ফিটনেস প্রেমী? Fire-Boltt Ninja স্মার্টওয়াচ সস্তায় আপনার জন্য হাজির

ভারতীয় বাজারে উপলব্ধ স্মার্টওয়াচের তালিকায় ফের একটি নতুন ওয়্যারেবলের সংযোজন হল। আর এর নেপথ্যে আছে দেশীয় টেক ব্র্যান্ড Fire-Boltt। সংস্থাটি তাদের স্মার্টওয়াচের লাইনআপকে প্রসারিত করতে Fire-Boltt Ninja নামের একটি সাশ্রয়ী মূল্যের নতুন স্মার্টওয়াচ লঞ্চ করেছে। স্বাস্থ্যের প্রতি নজরদারি করতে এতে থাকছে, ২৪x৭ হার্ট রেট, SpO2 স্যাচুরেশন এবং ব্লাড প্রেসার মনিটরিং সেন্সর। সাথে, ‘ফিট-অ্যান্ড-ফাইন’ থাকতে ইউজাররা Fire-Boltt Ninja স্মার্টওয়াচে ৭টি স্পোর্টস মোড পেয়ে যাবেন। এছাড়া, ১.৩ ইঞ্চির এইচডি টাচস্ক্রিন ডিসপ্লে, ব্লুটুথ ভি৫.০ কানেকশন এবং রিমোর্ট ক্যামেরা কন্ট্রোলের মতো উল্লেখযোগ্য ফিচারও পাওয়া যাবে। সংস্থার দাবি, ফায়ার-বোল্ট নিনজাতে থাকা লিথিয়াম-আয়ান ব্যাটারি, একটানা ৫দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে। IPX8 সার্টিফায়েড এই স্মার্টওয়াচটিতে আরো বেশ কয়েকটি আকর্ষণীয় ফিচার সামিল আছে। আসুন সেগুলির সম্পর্কে জেনে নেওয়া যাক…

Fire-Boltt Ninja স্মার্টওয়াচের ফিচার ও স্পেসিফিকেশন

ফুল-মেটাল বডি ডিজাইনের সাথে আসা ফায়ার-বোল্ট নিনজা স্মার্টওয়াচে, ২৪০x২৪০ পিক্সেল রেজোলিউশন এবং 2.5D কার্ভড গ্লাস সহ ১.৩ ইঞ্চির এইচডি টাচস্ক্রিন আইপিএস (IPS) ডিসপ্লে আছে। এই ডিসপ্লেতে টাচ-টু-ওয়েক ফাঙ্কশন অন্তর্ভুক্ত আছে। আবার, পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে লিথিয়াম-আয়ন ব্যাটারি, যা ১২০ মিনিটে ফুল-চার্জ হবে এবং ৫ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ সরবরাহ করবে। ওয়্যারেবলটি IPX8 রেটিং প্রাপ্ত হওয়ায়, এটি ওয়াটারপ্রুফ।

Fire-Boltt Ninja স্মার্টওয়াচে বেশ কয়েকটি স্বাস্থ্য সংক্রান্ত ফিচার থাকছে। যেমন, ওয়াচটি ব্লাড অক্সিজেন স্যাচুরেশন (SpO2), ২৪x৭ হার্ট রেট এবং ব্লাড প্রেসার মনিটর করতে সক্ষম। আবার ফিটনেস সচেতক বা ক্রীড়াবিদরা এতে ৭টি স্পোর্টস মোড পেয়ে যাবেন। এগুলি হলো, ব্যাডমিন্টন, বাস্কেটবল, সাইকেলিং, ফুটবল, রানিং, স্কিপিং এবং ওয়াকিং। সাথে থাকছে কিছু সেন্সর, যথা – অ্যাক্সিলারোমিটার, ব্যারোমিটার, জাইরোস্কোপ এবং লাইট সেন্সর।

ফায়ার-বোল্ট নিনজাকে, ব্লুটুথ ভি৫.০ কানেক্টিভিটি অপশন ব্যবহার করে অ্যান্ড্রয়েড বা আইওএস উভয় স্মার্টফোনের সাথেই সংযুক্ত করা যাবে। যদিও এর জন্য তাদের মোবাইলে Android 5.0 বা তার উপরের ভার্সন এবং iOS 8.0 বা তার উপরের ভার্সন থাকতে হবে। এই নয়া স্মার্টওয়াচে, ভয়েস কল, টেক্সট এবং সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন দেখা যাবে। এছাড়া, এতে রিমোর্ট ক্যামেরা কন্ট্রোল এবং ২০০ টিরও বেশি ক্লাউড-বেসড ওয়াচ ফেস আছে। ফায়ার-বোল্ট নিনজা স্মার্টওয়াচের পরিমাপ ৪১x৩৪x১০ মিমি এবং এটি ওজনে প্রায় ৮০ গ্রাম।

Fire-Boltt Ninja স্মার্টওয়াচের দাম ও প্রাপ্যতা

সদ্য লঞ্চ হওয়া ফায়ার-বোল্ট নিনজা স্মার্টওয়াচের দাম রাখা হয়েছে ১,৭৯৯ টাকা এবং এটি‌ বেইজ, ব্ল্যাক এবং গ্রে এই তিনটি কালারে পাওয়া যাবে। এই স্মার্টওয়াচটি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন