আপনারা। আবার এটিকে চালনা করার পদ্ধতিও অতীব সহজ, এমনকি একটি শিশুও এটিকে সহজেই ব্যবহার করতে পারবে। আর দামের দিক থেকেও ডিভাইসটি যথেষ্ট সাশ্রয়ী। তাহলে চলুন ‘My Own TV’ বা MOT -এর দাম, প্রাপ্যতা এবং বিশেষত্ব জেনে নেওয়া যাক।

My Own TV পোর্টেবল স্পিকার দেখতে কেমন?

My Own TV বা MOT-এর বাহ্যিক ডিজাইন অনেকটা পুরনো দিনের ট্রানজিস্টরের ন্যায়। এই পোর্টেবল ডিভাইসের বডি প্লাস্টিক মেটেরিয়াল দিয়ে তৈরী, তাই এটি ওজনে খুবই হালকা। আর এক জায়গা থেকে অন্য জায়গায় যাতে সহজে এটিকে বহন করা যায়, তার জন্য ডিভাইসের বডিতে একটি হ্যান্ডেল দেওয়া হয়েছে। MOT-এর সামনের দিকে দুটি নব দেখা যাবে, যা নন-ব্রেকেবল। যদিও ডিভাইস চালনার ক্ষেত্রে এগুলির কোনো কার্যকরী ভূমিকা নেই, এই দুটি নব স্পিকারটির ডিজাইনের একটি অংশ মাত্র। ফিঙ্গারস-এর দাবি, তাদের এই ডিভাইসের মাধ্যমে ইউজাররা মুভি, কুকিং শো, অনলাইন মিটিং, ভিডিও কলিং, নিউজ, ফিটনেস ভিডিও, স্পোর্টস ইত্যাদি দুর্দান্ত সাউন্ড কোয়ালিটির সাথে উপভোগ করতে পারবেন।

My Own TV পোর্টেবল স্পিকারে কী কী ফিচার আছে ?

১. My Own TV-কে শুধুমাত্র পোর্টেবল স্পিকার বলা হলেও, এটি মূলত একটি ‘মাল্টি-পারপাস’ ডিভাইস। সংস্থাটি বলেছে, এই ৩-ইন-১ ডিভাইসটি একই সাথে মোবাইল স্ট্যান্ড, ওয়্যারলেস পোর্টেবল স্পিকার এবং এফএম রেডিও রূপে কাজ করে।

২. ডিভাইসটির সামনের দিকে একটা স্পেস বা ফাঁকা জায়গা রাখা হয়েছে। যেখানে ৬.৪ ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাইজের মোবাইল সহজে ফিট হয়ে যাবে। আর ডিভাইসে ফোনকে এই ভাবে ফিট করার দরুন, এটিকে অনেকটা ছোট-খাটো টেলিভিশনের মতো দেখাবে।

৩. MOT-কে ইউজাররা ব্লুটুথের‌ মাধ্যমে ফোনের সাথে কানেক্ট করতে পারবেন। কানেক্ট হয়ে যাওয়ার পর MOT-এ থাকা ইন-বিল্ট ওয়্যারলেস স্পিকার, ফোনের সাউন্ড আউটপুটকে বর্ধিত করে দেবে। যা টিভি দেখার মতো অনুভূতি প্রদান করবে।

৪. আবার এটিকে রেডিও হিসাবেও ব্যবহার করা সম্ভব। এর জন্য এই ডিভাইসে একটি অ্যান্টেনা রয়েছে।

৫. MOT-এর উপরি অংশে কয়েকটি বাটন দেখা যাবে, যা মোড পরিবর্তন করার জন্য দেওয়া হয়েছে। এতে মোট ৫টি মোড যথা – ব্লুটুথ, এফএম রেডিও, AUX, মাইক্রো এসডি এবং ইউএসবি সামিল আছে।

৬. অন্যান্য বিশেষত্বের কথা বললে, এই বহুমুখী ডিভাইসকে একই সাথে দুটি ভিন্ন ডিভাইসের সাথে কানেক্ট করা যাবে। তবে সবথেকে মজার বিষয় হলো, হ্যান্ডস-ফ্রি কলিংয়ের জন্য MOT-এ ইন-বিল্ট মাইক দেওয়া হয়েছে।

My Own TV পোর্টেবল স্পিকারের ব্যাটারি ক্যাপাসিটি

এই ডিভাইসে ১,২০০ এমএএইচ পাওয়ারের একটি বিল্ট ইন ব্যাটারি আছে, যা ফুল চার্জ হতে ৩.৫ ঘন্টা সময় নেবে। ফুল চার্জ হওয়ার পর এটি পুরো ১৫ ঘন্টা পর্যন্ত নন-স্টপ প্লেব্যাক টাইম অফার করবে বলে, সংস্থার দাবি।

My Own TV পোর্টেবল স্পিকারের দাম ও প্রাপ্যতা

৩৬০ গ্রাম ওজনের ‘My Own TV’ পোর্টেবল স্পিকারকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ২,৪৯৯ টাকায় এনলিস্ট করা হয়েছে। এটির সাথে ফিঙ্গারস এক বছরের ওয়ারেন্টি দেবে। অন্যদিকে ই-কমার্স সাইট ষগুলিতে এটির দাম তুলনায় কম রাখা হয়েছে। যেমন Amazon থেকে এটি ব্যাঙ্ক অফারের সাথে ১,৩৪৯ টাকায় পাওয়া যাবে। আবার Flipkart-এ এটির দাম রাখা হয়েছে ১,৯৯৮ টাকা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন